Honda Electric Scooter: হোন্ডার প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ হলো মার্কেটে, কি প্রতিক্রিয়া গ্রাহকদের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Honda Electric Scooter: বর্তমানে জ্বালানি চালিত গাড়ি কিংবা স্কুটার, মোটরসাইকেলের পরিবর্তে মানুষ বেশি ছুটছে ইলেকট্রনিক ফোর হুইলার এবং টু হুইলারের দিকে। যারা আগামীদিনে টু হুইলার কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য হোন্ডা নিয়ে আসলো দুর্দান্ত সুখবর। এতদিন বাদে স্কুটার প্রেমীদের সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে।

Advertisements

স্কুটারের মার্কেটে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে এই জাপানি সংস্থা (Honda Electric Scooter) । প্রথমবারের জন্য ইলেকট্রিক স্কুটার প্রেমীদের খুশির খবর দিতে পারছে হোন্ডা। চলতি মাসের ২৭ তারিখের মধ্যে মার্কেটে এই স্কুটার লঞ্চ করে যাবে। সর্বপ্রথম মডেল হিসাবে Honda Activa Electric-কে আনা হচ্ছে। হোন্ডা (Honda) এর জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যাচ্ছে গ্রাহকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করবে এই গাড়িটি।

Advertisements

আরো পড়ুন: নতুন চমক নিয়ে বাজারে ফিরছে টাটা ন্যানো! দামও রয়েছে বেশ কম, রইল বৈশিষ্ট্য সহ বিস্তারিত বিবরণ

ইলেকট্রিক স্কুটি হিসাবে মার্কেটে প্রতিযোগিতা করতে পারবে তো হোন্ডার এই গাড়ি? কি বলছে বিশেষজ্ঞরা? হোন্ডা বহুদিন ধরেই কাজ করছিল এই ব্যাপারে, অবশেষে সেই বিশেষ দিনটি আসন্ন। মার্কেটে প্রথম আসতে চলেছে হোন্ডার ইলেকট্রিক স্কুটি। সর্বসাধারণের মধ্যে স্কুটারটি নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখা দেবে সেটাই হল আসল বিষয়। কিন্তু দাম নিয়ে চিন্তা করতে হবে না, সাধারণ মানুষকে কারণ তা একেবারে সাধ্যের মধ্যে। Honda Activa Electric বাজারে Honda Activa E নামে (Honda Electric Scooter) আসতে পারে এমনটাই পরিকল্পনা করেছে এই সংস্থা।

Advertisements

আরো পড়ুন: লাগবেনা ডিজেল কিংবা বিদ্যুত, ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন চমকে দেবে সকলকে

তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে, Activa E যদি একবার ফুল চার্জ দেওয়া যায় তাহলে ১০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এই স্কুটিতে থাকবে একটি ফিক্সড ব্যাটারি। হয়তো রিমুভেবল ব্যাটারিও ব্যবহার করতে পারে। তবে এই বিষয়ে সংস্থা বিস্তারিতভাবে কিছুই বলেনি।

চ্যাসিসের বিষয়ে বলা হচ্ছে যে, Honda Activa Electric (Honda Electric Scooter) এমন একটি ফ্রেমের উপর ভিত্তি করে আসবে, ব্যাটারি এবং মোটর হবে একে অপরের পরিপূরক। এতে থাকতে পারে একটি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। ব্রেকিং এর বিষয়ও একেবারে নিশ্চিন্তে থাকতে পারে গ্রাহকেরা । বাজারে এই স্কুটারের প্রতিপক্ষ হিসাবে রয়েছে TVS iQube, Ather Rizta, Ather 450X, Bajaj Chetak এবং Ola S1 রেঞ্জ।

Advertisements