Jio 5G: জিওর দৌলতে ফাইভ-জি পরিষেবা পাবেন একেবারে জলের দামে, কবে থেকে মিলবে এই সুবিধা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Jio 5G: রিলায়েন্স জিও হল ভারতের টেলিকম দুনিয়ায় অন্যতম উল্লেখযোগ্য একটি নাম। ২০১৬ সালের পর থেকে গ্রাহকদের মধ্যে জিওর জনপ্রিয়তা দিনকে দিন বৃদ্ধি পেয়েছে। সারাদেশে ইন্টারনেট পরিষেবাকে ছড়িয়ে দেওয়ার মূলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রিলায়েন্স জিওর। সম্প্রতি জিও তাদের রিচার্জ মূল্য বৃদ্ধি করাতে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু খুব শীঘ্রই তারা গ্রাহকদের জন্য আনতে চলেছে দুর্দান্ত চমক। আসুন বিস্তারিতভাবে আজকের প্রতিবেদনে সেই বিষয়ে জেনে নিই।

Advertisements

ভারতের স্মার্টফোনের বাজার থেকে শুরু করে টেলিকম দুনিয়াতেও এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে রিলায়েন্স জিও। ফাইভ- জি (Jio 5G) পরিষেবা নিয়ে গ্রাহকেরা এমনিতেই অনেক বেশি উৎসাহী। তার মধ্যে জিওর এই পদক্ষেপ যেন সোনায় সোহাগা। ৫জি পরিষেবা ব্যবহার করতে আর অধিক মূল্য খরচ করতে হবে না গ্রাহকদের। জিওর দৌলতে একেবারে জলের দামে পেয়ে যাবে ফাইভ-জি পরিষেবা।

Advertisements

আরো পড়ুন: ব্যবসায় ভাঁটা, উৎসবের মরশুমেও টাটা মোটরসের লাভের গ্রাফ তলানিতে

বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন যে, আধুনিক স্পেসিফিকেশন এবং সাশ্রয়ী মূল্যে কোটি কোটি ভারতবাসী ব্যবহার করতে পারবে ফাইভ-জি। গোটা দুনিয়া হতে চলেছে একেবারে হাতের মুঠোয়। ফাইভ-জি পরিষেবার পাশাপাশি গ্রাহকেরা পেতে চলেছে ফাইভ-জি (Jio 5G) ফোন। জিও ভারত ৫জি স্মার্টফোনের দাম রাখা হতে পারে ৪,৯৯৯ থেকে ৫,৯৯৯ টাকার মধ্যে। যদি বিশেষ ছাড় রাখা হয় তাহলে গ্রাহকরা এই ফোনটি ৩,৯৯৯ টাকাতেও কিনতে পারবেন।

Advertisements

আরো পড়ুন: জিওর এই নতুন চালে কুপোকাত Airtel এবং BSNL, ব্যবসা উঠে যাওয়ার জোগাড়

যারা ইএমআইতে এই ফোনটি কিনতে চান তারা হতাশ হবেন না। ক্রেতাদের জন্য থাকবে ইএমআইয়ের সুবিধা এবং এই ইএমআই শুরু হবে মাত্র ৯৯৯ টাকা থেকে। গ্রাহকেরা অপেক্ষা করে রয়েছে কবে লঞ্চ হবে এই ফোন। সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী বছর জানুয়ারি শেষে কিংবা ফেব্রুয়ারি শুরুতে হয়তো লঞ্চ হতে পারে এই নতুন ফোন। কি কি ফিচারস থাকবে এই নতুন ফোনে? ৫.৩ ইঞ্চি পাঞ্চ-হোল ডিসপ্লে, ৭২০x১৯২০ পিক্সেল রেজোলিউশন, ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মিডিয়াটেক ৬২০০ প্রসেসর থাকছে এই জিও ফাইভ-জি ফোনে। বিভিন্ন স্টোরেজ সিস্টেমে পাওয়া যাবে এই ফাইভ-জি ফোন।

এছাড়াও এই ফোনে থাকবে ৬জিবি ব়্যাম+ ৬৪জিবি স্টোরেজ, ৬জিবি ব়্যাম+ ১২৮জিবি স্টোরেজ, ৮জিবি ব়্যাম+ ১২৮জিবি স্টোরেজ। আশা করা যাচ্ছে জিও ভারতের এই ফোন গ্রাহকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা বৃদ্ধি করবে। ডিভাইসটিতে থাকছে বহু বাড়তি ফিচারস এবং এই ফোনটিতে ব্যবহার করা হবে ৭১০০mAh ব্যাটারি । এমনকি এই ফোনে ব্যবস্থা রয়েছে ফাস্ট চার্জিংয়ের। ১০৮MP প্রাইমারি ক্যামেরা, ১২ মেগা পিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, পাঁচ মেগা পিক্সেল পোর্ট্রেট লেন্স এবং সেলফির তোলার জন্য থাকছে ১৩ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা। জিও এদেশে স্মার্টফোন এবং ফাইভ-জি (Jio 5G) কানেকশনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। জিও ভারত ফাইভ-জি যদি একবার বাজারে আসে তাহলে অন্যান্য কোম্পানিগুলিকে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে।

Advertisements