Indian Railways: ভারতীয় রেল হল এশিয়া মহাদেশের মধ্যে পরিবহন ব্যবস্থার অন্যতম বৃহৎ একটি নেটওয়ার্ক। ধনী থেকে দরিদ্র যে কোন মানুষ তাদের সাধ্য অনুযায়ী খরচ করে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। ট্রেনযাত্রার মত নিরাপদ এবং আরামদায় যাত্রা আর হয় না। তবে ভারতীয় রেলের বিশেষ কিছু নিয়ম রয়েছে, যা না মানলে পেতে হয় চরম শাস্তি। মাত্র দু’সপ্তাহে গ্রেপ্তার হতে হয়েছে ১৬৪ জনকে, কেন এমন হলো জানলে চমকে যাবেন।
বিনা কারণে ট্রেনের চেন টানার জন্য পূর্ব রেলের (Indian Railways) বিভিন্ন ডিভিশনে গ্রেপ্তার হয়েছেন ১৬৪ জন যাত্রী। দূরপাল্লার ট্রেন কিংবা লোকাল ট্রেন সব ধরনের ট্রেনে চেনের ব্যবস্থা থাকে। যাত্রীরা বিপদে পড়লে এই চেন টানতে পারবেন কিন্তু বিনা কারণে যদি এটি টানা হয় তার জন্য চরম শাস্তি পেতে হয়। গ্রেপ্তার হওয়া যাত্রীদের মধ্যে ৫৩ জন হাওড়া ডিভিশনের, ৯ জন শিয়ালদহ ডিভিশনের, ৪৭ জন মালদা ডিভিশনের এবং ৫৫ জন আসানসোল ডিভিশনের। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে।
আরো পড়ুন: টিকিটের সঙ্গেই এই পাঁচটি সুবিধা একেবারে ফ্রি, না জানলে জেনে নিন বিস্তারিতভাবে
পূর্ব রেল (Indian Railways) অবশ্য এই বিষয়ে জানিয়েছে যে, লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেন—দু’ধরনের ট্রেনেই প্রত্যেকটি কামরাতে ব্যবস্থা করা থাকে অ্যালার্ম চেনের। এই চেন রাখা হয়েছে বিশেষ কারণের জন্য। যখনই কেউ এই চেন টানবে ট্রেনটি দাঁড়িয়ে যায়। একে বলা হয় চেন পুলিং। জরুরি কোনও পরিস্থিতিতে যাত্রীরা যাতে ট্রেন থামাতে পারে তার জন্যই কিন্তু ভারতীয় রেল এই ব্যবস্থা করেছে। কিন্তু এর অপব্যবহার করলে পেতে হবে চরম শাস্তি।
আরো পড়ুন: ভারতে চালু হবে ইঞ্জিনহীন হাই-স্পিড ট্রেন, চলবে রাজধানীর থেকেও দ্রুত
অকারণে এই চেনের ব্যবহার দণ্ডনীয় অপরাধ। এমনই ঘটনা ঘটেছে ভারতীয় রেলের ইতিহাসে। যদিও এই ধরনের ঘটনা এর আগে বহুবার ঘটেছে। যদি কোন ব্যক্তি বিনা কারণে চেন টেনে ট্রেন থামিয়ে দেয় তাহলে ট্রেনের সময়ানুবর্তিতা ক্ষতিগ্রস্ত হয়। অন্য যাত্রীরাও সমস্যায় পড়েন। সেক্ষেত্রে এই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
চেন টেনে ট্রেন (Indian Railways) থামানোর জন্যে প্রতি দিনই বহু মানুষ ধরা পড়েন। যদি একবার অপরাধ প্রমাণ হয়ে যায় তাহলে দোষী ব্যক্তিকে জরিমানাও দিতে হয়। এমনকি এই অপরাধের জন্য জেল পর্যন্ত হতে পারে। এই অভ্যাস বন্ধে বিভিন্ন ট্রেনে নিয়মিত অভিযান চালান রেলকর্মীরা। এই অভিযান চালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বহু মানুষ।
নভেম্বরের শুরু থেকে প্রথম দু’সপ্তাহের মধ্যে পূর্ব রেলের (Indian Railways) চারটি ডিভিশনে রেলের তরফ থেকে চালানো হয়েছিল বিশেষ অভিযান। সেই অভিযানের ফলেই গ্রেপ্তার করা হয় মোট ১৬৪ জনকে। পূর্ব রেল যাত্রীদের কাছে অনুরোধ করেছে, এমন কাজ থেকে বিরত থাকুন। এই ধরনের কাজ দন্ডনীয় অপরাধ, আর বিনা কারণে এই কাজ করলে যাত্রী থেকে শুরু করে রেলের সময়ের ক্ষতি হয়।