One Student One Laptop: কেন্দ্রীয় সরকার সর্বদাই দেশের ছাত্র- ছাত্রীদের জন্য বিভিন্নরকম কল্যাণমূলক প্রকল্প চালু করেছে। আজকের প্রতিবেদনে এমন একটি প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এই প্রকল্পটি তাদের জন্য উপযুক্ত যারা বিশেষ করে প্রযুক্তি, ব্যবস্থাপনা এবং অন্যান্য পেশাগত কোর্সে পড়াশোনা করছে । এই প্রকল্পটি সত্যি গুরুত্বপূর্ণ সেইসব ছাত্র-ছাত্রীদের জন্য। এই প্রকল্পের আয়তায় যেসব ছাত্রছাত্রীরা আছে তারা বিনামূল্যে ল্যাপটপ পাবে, এবং সাথে থাকবে প্রয়োজনীয় শিক্ষামূলক সফটওয়্যার এবং যেটি ডিজিটাল টুলস দ্বারা প্রি-লোডেড থাকবে। এই প্রকল্পের দ্বারা শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এবং অন্যান্য প্রযুক্তিগত সুবিধা সমস্ত পরিষেবায় পাবে এক নিমেষে।
এই যোজনার উদ্দেশ্য
এই প্রকল্পটির (One Student One Laptop) মূল উদ্দেশ্য হল যেসব ছাত্র-ছাত্রীরা অর্থনৈতিক দিক থেকে দুর্বল তাদেরকে ডিজিটাল শিক্ষার সুবিধা প্রদান করা। এর জন্যই বিনামূল্যে সেই সব ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে ল্যাপটপ। এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হল, কারিগরি ও পেশাগত শিক্ষায় উৎসাহ প্রদান করা। প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে যাতে ছাত্রছাত্রীরা নিজেদের কর্মসংস্থানের উপায় বার করতে পারে তার জন্য এই প্রকল্পটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।
প্রকল্পের বৈশিষ্ট্য
কেন্দ্রীয় সরকার এবং সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ চালু করা এই প্রকল্পে (One Student One Laptop) মূলত উচ্চমাধ্যমিক, স্নাতক, ডিপ্লোমা এবং পেশাগত কোর্সে ভর্তি ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। এই প্রকল্পের আওতায় ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে উচ্চগতি সম্পন্ন ল্যাপটপ। যা প্রয়োজনীয় শিক্ষামূলক সফটওয়্যার এবং ডিজিটাল টুলস দ্বারা প্রি-লোডেড থাকবে। কেন্দ্র সরকার বা সংশ্লিষ্ট রাজ্য সরকার প্রকল্পটির জন্য সমস্তরকম আর্থিক সহায়তা প্রদান করবে। শিক্ষা প্রতিষ্ঠান বা নির্দিষ্ট নোডাল সেন্টারের মাধ্যমে এই ল্যাপটপ বিতরণ করা হবে। এই প্রকল্পের সুবিধা নিতে চাইবে যেসব ছাত্রছাত্রীরা তাদের অবশ্যই নিম্নলিখিত যোগ্যতাগুলি পূরণ করতে হবে। সেগুলি হল-
আরও পড়ুন: শীঘ্রই চালু হবে ‘ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন’, লাভ হবে ১.৮ কোটি পড়ুয়া-গবেষকের
শিক্ষাগত যোগ্যতা
যেসব ছাত্র-ছাত্রীরা এই প্রকল্পের (One Student One Laptop) জন্য আবেদন করবে তাদের অবশ্যই AICTE অনুমোদিত কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, স্নাতক, ডিপ্লোমা বা পেশাগত কোর্সে ভর্তি হতে হবে। পাশাপাশি এই প্রকল্পের নিয়ম অনুযায়ী ভালো একাডেমিক রেকর্ডও থাকতে হবে।
বার্ষিক আয় কত
আবেদনকারীর বার্ষিক আয় অবশ্যই ২.৫ লক্ষ থেকে ৩.৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে। তবে রাজ্য অনুযায়ী আয়ের সীমা পরিবর্তিত হতে পারে।
আবাসিক যোগ্যতা
যদি ছাত্রছাত্রীরা এই প্রকল্পের(One Student One Laptop) আওতায় এসে ল্যাপটপ পেতে চায় তাহলে তাদের অবশ্যই নির্দিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আরও পড়ুন: বৃদ্ধি পাচ্ছে মিড ডে মিলের বরাদ্দ, তাও প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার
উল্লেখযোগ্য শর্ত
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র SC/ST/OBC/PwD প্রার্থীরা পাবে। ধরুন আবেদনকারী আগে কোনো সরকারি প্রকল্প থেকে ল্যাপটপ পেয়েছে তাহলে কিন্তু সে এই প্রকল্পে আর আবেদন করতে পারবে না।
কিভাবে অনলাইনে আবেদন করা যাবে
এই প্রকল্পের জন্য যারা আবেদন করতে চায় তারা এই পদ্ধতি অবশ্যই অনুসরণ করুন।
- সবার প্রথমে যেতে হবে কেন্দ্রীয় বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে।
- তারপর ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
- তারপর এটি নির্দিষ্ট ফর্মে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক আয়ের বিস্তারিত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
আরও পড়ুন: নতুন PAN কার্ড নিতে খরচ এবং সময় কতটা লাগবে জানুন সবিস্তারে
প্রয়োজনীয় নথিপত্র
সমস্ত তথ্য যাচাই করার পর আবেদনের ফরম পূরণ করতে হবে। আবেদন ফর্ম জমা দেওয়ার পর একটি রশিদ ডাউনলোড করে তা সংরক্ষিত করে রেখে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট
যারা এই প্রকল্পে (One Student One Laptop) আবেদন করতে চান তাদের আয়ের শংসাপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, সর্বশেষ পরীক্ষার মার্কশিট বা ভর্তির সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুকের প্রথম পৃষ্ঠার স্ক্যান কপি বা ব্যাংক একাউন্ট নম্বর লাগবে।
এই প্রকল্পের সুবিধা
- শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, ডিজিটাল লাইব্রেরী এবং শিক্ষামূলক টুলস সহজে এক্সেস করতে পারবে। অনলাইন ক্লাস এবং অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে।
- এই ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জন সহায়তা করবে।
- এক ছাত্র এক ল্যাপটপ যোজনা ২০২৪ প্রকল্পটি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সমান সুযোগ প্রদান এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে। দেরি না করে আজই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।