HDFC Bank: এইচডিএফসি ব্যাঙ্ক সম্পর্কে জানেনা এমন কোন ব্যক্তি নেই। এই ব্যাংকের গ্রাহক সংখ্যাও নেহাত কম নয়। বর্তমানে দেশে যেকটি বেসরকারি ব্যাংক আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই ব্যাংকটি। দেশের অন্যতম সেরা বেসরকারি ব্যাংক বলা যায় এইচডিএফসি ব্যাংককে। সম্প্রতি এইচডিএফসি ব্যাঙ্ক চালু করেছে একটি বিশেষ স্কিম। তবে এই স্কিমটি সকলের জন্যই প্রযোজ্য কিনা জানতে হলে আজকের প্রতিবেদনটি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে।
এইচডিএফসি ব্যাংক (HDFC Bank) ভারতের বেশ কিছু প্রত্যন্ত এলাকায় যে সেভিংস স্কিম চালু করেছে তার সম্পর্কে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে। স্কিমটির নাম হল প্রগতি সেভিংস স্কিম। এই স্কিমের হাত ধরে দেশের প্রত্যন্ত এলাকার গ্রামের মানুষেরা লাভের মুখ দেখতে পারবেন। দুর্দান্ত এই স্কিমটি ব্যাঙ্কের পক্ষ থেকে চালু করা হবে প্রথমে ৫১ টি শাখায়। পরে অবশ্য চালু হবে অন্য শাখাতেও।
আরো পড়ুন: চলতি বছরের শেষেই দেশে চালু হতে চলেছে অ্যামাজনের ক্যুইক কমার্স সার্ভিস
ব্যাঙ্ক (HDFC Bank) কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, দেশে প্রতিনিয়ত জনসংখ্যা বাড়ছে এবং সেকারনেই এই ধরণের স্কিম সকল মানুষের সমান অধিকার। এছাড়া এই স্কিমে কৃষকদের জন্য বিশেষ সুবিধা থাকবে। পাশাপাশি দুচাকার গাড়ির লোন, ট্রাক্টর লোন, গোল্ড লোন, কিষাণ লোন, কিষাণ গোল্ড লোনের সুবিধা পাওয়া যাবে এই স্কিমে। দেশের কৃষকরা অনেক বেশি সুবিধা পাবেন এই লোনের দ্বারা এমনটাই মনে করা হচ্ছে।
আরো পড়ুন: পোস্ট অফিসের এই সমস্ত মহিলাদের জন্য তৈরি স্কিমে বাড়ল সুদের হার
এই স্কিমের (HDFC Bank) সুবিধা নিতে অ্যাকাউন্ট খুলতে হবে জিত ব্যালেন্সের। দেশের কৃষকরা নিজের ইচ্ছামতো লোন পেতে পারেন এখান থেকেই। দেশের প্রতিটি জায়গায় এই ব্যাঙ্কের শাখা ছড়িয়ে রয়েছে। সাধারণ মানুষ নিজের ইচ্ছামতো কাজ করতে পারবেন এর মাধ্যমে। শুধু লোন দেওয়াই এই স্কিমের প্রধান টার্গেট নয়। ব্যাঙ্কের অন্য সুবিধাও থাকছে এখানে।
ব্যাংকের পক্ষ থেকে যে লোন কৃষকদের দেওয়া হবে তা কৃষকরা নিশ্চিত মনে ফিরিয়ে দিতে পারেন সেটাও খেয়াল রাখতে হবে। দেশের কোনও কৃষক যেন কখনো অসুবিধার মধ্যে না পড়ে সেটা দেখাও এর মূল উদ্দেশ্য। ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবিষয়ে পদক্ষেপ নেবে। দ্রুত লোনের দ্বারা দেশের কৃষক সমাজ দেশের উন্নতি করতে পারে সেটাই প্রধান টার্গেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের।