Bus Ticket in App: বাসে কিংবা অন্যান্য যেকোন যানবাহনে যাতায়াত করতে গেলে সাথে রাখতে হবে খুচরো, না হলে সমস্যায় পড়তে হয় যাত্রীকে। বর্তমানে খুচরো সমস্যা একটা বিরাট সমস্যার আকার ধারণ করেছে। যদি কখনো ভুলেও বাস কনডাক্টরের দিকে ‘বড় নোট’ এগিয়ে দিয়েছেন তাহলে তিনি বিরক্ত হবেন নিঃসন্দেহে। কাছে যদি খুচরো না থাকে তাহলে এছাড়া উপায়ই বা কি? কিন্তু এই ধরনের সমস্যা থেকে এবার যাত্রীরা মুক্তি পেতে চলেছে। কোন যাদুকাঠিতে এই ধরনের সমস্যার সমাধান হবে জেনে নিন আজকের প্রতিবেদনে।
যারা সরকারি বাসে যাতায়াত করেন তাদের আর এই ধরনের সমস্যায় পড়তে হবে না। কিভাবে তারা খুচরা সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন আসুন জেনে নিই আজকের প্রবন্ধে। রিপোর্ট অনুযায়ী, সরকার দ্বারা পরিচালিত ‘যাত্রীসাথী’ অ্যাপের (Bus Ticket in App) মাধ্যমেই সরকারি বাসের টিকিট কাটা যাবে। রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী শুক্রবার পরিবহন দফতরের ময়দান তাঁবু থেকে নয়া এই পদ্ধতির সূচনা করলেন। শুধুমাত্র বাসের টিকিট নয় এই অ্যাপটির সাহায্যে যাত্রীরা কেটে নিতে পারবেন ফেরি সার্ভিসেরও টিকিট। আপাতত এসি ৩৯, এসি ৫০এ, এসি ৩৭এ, ভি১, এস১০, এস ২৩এ, এসি ২, এসি ৪৩, এসি ৪০, এসি ২৩এ, ইবি১২, এস৬৬ বাসগুলির টিকিট কাটা যাবে যাত্রীসাথী অ্যাপে। টিকিট কাটার এই পদ্ধতিটি আপাতত পাইলট প্রকল্প হিসেবে কার্যকর করা হচ্ছে।
আরো পড়ুন: ১৫ বছরের পুরনো বাস এখন অসহায়দের পেট ভরানোর জায়গা, চলছে চাকার উপর ‘মা ক্যান্টিন’
নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে কিভাবে কাজ করবে এই নয়া পদ্ধতি? যখনই কোন যাত্রী অ্যাপে টিকিট (Bus Ticket in App) কাটবেন ঠিক তারপরেই মোবাইলে একটি কিউআর কোড আসবে। সেই কিউআর কোড কনডাক্টরকে দেখালে তিনি তা স্ক্যান করবেন। তাহলেই তাঁর মেশিন দিয়ে টিকিট প্রিন্ট হয়ে যাবে। তারপর কনডাক্টর যাত্রীর হাতে হস্তান্তর করবেন। অ্যাপে বেসরকারি বাসের তথ্য কেমন করে প্রবেশ করানো হবে সেই বিষয় নিয়ে এখনো পরিকল্পনা চলছে।
আরো পড়ুন: শীঘ্রই শেষ হবে এয়ারপোর্ট মেট্রোর কাজ, চলতি বছরেই হবে ট্রায়াল
সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে যে, এরপর থেকে প্রত্যেকটি বাসস্টপে বসানো হবে এলইডি স্ক্রিনের টাইম টেবিল। সেই এলইডি স্ক্রিনের টাইম টেবিল দেখেই কোন রুটের বাস কখন ওই স্টপেজে আসবে তা জানতে পারবে যাত্রীরা। শুধুমাত্র সরকারি বাস নয় বেসরকারি বাসের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য করার কথা চিন্তাভাবনা হচ্ছে।
রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কলকাতার পাশাপাশি সল্টলেক ও কেএমডিএ এলাকায় প্রত্যেক বাসস্টপে এই সময়সারণি বসানো হবে। তবে এমন বহু জায়গা আছে যেখানে নির্দিষ্ট স্থায়ী বাসস্টপ নেই। সেইসব জায়গাগুলোতে পরিবহণ দফতরের সঙ্গে কলকাতা পুরসভা যৌথভাবে বাসস্টপ নির্মাণ করবে। ভবিষ্যতে নির্দিষ্ট বাস্তব ছাড়া বাস দাঁড়াবে না এবং যদি দাঁড়ায় তাহলে জরিমানা দিতে হবে। কখনো যদি কোন যাত্রী যেখানে সেখানে হাত দেখায় তাহলে বাস দাঁড়াতে পারবে না। শুধুমাত্র এলইডি স্ক্রিন নয় অ্যাপের সুবিধাও পাবে যাত্রীরা। অ্যাপ এর দ্বারা (Bus Ticket in App) সব ধরনের বাসের গতিবিধি দেখা সহজ হয়ে যাবে। পথসাথী অ্যাপ আগেই ছিল এবং এর সাথে যুক্ত হচ্ছে যাত্রীসাথী অ্যাপ।