Express Train Mileage: এক্সপ্রেস ট্রেনে বহু মানুষ ওঠেন কিন্তু জানেন কি এই ট্রেনের মাইলেজ কত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Express Train Mileage : ভারতের পরিবহণ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ভারতীয় রেল। সমাজের যেকোনো স্তরের মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী রেলের মাধ্যমে পৌঁছে যেতে পারে তাদের গন্তব্যে। সবথেকে নিরাপদ এবং সুরক্ষিত যাত্রা হলো এই ট্রেনযাত্রা। এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম পরিবহন ব্যবস্থার নেটওয়ার্ক হল ভারতীয় রেল। সবথেকে আরামদায়ক যাত্রা হলো ট্রেনযাত্রা। পাশাপাশি ভারতীয় রেলের বহু অজানা তথ্য প্রতিনিয়ত আকৃষ্ট করছে সকলকে। অনেকেই হয়তো জানেন না ইলেক্ট্রিক ট্রেন চালাতে কত খরচ হয় কিংবা এক্সপ্রেস ট্রেনের মাইলেজ কত।

Advertisements

কোনো একসময় ট্রেন চলত কয়লার উপর নির্ভর করে অর্থাৎ ট্রেন চালাতে ব্যবহার করা হত কয়লার ইঞ্জিন। সেইসব দিন এখন অতীত। যুগ পাল্টেছে এবং তারসাথে তাল মিলিয়ে বদল এসেছে ভারতীয় রেলে। সম্প্রতি আধুনিক প্রযুক্তির দ্বারা ভারতীয় রেল নিজেকে উপস্থাপন করেছে নয়ারূপে। ডিজেল ইঞ্জিনের পর, বর্তমানে দেশের একটা বড় অংশে ট্রেন চলে ইলেকট্রিক ইঞ্জিনে। তবে ইলেকট্রিক ইঞ্জিনে (Express Train Mileage) কত খরচ হয় কিভাবে বার করবেন আপনি?

Advertisements

আরো পড়ুন: প্রতিদিন মোবাইল চার্জ দিতে কত খরচ হয় জানেন রইলো হিসেব

ধরুন ডিজেলে চলা ১২ কোচের একটি প্যাসেঞ্জার ট্রেন প্রতি কিমি যেতে খরচ করে ৬ লিটার ডিজেল । এরসাথে তুলনা করলে ২৪ কোচের একটি সুপারফাস্ট ট্রেনও প্রতি কিমি চলতে একই পরিমাণ তেল খরচ করে। পাশাপাশি ১২ কোচের এক্সপ্রেস ট্রেন(Express Train Mileage) প্রতি কিমি চলতে সাড়ে ৪ কিমি তেল খরচ করে। এখন থেকে খানিকটা আন্দাজ পাওয়া যায়।

Advertisements

আরো পড়ুন: বিশাল সফলতা, অত্যাধুনিক ভারতের তৈরি অস্ত্র কিনতে এবার মুখিয়ে ফ্রান্সও

জানেন কি ট্রেনের মাইলেজ (Express Train Mileage) কিন্তু নির্ভর করে একাধিক বিষয়ের উপর। সেইসব বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য হল কতগুলি কামরা রয়েছে, কতটা ওজন বহন করছে, ট্রেনের গতিবেগ, কত বার ট্রেনটি থামছে, কতটা দূরত্ব অতিক্রম করছে এবং কী ইঞ্জিন ব্যবহার হচ্ছে সমস্ত বিষয়ের উপর।

ট্রেনের মাইলেজ সম্পর্কে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একবার সংসদে বলেছিলেন, “ট্রেন চালাতে প্রতি কিমিতে খরচ হয় ১ টাকা ১৬ পয়সা, কিন্তু ভারতীয় রেল যাত্রীদের কাছ থেকে খরচ বাবদ নিচ্ছে মাত্র ৪৮ পয়সা”। এই ধরনের তথ্য সম্পর্কে অনেকেই সঠিকভাবে কিছুই জানেন না, তাই আজকের প্রতিবেদনটি একেবারে উপযুক্ত অজানা তথ্য জানার জন্য।

Advertisements