Tatkal Ticket Booking: আর মারপিট নয়, এখন ঘরে বসেই অনলাইনে কেটে ফেলুন তৎকাল টিকিট

Prosun Kanti Das

Published on:

Advertisements

Tatkal Ticket Booking: অনেকেই আছেন যারা ছুটি পাওয়ার সঙ্গে সঙ্গে চটজলদি ঘুরতে যাওয়ার প্ল্যান কষে ফেলতে পারে। কিন্তু শুধু প্ল্যান করলেই তো হবে না গন্তব্যস্থলে টিকিট পাওয়া, ট্রেনের সিট পাওয়াটাও জরুরী। অগত্যা ভরসা তৎকাল টিকিটে। কিন্তু এই তৎকাল টিকিট পাওয়া নিয়েও ভীষণ ঝামেলা। বর্তমানে এই ঝামেলা দূর করতেই অনলাইনে তৎকাল টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। IRCTC ওয়েবসাইটে গিয়ে এবার অনলাইনে বাড়ি বসে তৎকাল টিকিট কাটতে (Tatkal Ticket Booking) পারবেন।

Advertisements

মনে রাখতে হবে তৎকাল টিকিটের দাম কিন্তু তুলনামূলক বেশি। সাধারণ টিকিটের যা দাম থাকে তার থেকে ৩০ শতাংশ বেশি থাকে তৎকাল টিকিটের দাম। তাই ভালোভাবে টিকিট কাটার পদ্ধতিটি জেনে তবেই টিকিট কাটা উচিত। যদি খুব তাড়াতাড়ি টিকিট কাটতে চান তবে প্রথমে আপনার ফোনে IRCTC ওয়েবসাইটে ‘মাই প্রোফাইল’-এ গিয়ে নিজের সমস্ত তথ্য দিয়ে মাস্টার প্রোফাইল তৈরি করে রাখবেন।

Advertisements

ওয়েবসাইটের মাধ্যমে আইআরসিটিসি-তে অনলাইনে ট্রেনের তৎকাল টিকিট বুক (Tatkal Ticket Booking) করার পদ্ধতি:

Advertisements
১ম ধাপ:

IRCTC ওয়েবসাইট irctc.co.in-এ যান এবং লগইন করুন। লগ ইন করতে আপনার IRCTC ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখুন৷ আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে “সাইন আপ” অপশনে ক্লিক করুন এবং যা নির্দেশাবলী রয়েছে তা অনুসরণ করুন৷

আরো পড়ুন: শীতেই ঘুরে আসুন অযোধ্যা-কাশী থেকে, দুর্দান্ত থাকা খাওয়ার অফার দিচ্ছে IRCTC

২য় ধাপ :

“বুক টিকিট” বটনে ক্লিক করে বুকিং অপশনটি নির্বাচন করুন

৩য় ধাপ:

“Tatkal” বুকিং বিকল্পটি নির্বাচন করুন এবং উৎস থেকে শুরু করে গন্তব্য স্টেশন, ভ্রমণের তারিখ, ট্রেন নম্বর এবং ভ্রমণের ক্লাস সহ সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন৷ ট্রেন ছাড়ার ঠিক একদিন আগে, তৎকাল বুকিং AC ক্লাসের জন্য সকাল ১০ টায় এবং নন-AC ক্লাসের জন্য ১১ টায় শুরু হয়। বুকিংয়ের সময়ের কয়েক মিনিট আগে অনলাইনে থাকা আপনাকে প্রথম টিকিট অ্যাক্সেস করতে সাহায্য করে।

৪র্থ ধাপ:

বুকিংয়ের জন্য নাম, ঠিকানা, প্রস্থান এবং ভ্রমণের জন্য আগমন, ফোন নম্বর এবং আরও অনেক কিছুর মতো যাত্রীর প্রয়োজনীয় বিবরণ দিন।

আরো পড়ুন: যাত্রা বাতিল হলেও টিকিট বাতিল করার কোন প্রয়োজন নেই, রেল দিচ্ছে সুবর্ণ সুযোগ

৫ম ধাপ:

নিচের বার্থগুলি সাধারণত বয়স্ক যাত্রীদের জন্য বরাদ্দ করা হয় তা মাথায় রেখে আপনি একটি বার্থ পছন্দ বেছে নিতে পারেন।

৬ষ্ঠ ধাপ:

এবার টিকিট ভাড়ার জন্য পেমেন্ট সম্পন্ন করতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI, বা অন্যান্য উপলব্ধ বিকল্প রয়েছে৷

৭ম ধাপ:

তৎকাল টিকিট বুকিং (Tatkal Ticket Booking) নিশ্চিত করুন এবং পেমেন্ট করুন। শেষে ভ্রমণের জন্য আপনার ই-টিকিট ডাউনলোড করুন।

Advertisements