Scooter Sell Increase: বাইক ছেড়ে দেশবাসীর মন মজেছে স্কুটারে, বাইকের থেকে বিক্রি অনেক বেড়েছে স্কুটারের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Scooter Sell Increase: সাধারণ মধ্যবিত্তের পক্ষে চারচাকা কেনা সাধ্যের বাইরে। স্বপ্ন দেখলেও তা পূরণ করতে পারে না অনেকেই। তবে সাধ্যের মধ্যে সাধপূরণ করতে চাইলে টু হুইলারের জবাব নেই। তরুন-তরুণী থেকে শুরু করে মধ্যবয়স্করা পর্যন্ত যাতায়াতের সুবিধার জন্য টু হুইলার কিনে থাকে। তবে বাইকের পরিবর্তে অনেকেই আজকাল বেশি আগ্রহী হচ্ছে স্কুটার কেনার প্রতি। দুই চাকার মোটরযান হিসাবে বাইককে ছাপিয়ে গেছে স্কুটার। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করে রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে স্টক কারবারি সংস্থা ‘মতিলাল অসওয়াল’।

Advertisements

এই সংস্থার রিপোর্ট অনুযায়ী চলতি আর্থিক বছরে বাইকের তুলনায় স্কুটারের বিক্রি বৃদ্ধি পেয়েছে ১৮% (Scooter Sell Increase)। কোটার এর তুলনায় বাইক বিক্রি হয়েছে অনেকটাই কম। আট থেকে আশি সকলেই সম্প্রতি মজেছে স্কুটার ম্যানিয়াতে। সবমিলিয়ে অবশ্য মোটরসাইকেল ভিত্তিক গাড়ি বিক্রির সূচক ১৩ শতাংশ ঊর্ধ্বমুখী রয়েছে। একে অবশ্য রিপোর্টে স্বাস্থ্যকর বলে উল্লেখ করা হয়েছে।

Advertisements

আরো পড়ুন: ইলেকট্রিক সাইকেলে পেয়ে যাবেন দুর্দান্ত ছাড়, দেখে নিন ফ্লিপকার্টের অফারগুলো

এই আর্থিক সংস্থাটি অবশ্য দাবি করেছে যে, এখনো পর্যন্ত একাধিক বাইক ও স্কুটার নির্মাণকারী কোম্পানিগুলি তাদের ব্যবসার ক্ষেত্রে অগ্রগতিকে বজায় রেখেছে (Scooter Sell Increase)। এই সংস্থাগুলির আর্থিক বৃদ্ধির লেখচিত্রে ১৪.৬ শতাংশ ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। বাইক এবং স্কুটার এর পাশাপাশি প্যাসেঞ্জার ভেহিক্যালের বিক্রি বেড়েছে মাত্র ০.৬ শতাংশ। এই তথ্য থেকে পরিষ্কার উঠে আসছে যে, গাড়ির বাজারের সিংহভাগই দখল করে রেখেছে দু’চাকার যান।

Advertisements

আরো পড়ুন: দাম ৭০ হাজার, এক চার্জে ছুটবে ১০০ কিমি! লঞ্চ হল নতুন ইলেকট্রিক স্কুটার

চলতি আর্থিক বছরে বিভিন্ন ধরনের বাইকের ক্ষেত্রে বৃদ্ধির সূচকের ক্ষেত্রে থাকছে তারতম্য। মতিলাল অসওয়ালের রিপোর্ট অনুযায়ী মার্কেটে যেসব বাইক ১০০ সিসির তাদের মার্কেট পারফরম্যান্স খুব খারাপ। এদের বিক্রির সংখ্যাও কম। এই গাড়িগুলির বৃদ্ধির সূচক মাত্র ন’শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে ১২০ সিসির বাইক বিক্রির পরিমাণ ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পাশাপাশি এই আর্থিক বছরে লক্ষ্য করা যাচ্ছে যে ১৫০ থেকে ২৫০ সিসির বাইকের আর্থিক বৃদ্ধির গ্রাফও অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত আর্থিক বছর খতিয়ে দেখলে দেখা যাবে যে এই দুই টু’হুইলারের বিক্রি ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। অসওয়ালের রিপোর্টে প্যাসেঞ্জার ভেহিক্যালের (পিভি) বাজার বৃদ্ধি আগের তুলনায় অনেকটাই মন্থর। এ বছরের অক্টোবর পর্যন্ত পিভি বিক্রির অঙ্ক মাত্র ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবার লক্ষ্য করা যাচ্ছে যে, প্যাসেঞ্জার ভেহিক্যালের মধ্যে সবথেকে ভালো ফল করেছে ইউটিলিটি ভেহিক্যাল। এর সূচক প্রায় ৬৪ শতাংশ ঊর্ধ্বমুখী রয়েছে।

Advertisements