IRCTC Tour Package : শীতের ছুটিতে ঘুরতে যাওয়ার নাম শুনলে ছোট থেকে বড় সকলেরই আনন্দে মন নেচে ওঠে। কেউ কেউ আছে যারা পাহাড়ে যেতে চায়, আবার অনেকেরই পছন্দ সমুদ্র। বহু মানুষ এমন আছে যারা তীর্থস্থানে ভ্রমণ করতে বেশি পছন্দ করে। শীতের ছুটির এইদিনগুলো কাজে লাগিয়ে ঘুরে আসা যেতে পারে বিশেষ কয়েকটি জায়গা থেকে। ঘোরার ব্যবস্থা না করতে পারলে আর চিন্তা নেই সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে আইআরসিটিসি। ভারতীয় রেল তথা আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation) সম্প্রতি অযোধ্যা ও কাশী ভ্রমণের স্পেশাল প্যাকেজ লঞ্চ করেছে। আজকের এই প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করা হবে।
এখনো এমন বহু মানুষ আছেন যারা ঘোরার সমস্ত ব্যবস্থা করে উঠতে পারেন না। তাই এই ধরনের মানুষের জন্য আইআরসিটিসির এই ট্যুর প্যাকেজ (IRCTC Tour Package) একেবারে উপযুক্ত। ভারতীয় রেলের টিকিট বুকিং কোম্পানি IRCTC এর তরফ থেকে সারাদেশের বিভিন্ন জায়গায় ট্যুর প্যাকেজ বুক করা হয়ে থাকে। এমনই একটি প্যাকেজ হল অযোধ্যা-কাশী প্যাকেজ। যদি কেউ এই ট্যুর প্যাকেজে ভ্রমণ করতে চায় তাহলে তাকে ৯ রাত্রি ও ১০ দিনের জন্য এই ট্যুর প্যাকেজ বুক করতে হবে। এই প্যাকেজে খাওয়া , থাকা এবং ভ্রমণের সমস্ত ব্যবস্থা করবে আইআরসিটিসি।
আরো পড়ুন: যাত্রা বাতিল হলেও টিকিট বাতিল করার কোন প্রয়োজন নেই, রেল দিচ্ছে সুবর্ণ সুযোগ
যদি কোন আগ্রহী ব্যক্তি এই আইআরসিটিসির ট্যুর প্যাকেজ (IRCTC Tour Package) বুকিং করেন তাহলে পুরী, গয়া, বারাণসী, অযোধ্যা ও প্রয়াগরাজ ঘুরতে পারবেন। খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন পুরীতে জগন্নাথ মন্দির ও কোনারক সূর্য মন্দির থেকে।। গয়াতে ঘুরে দেখতে পাবেন বিষ্ণুপদ মন্দির, বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির, কাশী বিশালাক্ষী ও অন্নপূর্ণা দেবীর মন্দির, আর সাথে থাকবে বাড়তি উপহার যা হলো সন্ধ্যের গঙ্গা আরতি। পাশাপাশি পর্যটকরা ঘুরে দেখতে পারবেন অযোধ্যার রাম জন্মভূমি, হনুমানগ্রাহী ও সারায়ু নদীর তীরে আরতি এবং প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম।
যারা আইআরসিটিসির এই ট্যুর প্যাকেজ বুক করতে চাইছেন তারা যাত্রা করবেন এক্সপ্রেস ট্রেন যেটিকে ভারত গৌরব টুরিস্ট ট্রেন বলা হয়। এই ট্রেনের 2Ac, 3Ac ও স্লিপার ক্লাসে যাত্রা করা হবে। যাত্রীদের খাবার দেওয়া হবে ট্রেনের মধ্যেই। ভারতীয় রেলের আইআরসিটিসির দৌলতে (IRCTC Tour Package) এই ধরনের ভ্রমণের সুযোগ হাতছাড়া করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়।
আরো পড়ুন: বন্দে ভারতের গতি নিয়ে প্রশ্ন লোকসভায়, কমবে বাড়বে নাকি এমনই চলবে জানালো রেলমন্ত্রী
যারা আইআরসিটিসির এই ট্যুর প্যাকেজটি (IRCTC Tour Package) বুকিং করতে চান তাহলে দেরী না করে অনলাইনের মাধ্যমে বুক করে ফেলুন। যেসব আগ্রহী ব্যক্তিরা আইআরসিটিসি ট্যুরিজমের এই ট্যুর প্যাকেজটি বুকিং করতে চান তারা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ট্যুর প্যাকেজ অপশনে গিয়ে প্যাকেজটিকে বেছে নিন। তারপর সাবমিট করতে হবে নাম, ফোন নাম্বার, বোর্ডিং স্টেশন। পরবর্তীকালে এজেন্ট যোগাযোগ করে বুকিং সম্পন্ন করবে।
IRCTC অযোধ্যা-কাশী ট্যুরের খরচ কত হবে সেটাই হলো আসল প্রশ্ন। এই ট্যুর প্যাকেজের খরচ সম্পর্কে ধারণা নিতে হবে আজকের প্রতিবেদন থেকে। পরবর্তীকালে এজেন্ট যোগাযোগ করে সেই বুকিং সম্পন্ন করবে। যদি স্লিপার ক্লাসে সফর করতে চান টসেখেত্রে জনপ্রতি ১৬৮০০ টাকা খরচ পড়বে। আবার কোন ব্যক্তি যদি 3AC কোচে সফর করতে চান তাহলে খরচ পড়বে ২৬,৬৫০ টাকা। আবার 2AC কোচে সফর করতে চাইলে খরচ হবে ৩৪,৯১০ টাকা। যদি এই সফরে কোন ৫-১১ বছরের বাচ্চা থাকে সেক্ষেত্রে অবশ্য টাকার অঙ্ক কিছুটা কমে যাবে।