Dearness Allowance: সরকারি কর্মচারীদের জন্য বিরাট আপডেট! ছুটির তালিকার সাথেই প্রকাশ্যে এলো DA বৃদ্ধির খবর

Prosun Kanti Das

Published on:

Advertisements

Dearness Allowance: ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির তালিকা। আসন্ন নতুন বছরে অধিক ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন। প্রায় বেশিরভাগ ছুটিই রয়েছে লম্বা। অধিক ছুটিতেই রয়েছে ৩ দিন ছুটি কাটানোর সুযোগ। আর এই নিয়েই সরকারি কর্মচারীদের একাংশের কাছে কটাক্ষের সম্মুখীন হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই আবহেই গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এলো মহার্ঘ ভাতা (Dearness Allowance)। তাহলে কি রাজ্য সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি হবে? হলে কত শতাংশই বা হবে?

Advertisements

প্রসঙ্গত, ২০২৫ সালে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটিতে রয়েছে লম্বা উইকেন্ডের গল্প। বিশেষ করে দুর্গাপূজা, কোজাগরী লক্ষ্মী পূজা মিলিয়ে রয়েছে এক সপ্তাহের ছুটি। অন্যদিকে কালীপূজা, ভাইফোঁটাতেও রয়েছে দীর্ঘ ছুটি। আর এই প্রসঙ্গেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলয় বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে রাজ্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) প্রদানে লাস্ট হলেও ছুটি প্রদানে প্রথমদিকেই রয়েছে। আর এই উক্তি করতেই এই প্রসঙ্গে খবর শোনালো রাজ্যের মাননীয়া।

Advertisements

আরো পড়ুন: অবাক কান্ড! তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেতেই স্কুলছুট পড়ুয়ারা

সরকারি কর্মচারীর সংগঠনের সাধারণ সম্পাদকের এই মন্তব্য মেনে নিয়ে রাজ্যের মাননীয়া জানান যে এই যুক্তি বড় বিচিত্র। তবে রাজ্য কর্মচারীদের ডিএ কম হলেও তাদের ছুটির সংখ্যা অধিক। তাই ভ্যালু অ্যাড করতে হবে কর্মচারীদের। অন্যদিকে খবর রয়েছে আগামী বছরে DA বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের। তাহলে কি রাজ্যও সেরকম ঘোষণা করবে?

Advertisements

আরো পড়ুন: ২৬-এর ভাবি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ফোরক মন্তব্য কুণালের

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার তরফে DA বৃদ্ধি (Dearness Allowance) নিয়ে তেমন নিশ্চিত কোনো ঘোষণা করেনি। তবে ২০২৩ সালে শেষের দিকে DA বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। আর সেই মতো ২০২৪ সালে ৪% করে ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। চলতি বছরে হয়তো রাজ্য সরকার তরফে DA বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে আশা করছে রাজ্য কর্মচারীরা। মূলত সেই ঘোষণার অপেক্ষাতেই রয়েছে রাজ্য কর্মীরা।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি এখনো পর্যন্ত রাজ্য কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাহিনা এবং মহার্ঘ ভাতা পায়। সেই অনুসারে ২০২৪ সালের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে মোট ১৪ শতাংশ হারে DA পায় রাজ্য কর্মচারীরা। অন্যদিকে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে DA পায় কেন্দ্র কর্মচারীরা। অর্থাৎ রাজ্যের তুলনায় প্রায় ৩৯ শতাংশ বেশি ডিএ পায় কেন্দ্রীয় কর্মচারীরা। এবার সেই DA বৃদ্ধির (Dearness Allowance) আশাতেই রয়েছে রাজ্য কর্মচারীরা।

Advertisements