Mobile Calling-SMS Rule: TRAI এর নির্দেশে নতুন বছর থেকে চালু হতে চলেছে নয়া নিয়ম

Prosun Kanti Das

Published on:

Advertisements

Mobile Calling-SMS Rule : টেলিকম নিয়ন্ত্রক TRAI চালু করলো নয়া নিয়ম। নতুন নিয়ম কার্যকর হবে নতুন বছর থেকে। স্প্যাম কল এবং ফেক মেসেজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল ১লা নভেম্বর থেকেই, কিন্তু যার মেয়াদ বৃদ্ধি করে সম্ভবত জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। TRAI এর নির্দেশে পরিবর্তন করা হয়েছে এই সময়সীমা এবং নতুন নিয়ম ২০২৫-এর সালের জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। TRAI এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রত্যেকটি টেলিকম সংস্থাকে নির্দিষ্ট সময় দিতে চায়।

Advertisements

দেশের প্রত্যেকটি টেলিকম সংস্থাকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে TRAI। স্প্যাম কল এবং জাল বার্তা (Mobile Calling-SMS Rule) বন্ধ করার নির্দেশ দিয়েছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়াকে। নভেম্বর মাসের প্রথম থেকে নিয়মটি কার্যকর করার কথা থাকলেও তা পরিবর্তন করে করা হয়েছে আগামী বছরের শুরুতে। একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে TRAI তার সময়সীমা পরিবর্তন করতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে যে, TRAI সম্প্রতি প্রকাশিত কনসালটেশন পেপারে পরিবর্তন আনতে পারে।

Advertisements

আরো পড়ুন: ব্যবসায় ভাঁটা, উৎসবের মরশুমেও টাটা মোটরসের লাভের গ্রাফ তলানিতে

TRAI প্রধান এই বিষয়ে জানিয়েছেন যে প্রায় এক মাস ধরে বিষয়টি নিয়ে কাজ চলছে। প্রতিনিয়ত নতুন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে ভারতীয় নেটওয়ার্কগুলিকে এবং ইউজারদের সুরক্ষিত করতে। কিন্তু নেটওয়ার্ক মেরামত করার কাজ এত সহজ নয়, যা অত্যন্ত সময় সাপেক্ষ। ৩১শে ডিসেম্বরের মধ্যে এটি সম্পূর্ণ হয়ে গেলে নতুন নিয়ম (Mobile Calling-SMS Rule) কার্যকর করা হবে জানুয়ারি থেকে। এমতাবস্থায় এটি কিছু সময়ের জন্য বাড়ানো যেতে পারে।

Advertisements

আরো পড়ুন: ভারতে চালু হবে ইঞ্জিনহীন হাই-স্পিড ট্রেন, চলবে রাজধানীর থেকেও দ্রুত

TRAI এর নতুন পরামর্শ পত্র অনুসারে, আগষ্টের শেষ দিকে কনসালটেশন পেপার বাস্তবায়িত হয়। TRAI চেয়ারম্যান বিষয়টি নিয়ে বিবেচনা করার কথা বলেছেন এবং এটি এখনো সময় নেবে প্রায় তিন মাস। বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। জানুয়ারি মাসের প্রথমে আসবে নতুন রুল বুক। ৫০টি এসএমএস উল্লেখ করা হয়েছে। এগুলো টেলিকম অপারেটররা করে থাকে এবং বিভিন্ন বার্তার কথা উল্লেখ করা আছে।

এমন বহু নম্বর আছে যার কোনো রেজিস্ট্রেশন নেই এবং রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহারকারীদের কল এবং মেসেজ (Mobile Calling-SMS Rule) করা হচ্ছে এই নম্বর থেকে। যা একেবারেই নিয়মবহির্ভূত এবং এর ফলে অনেক ক্ষতি হচ্ছে। তাই অবিলম্বে এই ধরনের বার্তা বন্ধ করার জন্য কাজ করা উচিত।

Advertisements