Purba Bardhaman Recruitment: বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, সেখানে একটা সংসার চালাতে গেলে পুরুষদের সাথে সাথে মহিলাদের উপার্জনটাও প্রয়োজন। তাই পূর্ব বর্ধমান এবার মহিলাদের রোজগারের ব্যবস্থা করে দেওয়ার জন্য তৎপর হয়েছে পূর্ব বর্ধমান (Purba Bardhaman Recruitment) জেলার স্বাস্থ্য বিভাগ। তাদের যে জেলা প্রশাসনিক ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট এর মাধ্যমে মহিলাদের চাকরির কথা ঘোষনা করেছে।
পূর্ব বর্ধমানের জেলা (Purba Bardhaman Recruitment) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে অ্যাটেনডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। শুন্যপদ এখন আপাতত চারটি। তবে এটি কোন স্থায়ী চাকরি নয়। চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছরের মেয়াদে মহিলা কর্মী নিয়োগ করা হবে। তারপর তাদের কাজের ভিত্তিতে মেয়াদ বাড়ানো হবে। বেতন কত, কিভাবে আবেদন করবে সবকিছু জানার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।
নিয়োগকারী সংস্থা
পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman Recruitment) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি দপ্তর থেকে নিয়োগ করা হচ্ছে।
পদের নাম
যে পদে মহিলা কর্মী নিয়োগ করা হবে সেটির নাম হলো অ্যাটেনডেন্ট।
শূন্যপদ
অ্যাটেনডেন্ট পদে মোট শূন্যপদ ৪টি
আরো পড়ুন: ডিএ নিয়ে বড় ঘোষণা করল সরকারি কর্মীরা, ডিসেম্বর মাসে হবে নতুন খেলা
বেতন
নিযুক্ত কর্মীদের বেতন মাসিক ৫০০০ টাকা করে দেওয়া হবে।
আবেদনকারিনীর যোগ্যতা:
- আবেদনকারিনীকে অবশ্যই সেই এলাকার স্থায়ী বাসিন্দা ও মহিলা হতে হবে।
- আবেদনকারিনীকে বাংলা ভাষায় দক্ষ হতে হবে। বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলতে পটু হওয়া চাই।
- আবেদনকারিনীকে অবশ্যই কোন সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
আরো পড়ুন: কড়া নির্দেশিকা সরকারি কর্মচারীদের, না মানলে ভুগতে হবে ১টি বছর
বয়সসীমা:
আবেদনকারিনীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ এর মধ্যে।
আবেদনপদ্ধতি:
আবেদনকারিনীকে প্রথমে পূর্ব বর্ধমানের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেই ওয়েবসাইট এই হোমপেজে ‘রিক্রুটমেন্ট’ বলে একটি অপশন দেখতে পাওয়া যাবে। সেই অপশনে ক্লিক করলে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য বিশদে জানা যাবে।
জমা দেওয়ার শেষ তারিখ:
আবেদনপত্রটি ২৪শে ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে জমা দিতে হবে।