কলকাতা শহরের পরিবহনগুলির মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী পরিবহন হলো ট্রাম পরিবহন (Kolkata Tram Depot)। সম্প্রতি যে পরিবহন ব্যবস্থা বন্ধ করেছে রাজ্য পরিবহন দপ্তর। মূলত রাস্তায় যানজটের সমস্যা তুলেই ট্রাম চলাচলের পরিষেবা বন্ধ করেছে রাজ্য। ঘোষণা করেছে প্রতীকী পরিষেবা হিসেবে শুধু একটি রুটেই চলবে ট্রাম। বাকি রুটগুলিতে পুরোপুরি বন্ধ হয়ে যাবে ট্রাম পরিষেবা। পাশাপাশি বুজিয়ে দেওয়া হবে ট্রাম লাইন। আর এই পরিস্থিতিতেই এই পরিষেবা বন্ধ করার বিরুদ্ধে গর্জে উঠেছে একাংশ শহরবাসী। প্রকাশ্যে এসেছে ট্রাম পরিষেবা বন্ধ করার আসল উদ্দেশ্য। কি কারনে ট্রাম পরিষেবা বন্ধ করল রাজ্য পরিবহন দপ্তর?
রাজ্যের ট্রাম পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করে একাংশ শহরবাসীর অভিযোগ এই পরিষেবা বন্ধ করা পুরোটাই একটা পরিকল্পনা। যানজটের সমস্যা অজুহাত মাত্র। কারণ এই পরিষেবা (Kolkata Tram Depot) বন্ধ করার মূল কারণ হলো জায়গা বিক্রি। অর্থাৎ ট্রাম চলাচল বন্ধ করে ডিপোগুগুলি বড় বড় জায়গা বিক্রি করার ষড়যন্ত্র চলছে বলে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। খবর রয়েছে এখনো পর্যন্ত শহরজুড়ে ১১৬.৬২ কিলোমিটার ট্রাম ট্রাক থাকলেও মাত্র ৩০ কিলোমিটার ট্রাকে চলাচল করে ট্রাম। শুধু তাই না, পূর্বে ৬টি বড় বড় ট্রাম ডিপো ছিল। যার মধ্যে কার্যকরী রয়েছে ২টি বড় ডিপো। বাকিগুলির সম্পত্তি বেসরকারি সংস্থার কাছে বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। যেখানে চলছে বড় বড় ফ্ল্যাট তৈরির কাজ।
আরো পড়ুন: পুরাতন মালদহে এক অভূতপূর্ব সিদ্ধান্ত, আবর্জনার জন্য এবার গুনতে হবে ট্যাক্স, শুরু ডিসেম্বর থেকে
খবর রয়েছে রিয়েল এস্টেটের জন্য ট্রামডিপোর বিপুল জায়গা বিক্রি করা হয়েছে। অভিযোগ উঠেছে গোয়েঙ্কা গোষ্ঠীকে ৬.৫১ কোটি টাকায় গ্যালিফ স্ট্রিটের ১৪.৯৫ কাঠা জমি, খিদিরপুরের ২১.৮৮ কাঠা জমি এবং কালীঘাট ট্রামডিপোর ১২.৩৩ কাটা জমি বিক্রি করা হয়েছে। যার মূল্য ১৩.২১ কোটি টাকা এবং ৪.০১ কোটি টাকা। বেলানি গোষ্ঠীকে বিক্রি করা হয়েছে টালিগঞ্জ ট্রামডিপোর ২৪৪.৫ কাঠা জমি। যার মূল্য ১৮১ কোটি টাকা। এছাড়াও শোনা গিয়েছে ইতিমধ্যে বিক্রি হয়েছে শ্যামবাজার ট্রামডিপোর ৩১ কাঠা জমি এবং বেলগাছিয়া ট্রামডিপোর ৫২ কাঠা জমি। যেখানে বড় বড় শপিং মল, আবাসন, ক্যাফে তৈরির পরিকল্পনা চলছে।
আরো পড়ুন: রাস্তা নয় যেন ঘাসের কার্পেট বিছানো! বর্ধমানে তৈরি হলে এমনই রাস্তা, খরচ কত পড়লো
তবে শুধু জমি বিক্রির অভিযোগ নয়, পাশাপাশি অভিযোগ উঠেছে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে ৩৭ টি ট্রামকে চূর্ণ-বিচূর্ণ করার। এই বিষয়ে কলকাতা ট্রাম (Kolkata Tram Depot) ইউজার্স অ্যাসোসিয়েশন তরফে অনেকেই এই পুরো বিষয়টিকে দুর্নীতি বলে অভিযোগ করেছেন। কারণ ট্রামডিপোর যে অংশগুলি গোয়েঙ্কা গোষ্ঠী কিনেছে সেই অংশগুলিকে স্টোরেজ বানিয়েছে সেই গোষ্ঠী। অপরদিকে অন্যান্য জায়গাগুলিও যেসব সংস্থা কিনেছে তারা তাদের মতো কাজ চালাচ্ছে।
চলতি বছরে রাজ্য সরকার কলকাতায় ট্রাম (Kolkata Tram Depot) পরিষেবা বন্ধ করার সুপারিশ জানিয়েছে। তবে ট্রাম চালানোর দাবিতে হাইকোর্টে চলছে পূর্বের একটি জনস্বার্থ মামলা। যে মামলার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু এই পরিস্থিতিতেই রাজ্য পরিবহন মন্ত্রী জানিয়েছেন কলকাতার সব ট্রামডিপো থেকে চিরতরে বন্ধ হল ট্রাম পরিষেবা। শুধুমাত্র হেরিটেজ আকারে ধর্মতলা থেকে ময়দান অবধি একটি রুটে একটি সুসজ্জিত ট্রাম চলাচল করবে। তবে এই ট্রাম চলাচল বন্ধ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি হাইকোর্ট। আদালতের সিদ্ধান্তের অপেক্ষাতেই শহরে একাংশ।