Government Rules: কড়া নির্দেশিকা সরকারি কর্মচারীদের, না মানলে ভুগতে হবে ১টি বছর

Prosun Kanti Das

Published on:

Advertisements

Government Rules: এই দুনিয়ায় কম-বেশি সকলকেই খেটে খেতে হয়। কেউ নিজেদের মতো ব্যবসা করে তো কেউ আবার বেসরকারি কোম্পানিতে কাজ করে জীবন চালান। তেমনি অনেক মানুষ সরকারের আন্ডারে কাজ করে নিজেদের জীবন-জীবিকা নির্বাহ করে যাদের সরকারি কর্মচারী বলা হয়। তবে এক্ষেত্রেও কেউ রাজ্যের কর্মচারী তো কেউ কেন্দ্রের কর্মচারী হিসেবে কাজ করে। আর এই কর্মচারীদের সরকারের ঠিক করা নিয়ম মেনে কাজ করতে হয়। তেমনি সরকারি কর্মচারীদের জন্য চলতি বছরের শেষের দিকে দুঃসংবাদ দিল নবান্ন (Government Rules)। জারি করা হলো কড়াকাড়ি নিয়ম। যা ২০২৪ এর ডিসেম্বরের মধ্যেই করতে হবে কর্মচারীদের। কি সেই কড়া নিয়ম?

Advertisements

রাজ্য সরকার তরফে শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য প্রায়ই নতুন নতুন নিয়ম চালু করা হচ্ছে। আর তেমনি নতুন বছর শুরু হওয়ার আগে অর্থাৎ চলতি বছরের শেষের দিকেই এক কঠোর নিয়ম (Government Rules) চালু করল রাজ্য সরকার। যে নিয়মটি মূলত ক্যালেন্ডার সম্বন্ধিত। যা ৩০শে নভেম্বর অর্থাৎ শনিবারের মধ্যে প্রতি সরকারি দপ্তরে এই ক্যালেন্ডার সম্বন্ধিত আপডেট দিতে হবে বলে জারি করেছে নবান্ন।

Advertisements

আরো পড়ুন: কলকাতা অ্যাপের দৌলতে মিটবে খুচরোর সমস্যা, টিকিট কাটা এখন আরো সহজ

ইতিমধ্যেই এই ক্যালেন্ডার সম্বন্ধিত আপডেট বিষয়ে চিঠির মাধ্যমে সকল দফতরকে অবগত করা হয়েছে। যা দেখে চোখ কপালে সরকারি কর্মচারীদের। কি সেই নতুন নিয়ম? রাজ্য সরকারের জারি করা ক্যালেন্ডার সম্বন্ধিত এই নতুন নিয়ম হলো আবেদনের মাধ্যমে ক্যালেন্ডার সংগ্রহ। অর্থাৎ বিভিন্ন সরকারি দফতরে ক্যালেন্ডার পৌঁছে দেওয়ার জন্য একটি পোর্টাল চালু করেছে রাজ্য সরকার (Government Rules)। এবার সেই ওয়েবসাইটের মাধ্যমে ক্যালেন্ডার সংগ্রহ করতে হবে সরকারি দফতগুলিকে। কিভাবে?

Advertisements

আরো পড়ুন: ১৫ বছরের পুরনো বাস এখন অসহায়দের পেট ভরানোর জায়গা, চলছে চাকার উপর ‘মা ক্যান্টিন’

প্রসঙ্গত ইংরেজি মাসের নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই প্রতিটি সরকারি দফতরে ইংরেজি ক্যালেন্ডার চলে আসে। তবে আসন্ন নতুন বছর থেকে আর সেটি হবে না। এর জন্য প্রতিটি সরকারি দফতরকে সরকারের চালু করা পোর্টালে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন জানাতে হবে। কোন দফতরের কতগুলি ক্যালেন্ডার প্রয়োজন তা জানাতে হবে এই পোর্টালে। আর এই পোর্টালের মাধ্যমে দফতরগুলিতে পৌঁছে যাবে নতুন বছরের ক্যালেন্ডার।

নির্দেশিকার নিয়ম (Government Rules) অনুযায়ী নতুন বছরের ক্যালেন্ডারের জন্য আবেদন করতে পারেন প্রতি দফতরের ড্রইং অ্যান্ড ডিসবার্সমেন্টের দায়িত্বে থাকা অফিসার। এর জন্য প্রথমে সরকারের চালু করা পোর্টাল ওপেন করে সংশ্লিষ্ট অফিসারকে নিজের মোবাইল নম্বর ও কোড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ফোনে আসা ওটিপির মাধ্যমে আবেদন জানাতে হবে ওই পোর্টালে। দফতরের যে যে আধিকারিকরা ক্যালেন্ডার নেবেন তাদের নাম, পদ, মোবাইল নম্বর, ইমেইল আইডি সমস্ত কিছু পোর্টালে আপলোড করে আবেদন জানাতে হবে। তা না হলে নতুন ক্যালেন্ডার পৌঁছবে না সরকারি দফতরগুলিতে। সরকারের নির্দেশিকা অনুযায়ী আগামী ১৫ই ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বরের মধ্যে এই ক্যালেন্ডার সংগ্রহের কাজ সম্পন্ন করতে হবে সরকারি কর্মচারীদের।

Advertisements