RVNL: ৮৩৭ কোটির বরাত পেলো RVNL, শুরু হবে নতুন লাইন পাতা এবং ব্রিজ নির্মাণের কাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

RVNL: রাষ্ট্রীয় মালিকানাধীন রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) শুক্রবার জানিয়ে দিয়েছে যে, সম্প্রতি তারা বিরাট কাজের সুযোগ পেয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। সূত্রের খবর যে RVNL পূর্ব রেলের কাছ থেকে প্রায় ৮৩৭.৭ কোটি টাকার একটি প্রকল্পের জন্য স্বীকৃতি পত্র পেয়েছে। এত বড় কাজের সুযোগ এবং দায়িত্ব সত্যি বড় ব্যাপার। এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

Advertisements

জানলে অবাক হয়ে যাবেন যে, পূর্ব রেল এবং RVNL এর (RVNL)সাথে যে চুক্তি হয়েছে সেটা অনুযায়ী ছোট ও বড় সেতু নির্মাণ, রক্ষণাবেক্ষণ প্রাচীর, লেভেল ক্রসিং, সাইড ড্রেন, ক্যাচমেন্ট ড্রেন, ট্র্যাকের কাজ এবং অন্যান্য সম্পর্কিত কাজ করতে হবে। এই চুক্তির হিসাবে কাজ সম্পূর্ণ শেষ করে দিতে হবে ৩৬ মাসের মধ্যে।

Advertisements

আরো পড়ুন: একটি রিলস্-এই ১,৫০,০০০ টাকা নগদ পুরষ্কার, দেবে স্বয়ং রেল কর্তৃপক্ষ

আরভিএনএল (RVNL) এই প্রকল্পটি এসসিপিএলের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে সম্পন্ন করবে। যৌথ উদ্যোগে আরভিএনএলের ৭৪% শেয়ার রয়েছে, এবং এসসিপিএলের ২৬% শেয়ার রয়েছে। এই সংস্থাটি গত ১৮ নভেম্বর দক্ষিণ মধ্য রেলওয়ের কাছ থেকে বরাতজোরে পেয়েছে ২৯৪.৯ কোটি টাকার একটি প্রকল্প। এটি একটি বড় দায়িত্ব। এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত তেলেঙ্গানার মুদখেড়-মেডচাল ডবল প্রকল্পের অংশ হিসাবে দক্ষিণ-মধ্য রেলওয়েতে বিদ্যুতায়ন ও সিগন্যালিংয়ের কাজ সহ নাভিপেট স্টেশন থেকে ইন্দালভাই স্টেশনের মধ্যে ট্র্যাক দ্বিগুণ করা।

Advertisements

আরো পড়ুন: ২০২৫-এ রেল যাত্রীদের জন্য নতুন উপহার! আসছে ১০টি বন্দে ভারত স্লিপার, কোন রুটে চলবে

আরভিএনএলের(RVNL)শেয়ারের দাম প্রসঙ্গে যদি বলা হয় তাহলে শুক্রবার অর্থাৎ ২২ নভেম্বর কোম্পানির সমস্ত ফ্ল্যাটগুলি বন্ধ হয়ে গেছে। এনএসইতে স্টকটি ০.০৪ শতাংশ বেড়ে ৪২২.২৫ টাকায় লেনদেন করছে। বিগত এক বছরের মধ্যে কোম্পানিটির স্টক বিনিয়োগকারীদের ১৫৭ শতাংশ এবং ৬ মাসে ২৩ শতাংশ রিটার্ন দিয়েছে।

রেলওয়ে স্টক গত একবছরে বিনিয়োগকারীদের ১৫৭ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে, যারা বিনিয়োগ করেছিলেন তারা রিটার্ন পেয়েছে অনেকটাই। চলতি বছর এখন পর্যন্ত শেয়ারটির দাম বেড়েছে ১৩২ শতাংশ। স্টকটির ৫২-সপ্তাহের সর্বোচ্চ ৬৪৭ টাকা এবং ৫২-সপ্তাহের সর্বনিম্ন ১৬২.১০ টাকা।

Advertisements