Device Service: ভারতের অন্যতম সরকারি টেলিকম সংস্থা হল বিএসএনএল যা বর্তমানে উন্নত প্রযুক্তি নির্ভর করে গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি বিএসএনএল গ্রাহকদের প্রদান করছে স্বল্পমূল্যের বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান। সম্প্রতি সূত্র মারফত জানা যাচ্ছে যে খুব শীঘ্রই বিএসএনএল চালু করতে চলেছে ডিভাইস সার্ভিস। বিএসএনএল এর পাশাপাশি দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলোও এই সার্ভিস লঞ্চের জন্য কাজ করছে। কিন্তু সমস্ত বেসরকারি সংস্থাকে পেছনে ফেলে বিএসএনএল ভারতে প্রথম আনতে চলেছে এই ডিভাইস সার্ভিস। সাফল্যের রাস্তায় যেন আরো খানিক দূর এগিয়ে গেছে বিএসএনএল। চলুন জেনে নেওয়া যাক স্যাটেলাইট ডাইরেক্ট টু ডিভাইস সার্ভিস কি, এটি কিভাবে কাজ করে এবং ভারতীয় টেলিকম সংস্থার বাজারে এর প্রভাব কতটা?
একটি এক্স হ্যান্ডেলের এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। BSNL ভারতে প্রথম স্যাটেলাইট ডাইরেক্ট-টু-ডিভাইস সার্ভিস (Device Service) চালু করেছে। ভারতের প্রতিটি জায়গায় সিম কার্ড ছাড়াই কানেক্টিভিটি সম্ভব হবে। এর জন্য BSNL এর পক্ষ থেকে Viasat নামক একটি আমেরিকান ইন্টারনেট সার্ভিস এবং টেলিকম প্রোভাইডার কোম্পানির সঙ্গে ডিল করা হয়েছে।
Viasat এবং BSNL এর টেকনোলজির তৈরি করা কাস্টমস এন্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেই খুব সহজে ম্যাসেজিং এবং কল করা সম্ভব। এর জন্য নিতে হবে না আলাদা করে কোন সিম কার্ড। এই বছর ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস (IMC) এর মঞ্চে প্রকাশ্যে এসেছে এইটি। D2D সার্ভিসের (Device Service) ক্ষেত্রে আসল ভূমিকা কিন্তু পৃথিবীর বাইরে অবস্থিত বিভিন্ন উপগ্রহের। মহাকাশে সাধারণত দুই ধরনের উপগ্রহ বা স্যাটেলাইট রয়েছে।
আরো পড়ুন: জিওর দৌলতে ফাইভ-জি পরিষেবা পাবেন একেবারে জলের দামে, কবে থেকে মিলবে এই সুবিধা
জিওস্টেশনারি কথাটির অর্থ হল অরবিট স্যাটেলাইট (GEO)। এই ধরনের উপগ্রহ প্রায় ৩৫,৭৮৬ কিলোমিটার উচ্চতায় পরিক্রমণ করে এবং সাধারণত এই ধরনের উপগ্রহ বেশি কভারেজ দিয়ে থাকে। BSNL ৩৬,০০০ কিলোমিটার দুরত্বে অবস্থিত Viasat এর জিওস্টেশনারি L-ব্যান্ড স্যাটেলাইট ব্যাবহার করছে।
আরো পড়ুন: BSNL এর নতুন প্ল্যানে আছে দুর্দান্ত চমক, নেটওয়ার্ক পাবেন যেকোনো প্রান্তে
আবার লো আর্থ অরবিট স্যাটেলাইট বেশি কভারেজ দিতে পারেনা কারণ এই ধরনের উপগ্রহ সাধারণত ৪০০ থেকে ২০০০ কিলোমিটার দূরত্বের মধ্যে পরিক্রমণ করে। এটি একটি বড় সমস্যা এবং এটি দূর করার জন্য এলন মাস্কের স্টারলিঙ্ক এবং গ্লোবালস্টার (আইফোন স্যাটেলাইট কানেক্টিভিটির জন্য অ্যাপেলের পার্টনার) এর পক্ষ থেকে LEO স্যাটেলাইটের একটি গ্রুপ স্থাপন করা হয়েছে। কভারেজ পেতে এর ফলে সুবিধা হচ্ছে।
BSNL বা DoT কিছুই জানায়নি যে , Viasat এর পক্ষ থেকে BSNL D2D সার্ভিস দেওয়ার জন্য গ্লোবাল মোবাইল 3GPP রিলিজ ১৭ স্ট্যান্ডার্ড ব্যবহার করা হচ্ছে। তবে কোন কোন ডিভাইসে কাজ করবে সেটা এখনো স্পষ্ট নয়। কিভাবে সাধারণ মানুষ এই সার্ভিস (Device Service) ব্যবহার করবে সেই বিষয়ে জানা যায়নি। এই নেটওয়ার্ক সরাসরি স্যাটেলাইট থেকে আসছে তাই কোনো টাওয়ার বা কোনো ইমারতের সাহায্য লাগবেনা। স্থল-জল-বায়ু সর্বত্রই কানেক্টিভিটি পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউজারদের স্যাটেলাইটের সঙ্গে এক রেখায় থাকা। বিএসএনএল ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছে যে, এই পরিষেবার মাধ্যমে যেকোন প্রান্তেই কলিং এবং এসএমএস করা যাবে এছাড়াও ইউপিআই পেমেন্ট করা যাবে।ভায়স্যাটের চীফ টেকনোলজি অফিসার জানিয়েছেন এই টেকনোলজি ভারতের প্রোডাকশন। ভারতে Amazon এবং Elon Musk এর Starlink এই ধরনের সার্ভিস (Device Service) খুব শীঘ্রই শুরু করতে চলেছে। তবে Starlink কবে তাদের সার্ভিস শুরু করবে সেই বিষয়ে অফিসিয়াল কোন তথ্য পাওয়া যায়নি।