Unknown Fact of Rail: স্টেশন ছাড়াই বছরে মাত্র আট দিন দাঁড়ায় ট্রেন, শুনে নিন এখানকার আশ্চর্য কাহিনী

Prosun Kanti Das

Published on:

Advertisements

Unknown Fact of Rail: স্টেশন ছাড়া ট্রেন দাঁড়ানো একেবারে অসম্ভব, যেকোনো ট্রেন একটি নির্দিষ্ট স্টেশনে এসে তবেই দাঁড়ায়। কিন্তু আজকের প্রতিবেদনে এমন একটি অদ্ভুত জায়গার কথা জানতে পারবেন যেখানে নেই কোন স্টেশন, তবুও বছরের আট দিন এখানে ট্রেন থামে। পৃথিবীর বুকে এমন কোন অদ্ভুত জায়গা আছে কি? নাকি পুরো ঘটনাটাই নিছক মিথ্যা কাহিনী?

Advertisements

দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লাতে নেই কোন স্থায়ী রেল স্টেশন। সারাবছর এখানে কোন ট্রেন দেখতে পাওয়া যায় না কিন্তু ঐতিহ্যবাহী বোল্লা রক্ষা কালীকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এল রেলমন্ত্রকও। বোল্লা রক্ষাকালীকে সম্মান জানানোর জন্য রেলমন্ত্রকের নির্দেশে বোল্লাতে তৈরি করা হয় অস্থায়ী স্টেশন। বোল্লা পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের ট্রেন এসে এই জায়গায় থামে। বছরের আট দিন এখানে এসে ট্রেন থামে কিন্তু সারাবছর এখান দিয়ে কোন রকমের ট্রেন চলাচল করে না। ইতিমধ্যেই বালুরঘাটের আপ-ডাউন সব রুটের ট্রেনকেই দাঁড়ানোর নির্দেশ দিয়েছে রেলমন্ত্রকের। পুজোর দুদিন আগে থেকে ২৭ নভেম্বর অবধি বালুরঘাটের বোল্লা এলাকায় দু-মিনিটের জন্য সব ট্রেন দাঁড়াবে। এই ধরনের ঘটনা সচরাচর কেউই শুনেনি। রেলের বহু অজানা তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে (Unknown Fact of Rail)।

Advertisements

বালুরঘাট জিআরপি উদ্যোগ নিয়েছে ওই স্টেশনটিকে বাড়তি নিরাপত্তা প্রদান করার জন্য। জায়গাটিকে পুজোর কয়েকটি দিন সুন্দর করে সাজানোর জন্য বোল্লা মেলা পুজো কমিটি থেকেই আলো, শৌচালয়-সহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল দফতর মারফত খবর পাওয়া গেছে যে, উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার বালুরঘাট রেল স্টেশন পরিদর্শন করতে এসেছিলেন। তিনি বোল্লা কালী পুজো উপলক্ষে ট্রেন দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। অর্ডার অনুসরণ করেই বোল্লা পুজো শুরু হতেই সেখানে ট্রেন দাঁড়াচ্ছে। ভারতীয় রেলের এমন বহু ঘটনা আছে যা সকলের কাছে অজানা (Unknown Fact of Rail)।

Advertisements

আরো পড়ুন: ৮৩৭ কোটির বরাত পেলো RVNL, শুরু হবে নতুন লাইন পাতা এবং ব্রিজ নির্মাণের কাজ

অনেকেই হয়তো জানেন যে, বালুরঘাটের ঐতিহ্যবাহী বোল্লা মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। এই মেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায় এই জায়গায়। এই পুজো তিনদিন ধরে সম্পন্ন হয়। পুজোর তিনদিন এবং বিসর্জনের পর অনেকদিন ধরেই এখানে দোকান থাকে। এমনকি বহু মানুষ বিসর্জনের পরে এসেও পুজো দিয়ে যায়। বোল্লা মেলায় দূর দূরান্ত থেকে ভক্তরা ট্রেনে করে এসে জমায়েত হয়। তারা সকলেই নিষ্ঠা ভরে পুজো দিতে আসে।

আরো পড়ুন: রেলকর্মীদের জন্য আনা হলো ক্যামেরা লাগানো বিশেষ পোশাক, কেন নেওয়া হলো এইব্যবস্থা

ভক্তরা কিভাবে পৌঁছায় এই মন্দিরে? মূলত বাস থেকে নেমে জাতীয় সড়ক ধরে মূল রাস্তা দিয়ে বোল্লা মন্দিরে ভক্তরা আসে। আবার গ্রামের রাস্তা খাসপুর, পতিরাম সহ বিভিন্ন রুট দিয়ে মানুষ আসতে পারে এই মন্দিরে। রেলের এক আধিকারিক বলেন, রেলমন্ত্রক এর উদ্যোগে বোল্লা কালীপুজো উপলক্ষে ২০ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত সব ট্রেন দাঁড়াবে। এমনকি যাত্রী নিরাপত্তার কথাও মাথায় রেখেছে রেলমন্ত্রক। ভারতীয় রেলের সঙ্গে কত যে অজানা তথ্য জড়িয়ে রয়েছে তা কেউই ঠিক মত জানে না, এমনকি শুনলে অবাক না হয়ে মারা যায় না (Unknown Fact of Rail)।

রেলদফতর সূত্রে জানানো হয়েছে যে, বালুরঘাট রেলস্টেশন থেকে সম্প্রতি বহু ট্রেন চলাচল করছে। বালুরঘাট-মালদা প্যাসেঞ্জার, শিলিগুড়ি ইন্টারসিটি, তেভাগা, হাওড়া, দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস, শিয়ালদহ এক্সপ্রেস, নবদ্বীপ ধাম এক্সপ্রেস দুইবার করে যাতায়াত করে। আপ ডাউন সব ট্রেন ওই বোল্লার স্টেশনে দাঁড়াবে।

Advertisements