Honda Activa: বর্তমানে পেট্রোল-ডিজেলের যা দাম তাতে করে বহু টু-হুইলার প্রেমীরা ইলেকট্রিক ভেহিকেলের দিকেই আগ্রহ দেখাচ্ছে। আর এই পরিস্থিতিতেই বাজারে সিএনজি বাইক লঞ্চ করেছে বাজাজ অটো। যা ক্রেতামহলে বেশ সারা ফেলেছে। আর এই সিএনজির বাইকের প্রতি চাহিদা দেখে দুর্দান্ত খবর শোনালো মোটরসাইকেল সংস্থা হোন্ডা। চলতি মাসেই বাজারে আনছে দুটি ভিন্ন ইঞ্জিনের হোন্ডা অ্যাক্টিভা (Honda Activa)। যাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করার কথাও জানা গিয়েছে। কি কি সেই দুটি গাড়ি? তাদের দামই বা কেমন? কি কি ফিচারস পাওয়া যাবে এই গাড়িতে?
খবর রয়েছে খুব শীঘ্রই মোটরসাইকেল সংস্থা হোন্ডা নতুন বৈশিষ্ট্য এবং নতুন রূপে ভারতীয় বাজারে আবির্ভাব করতে চলেছে হোন্ডা অ্যাক্টিভা (Honda Activa) সিএনজি স্কুটার। লাগবে না পেট্রোল গ্যাসেই ছুটবে এই স্কুটার। যা প্রায় মাইলেজ দেবে ১০০ কিলোমিটার। জানা গিয়েছে অ্যাক্টিভার এই সিএনজি স্কুটারে মূলত দুটি ছোট ছোট সিএনজি ট্যাঙ্ক দেওয়া হতে পারে। যা ইন্সটল করা হতে পারে ফ্রন্ট বক্স স্টোরেজের সামনে। সাথে এই স্কুটারে দেওয়া হতে পারে মোটা চাকা ও চওড়া সিট। যাতে যাত্রীদের দীর্ঘযাত্রায় সমস্যা না হয়।
আরো পড়ুন: বৈদ্যুতিক গাড়ির বাজারে হাড্ডাহাড্ডি লড়াই! বাজার ধরতে আসন্ন বছরে ইভি মহলে চমক দেখাবে সুজুকি
তবে হোন্ডা এই খুশির খবরের পাশাপাশি আরও একটি খুশির খবর দিয়েছে ক্রেতামহলে। খবর রয়েছে সিএনজি স্কুটারের পাশাপাশি Honda আনতে চলেছে নয়া মডেলের একটি ইলেকট্রিক স্কুটার। মনে করা হচ্ছে হন্ডার এই স্কুটারটিও অ্যাক্টিভা মডেলেরই হতে পারে। মূলত অটোমোবাইল বাজারের প্রতিযোগিতায় ক্রেতাদের রেশ টানতেই একসাথে দুটি ভিন্ন ইঞ্জিনের স্কুটার লঞ্চ করতে চলেছে হন্ডা।
আরো পড়ুন: কম দামে কিনে নিন বিনা জ্বালানির ইলেকট্রিক গাড়ি, রইল বিস্তারিত তালিকা
সূত্রের খবর ২০২৪ সালের নভেম্বর মাসের ২৭ তারিখে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে হোন্ডা অ্যাক্টিভা (Honda Activa) ইভি। এই বৈদ্যুতিক স্কুটারে প্রদান করা হয়েছে দুটি রিমুভেবল ব্যাটারি প্যাক অপশন। আসন্ন সিএনজি স্কুটারের মতো এই বৈদ্যুতিক স্কুটারেও প্রদান করা হয়েছে দারুন দারুন উন্নত প্রযুক্তি। তবে মনে করা হচ্ছে হন্ডার এই বৈদ্যুতিক স্কুটারটি লঞ্চ হতে পারে Ather Rizta, Bajaj Chetak, TVS iQube প্রভৃতি বৈদ্যুতিক গাড়িগুলির সাথে।
তবে নভেম্বরে হোন্ডার স্কুটার লঞ্চ হওয়ার কথা জানা গেলেও স্কুটারের দাম বা অন্যান্য তথ্য সম্পর্কে সংস্থা তরফে কিছুই জানা যায়নি। হোন্ডা অ্যাক্টিভা (Honda Activa) সিএনজির দাম ঘোষণা করেনি কোম্পানি। সাথে Honda Activa EVর দাম সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে আশা করা হচ্ছে Honda অ্যাক্টিভার এই নয়া মডেলের দাম মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই থাকবে। জানা গিয়েছে হোন্ডা অ্যাক্টিভা ইভির দাম হতে পারে ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজারের কাছাকাছি। তবে এই দুই মডেল ক্রেতামহলে কতটা আকর্ষণীয় হয়ে উঠতে পারে সেটাই দেখার।