Eastern Railway: ভারতীয় রেলের বিশেষ কিছু নিয়ম আছে, যা না মানলে দণ্ডনীয় শাস্তি পেতে হয় যাত্রীদের। এমন ঘটনা বহুবার ঘটেছে যে জেনে বুঝে কিংবা অজান্তেই যাত্রীরা ট্রেনের টিকেট না কেটে ট্রেনে উঠছেন। অনেক সময় দেখা যায় টিটির ভয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে থাকছে। এই ধরনের ঘটনা বহুবার ঘটতে দেখা গেছে। একটি পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে যে বেশিরভাগ পুলিশ ট্রেনের টিকিট কেটে ওঠেনা।গত দেড় মাসে প্রয়াগরাজ ডিভিশনে লোকাল ও এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করার জন্য ফাইন করা হয়েছে ৪০০ জন পুলিশ কর্মীকে। সত্যি এটি অবাক করা ঘটনা।
দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে আসার ফলে রেলের (Eastern Railway) ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। এই ক্ষতির ফলে রেলের উন্নয়নের ক্ষেত্রেও অনেক বাধা আসছে। পূর্ব রেলওয়ে এই সমস্যা সমাধানে কয়টি বিশেষ পদক্ষেপ নিয়েছে। এর আগেও এই সমস্যা সমাধানের জন্য বহু চেষ্টা করা হয়েছে, এমনকি বারবার যাত্রীদের নোটিশ করা হয়েছে। রেলের পক্ষ থেকে মাঠে নেমে ফাইন পর্যন্ত করা হয়েছে যাত্রীদের। কিন্তু এই সমস্যা একেবারেই নির্মূল হয়নি, টিকিট না কেটে ট্রেনে ওঠার প্রবণতা যাত্রীদের মধ্যে এখনো রয়েছে।
আরো পড়ুন: চেন টেনে ট্রেন থামাতে গিয়ে গ্রেপ্তার হতে হলো ১৬৪ জনকে, খবরটি দেখে নিন একনজরে
বিনা টিকিটে যেসব যাত্রীরা রেলের (Eastern Railway) ভ্রমণ করেন তাদের পাকড়াও করার জন্য পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়েছে। এই অভিযান চালানো হয়েছে নভেম্বরের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত। অর্থাৎ ১৫ দিন ধরে বিনা টিকিটের যাত্রীদের পাকড়াও করা হয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন বিনা টিকিটে যাত্রা করা যাত্রীর সংখ্যা শুনলে।
আরো পড়ুন: সস্তায় পুষ্টিকর যাত্রা করতে চান, চটজলদি কেটে ফেলুন এই কোচের একটি টিকিট
রেলের বিশেষ সূত্র থেকে জানা গেছে যে এই পাকড়াও অভিযান চালিয়ে ধরা হয়েছে প্রায় ৯০ হাজার যাত্রীকে। পূর্ব রেলের (Eastern Railway) পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়েছে এই সমস্যা সমাধানের জন্য। হাওড়া ডিভিশন থেকে প্রায় ৩৫ হাজার জনকে ধরা হয়েছে। শিয়ালদহ ডিভিশন থেকে প্রায় ৩৩ হাজার, আসানসোল থেকে প্রায় ১৬ হাজার এবং মালদা ডিভিশন থেকে প্রায় ৪ হাজার যাত্রীকে ধরেছে রেল কর্তৃপক্ষ।
ভাবাই যায়না প্রতিদিন এতজন যাত্রী বিনা টিকিটে যাতায়াত করে। মাত্র ১৫ দিনের অভিযানে পরিসংখ্যাণ ছুঁয়েছে প্রায় লক্ষাধিক। যদি এই বিশেষ অভিযান আরো কিছুদিন চালানো যায় তাহলে দেখা যাবে যে গোটা মাসে প্রায় দুই লক্ষের বেশি মানুষ টিকিট ছাড়া যাতায়াত করেন। তাই সাধারণ মানুষকে এই বিষয়ে আরো বেশি সচেতন হতে হবে।