Cyclone Fengal alert: দেশজুড়ে শীতের আমেজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কোথাও বেশি কিংবা কোথাও কম শীতের প্রভাব সবজায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। শীতের এই আগমনের সাথে সাথেই দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখনও চলছে। তবে অশনি সংকেত হিসেবে শোনা যাচ্ছে ধেয়ে আস্তে চলেছে ঘূর্ণিঝড়। এই নতুন ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সৌদি আরব। ঘূর্ণিঝড় সম্পর্কে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। এই প্রতিবেদনে সেই সম্পর্কে বিস্তারিত জানবেন।
আসন্ন ঘূর্ণিঝড়টির (Cyclone Fengal alert) সম্ভাব্য নাম হল ফেনজাল। হেমন্তের মনোরম পরিবেশ ছেড়ে সবে দেশে পড়তে চলেছে শীতের প্রভাব এবং তারই মাঝখানে বাধা হয়ে দাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়টি। বর্ষা পরবর্তী সময়ে সবথেকে বড় ঘূর্ণিঝড় হিসাবে দানার প্রভাব লক্ষ্য করা গেছে। দানা বাদ দিয়ে আর কোন ঘূর্ণিঝড় সেভাবে প্রভাব ফেলেনি। বর্ষা বিদায় নেওয়ার পরবর্তী সময়ে প্রত্যেক বছর বঙ্গোপসাগরের সৃষ্টি হয় ঘূর্ণিঝড়। এবছর কবে আসতে চলেছে এই আসন্ন ঘূর্ণিঝড়?
আরো পড়ুন: কম সময় ও কম খরচে স্নো ফলের আনন্দ পেতে ছুটে যান এই সমস্ত শীতের দেশে
ভারতীয় আবহবিজ্ঞানীরা কিন্তু ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়টি (Cyclone Fengal alert) নিয়ে সতর্কতা জারি করেছে। দানার পর ভারতে আবারো সৃষ্টি হতে চলেছে এই ঘূর্ণিঝড়। এর প্রভাব কতটা পড়বে তা এখনো পর্যন্ত স্পষ্ট করে জানা যাচ্ছে না। দানা ঘূর্ণিঝড় যেভাবে উড়িষ্যাতে নিজের তান্ডব চালিয়ে গেছে তেমনি এই আসন্ন ঘূর্ণিঝড়টির কোথায় আছড়ে পড়তে পারে তা এখনো অব্দি জানেনা আবহবিদরা।
আরো পড়ুন: শীতের ছুটি কাটাতে ঘুরে আসুন এই স্বর্গরাজ্য থেকে! গেলে ফিরতে মন চাইবে না
সম্ভবত চলতি মাসেই হয়তো এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। আন্দামান সাগরের উপরে একটি ঘূর্ণিঝড় হওয়ার (Cyclone Fengal alert) পরিস্থিতি তৈরি হওয়ার কথা উড়িয়ে দিতে পারছেন না আবহবিজ্ঞানীরা। ২২ এবং ২৩ তারিখ এই ঘূর্ণিঝড়টি নিজের শক্তি বৃদ্ধি করবে এবং ২৩শে নভেম্বর হয়তো সৃষ্টি হতে পারে নিম্নচাপের। এর প্রভাব কতটা মারাত্মক হবে তা এখনো অব্দি জানা যাচ্ছে না।
যদি এই ঘূর্ণিঝড়টি (Cyclone Fengal alert) শক্তি বাড়িয়ে নিজের প্রভাব দেখাতে শুরু করে তাহলে দানার পর এবছর এটি হবে দ্বিতীয় ঘূর্ণিঝড়। যার নাম হল ফেনজাল। শীতের মরশুমে ফেনজালের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হবে সেইসবের জন্য এখন অপেক্ষা করতে হবে। পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে যে ২৬ থেকে ২৭ নভেম্বরের মধ্যে হয়তো ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় ফেনজাল। তবে সব থেকে চমৎকার কথা হলো ভারতের থেকেও শ্রীলঙ্কাতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি।