Weather in West Bengal: কম-বেশি সকলেই জানি পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়। সেই অনুযায়ী ইতিমধ্যেই আবহাওয়া গত পরিবর্তনে চলতি বছরের মতো বিদায় নিয়েছে গরম। চারিদিকে পরিলক্ষিত হচ্ছে হালকা কুয়াশাচ্ছন্ন আকাশ, হালকা শীতের আমেজ। নিম্নমুখী হচ্ছে পারদ। আর এই আবহেই শীতের আগমন নিয়ে সতর্ক বার্তা দিল আইএমডি। জানালো সপ্তাহান্তে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গে (Weather in West Bengal)। কত ডিগ্রিতে নামবে পারদ?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর অন্য বছরের তুলনায় চলতি বছরের ডিসেম্বর মাসে আবহাওয়া অনুভূতি হবে একটু অন্যরকম। কারণ আবারও পারদ পতনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (Weather in West Bengal)। ফলে বছর শেষের আগেই অনুভূত হতে পারে চরম ঠান্ডা। মূলত উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল হাওয়া প্রবাহিত হওয়ার কারণে পারদ নামার সম্ভাবনা রয়েছে বাংলায়। খবর অনুযায়ী চলতি সপ্তাহের শনিবারের মধ্যেই প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে পারদ। এবারের ঠান্ডায় কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়। দেশের বিপরীত বঙ্গে কি একই অবস্থা কি বলছে অফিস?
আরো পড়ুন: এবারে পুরুলিয়া ভ্রমণে চাপ বাড়বে পকেটে, বন দফতরের নির্দেশিকায় হতাশ পাহাড়প্রেমীরা
বছর শেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পারদ পতন ঘটলেও উত্তরবঙ্গে পারদ পতন বিষয়ে কোনো খবর নেই। হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে তাপমাত্রা এখনো পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তাপমাত্রা যেমন আছে তেমনি থাকবে। তবে উত্তরবঙ্গে (Weather in West Bengal) এই সময় বিভিন্ন জায়গায় অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা মূলত পশ্চিমী ঝঞ্জার প্রভাবেই ঘটবে। কোথায় কোথায় হবে বৃষ্টি?
আরো পড়ুন: কম খরচে এই শীতে ঘুরে আসুন গরুমারা থেকে, পর্যটকদের জন্য সরকার খুলছে নয়া বাংলো
মৌসম ভবন জানিয়েছে অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। কালিম্পঙের পার্বত্য এলাকাতেও হতে পারে সামান্য বৃষ্টি। হালকা বৃষ্টি হতে পারে মালদহ ও উত্তর দিনাজপুর জেলায়। আবার কোথাও হতে পারে তুষারপাত। যার প্রধান কারণ হলো পশ্চিমী ঝঞ্জা ৭ই ডিসেম্বর থেকেই উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্জার আগমন হতে পারে। আর তার প্রভাবেই শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (Weather in West Bengal) বিভিন্ন জেলায়। ফলেই এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তাই তাপমাত্রার পরিবর্তনও খুব একটা হবে না। প্রায় একই থাকবে।
তাহলে কি প্রতিবছরের মতো এবছরেও নতুন বছর শুরু হওয়ার আগেই চরম শীত অনুভূত হবে ভারতজুড়ে? এই বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে যেহেতু ভারতের ভিন্ন অংশে তেমনভাবে পারদ পতন ঘটার আশঙ্কা নেই তাই অন্য বছরের মত এবছরেও ডিসেম্বরে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে অনভূত হতে পারে হালকা গরম। যা ১২৪ বছরের ইতিহাসে কখনো হয়নি। ফলেই সারা ভারতজুড়ে জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা করতে হবে আরো বেশ কিছু দিন।