Howrah Station: ভারতীয় রেল হলো এশিয়ার অন্যতম বড় একটি প্ল্যাটফর্ম, এই বৃহত্তম পরিবহন ব্যবস্থা মানুষকে সুবিধা দিয়ে আসছে বছরের পর বছর। ধনী থেকে দরিদ্র সকলের ভরসার একমাত্র মাধ্যম হলো ভারতীয় রেল। নিরাপদ যাত্রা করার জন্য এরথেকে ভালো মাধ্যম আর হতে পারেনা। রেলের উদ্যোগে নতুনভাবে সেজে উঠতে চলেছে হাওড়া প্ল্যাটফর্ম।
গ্রাহকেরা যাতে সাবলীলভাবে যাতায়াত করতে পারে তার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। হাওড়া স্টেশনের (Howrah Station) মোজাইক ফ্লোর বদলে তার পরিবর্তে ঘর্ষণজনিত রাফ গ্রানাইট ব্যবহার করার সিদ্ধান্ত নিল রেল। এটি ব্যবহার করার আসল উদ্দেশ্য হলো পায়ের সঙ্গে প্ল্যাটফর্মের মেঝের ঘর্ষণজনিত বাধা দূর করা। যাত্রীরা যাতে সহজে চলাফেরা করতে পারে তার জন্যই মোজাইক ফ্লোর বাদ দিয়ে প্ল্যাটফর্মগুলিতে এবার থেকে লাগানো হবে রাফ গ্রানাইট।
আরো পড়ুন: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক চিঠিতেই কাম তামাম! নতুন স্টেশন পেল রাজ্য
রেল সূত্রে এমনটাই জানা গেছে যে তাড়াহুড়োর মধ্যে মোজাইক থাকার জন্য অনেকেই পা হড়কে পড়ে যেতে পারে। প্ল্যাটফর্মে (Howrah Station) যাতে সহজেই চলাফেরা করা যায় এবং কোনরকম বিপদের আশঙ্কা যাতে না থাকে তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বিশেষত তাড়াহুড়োর সময় গতি বাড়াতে গিয়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।
আরো পড়ুন: হাওড়া স্টেশন নিয়ে নতুন পরিকল্পনা রেলের, যাত্রীরা পাবেন বাম্পার সুবিধা
হাওড়ার (Howrah Station) ডিআরএম সঞ্জীব কুমার এবিষয়ে জানিয়েছেন যে, হাওড়ার একাধিক প্ল্যাটফর্মের মধ্যে সবথেকে প্রথমে কাজ শুরু করা হচ্ছে ৮, ৯, ২১, ২২ নম্বর প্ল্যাটফর্মগুলিতে। এর পর অন্য প্ল্যাটফর্মগুলিতেও এই কাজ হবে। আসলে হাওড়া স্টেশনের মোজাইক ফ্লোরগুলি বহু পুরনো হয়ে গেছে এবং এতে বিপদের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে। যাত্রীদের চলাফেরায় অসুবিধার পাশাপাশি তা ধোয়ার পর পরিষ্কার হয় না। যদি স্টেশনের মেঝেতে গ্রানাইট বসানো হয় তাহলে তা পরিষ্কার করা আরও অনেক বেশি সহজ হবে। বিপদের আশঙ্কাও কিছুটা কমবে। বিশেষ করে পায়ের তলায় ঘর্ষণজনিত বাধা থাকবে না। ফলে সাবলীলভাবে যাত্রীরা চলাচল করতে পারবেন।
সবথেকে বড় কথা হলো মোজাইক ফ্লোরের বদলে রাফ গ্রানাইটের মেঝের ভঙ্গুরতা অনেক কম। চাপ পড়লেও এটি সহজে ভেঙে যায় না। তাই পরিবর্তন করার কোন দরকার পড়ে না। হাওড়া স্টেশনের ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্ম মূলত খুব গুরুত্বপূর্ণ। রেলের গুরুত্বপূর্ণ ট্রেনগুলো এখান থেকেই ছাড়ে। এই দুই স্টেশনের মাঝে রয়েছে ক্যাবওয়ে। সেই কারণে প্ল্যাটফর্মগুলোকে সুদৃশ্য রাখা দরকার। ফ্লোর মেরামতির কাজ শুরু করতে হবে এখান থেকেই। রেল কর্তৃপক্ষ আশা করছে যে, প্ল্যাটফর্মে এই সংস্কারের ফলে স্টেশনের সৌন্দর্যায়ন হবে। যত দ্রুত সম্ভব প্ল্যাটফর্মগুলিতে এই সংস্কারের কাজ শেষ করতে তৎপর রেল।