Bangladesh: ভারতের কম্বল থেকে শুরু করে চিপস, সবকিছুই এজেন্ট মারফত যাচ্ছে বাংলাদেশে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bangladesh: বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এক ভয়ঙ্কর আকার ধারণ করেছে। প্রতিনিয়ত সামনে উঠে আসছে একের পর এক হিংসাত্মক ঘটনা। বাংলাদেশে যেভাবে নির্যাতন করা হচ্ছে হিন্দুদের সেই খবর সোশ্যাল মিডিয়াতে দেখলে রীতিমতো শিউরে উঠবে গা। গোটা বিশ্ব এখন চিন্তায় রয়েছে বাংলাদেশে অবস্থিত হিন্দুদের জন্য। এই অশান্তিকর পরিবেশের মধ্যেই পেট্রাপোল সীমান্ত এলাকার ছবিটাও খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে। আস্তে আস্তে কমতে শুরু করেছে পেট্রাপোল সীমান্তে যাত্রীর সংখ্যা। এমনকি মন্দা দেখা দিয়েছে টাকা বিনিময় কেন্দ্রের কর্মীদের ব্যবসাতেও। স্থানীয় গাড়িচালকদের অন্যতম আয়ের জায়গা ছিল বাংলাদেশ থেকে আসা অধিবাসীরা কিন্তু এই অশান্তিকর পরিবেশে তাও বন্ধ।

Advertisements

বর্তমানে বাংলাদেশ (Bangladesh) এবং ভারতের মধ্যে যে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে সেই ছবি বারবার সামনে ভেসে আসছে সংবাদমাধ্যমের দ্বারা। সীমান্তে এই বিষয় নিয়ে তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে এক অন্য খবর। যা রীতিমতো চমকে দেবে সাধারণ মানুষকে। জানেন কি এই সীমান্ত পথ দিয়েই রোজ যাতায়াত করে অজস্র কম্বল, নিশ্চয়ই ভাবছেন এত কম্বল কোথায় যায়? যেই কম্বল আমরা শীতের রাতে গায়ে দিয়ে আরাম অনুভব করি, তা প্রচুর পরিমাণে এই ভারত থেকে চলে যায় বাংলাদেশে। সেই কম্বল দেওয়ার জন্যও নাকি বিশাল লাইন পড়ে। ভাবতে পারছেন এও কি সম্ভব?

Advertisements

আরো পড়ুন: বাংলাদেশের নতুন নীতিতে পাকিস্তানের পণ্য মুক্ত, বাড়ছে ভারতের নিরাপত্তা নিয়ে শঙ্কা

এই কাজের জন্য দুই দেশের প্রচুর এজেন্ট নিযুক্ত রয়েছে তারাই এইসব কম্বল দুই দেশের মধ্যে আদান প্রদান করে। এই এজেন্টরা শুধুমাত্র কম্বল নয় আরো প্রচুর প্রয়োজনীয় জিনিস ভারত থেকে নিয়ে যায় বাংলাদেশ। ভারতে যে কম্বলের দাম ১২০০ টাকা একটা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গেলেই হয়ে যাবে ২৫০০ টাকা। এভাবেই চলে সীমান্ত পারে কম্বলের ব্যবসা। তবে এভাবে ব্যবসা করা যায় কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। এখন বাংলাদেশে (Bangladesh) যে চাঞ্চল্যকর রাজনৈতিক অবস্থা তাতে এই ব্যবসাতেও মন্দা দেখা দিয়েছে। তবে ভারতের মতো শীত তো বাংলাদেশেও পড়েছে। কিন্তু ভারতের কম্বল যদি বাংলাদেশে না পৌঁছয় তাহলে কিভাবে মানুষ এই শীতের হাত থেকে রেহাই পাবে? ভারতের কম্বল আদৌ কি পৌঁছাবে বাংলাদেশে?

Advertisements

আরো পড়ুন:  ইসকন সাধুর গ্রেফতার ঘিরে উথাল-পাতাল বাংলাদেশ! হঠাৎ গ্রেফতারের কারণ কি

একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, সোমবার যে লাইন পড়েছিল সীমান্তে তার একাংশ এই কম্বল পৌঁছে দেওয়ার লাইন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক অটোচালক মন্তব্য করেছেন যে, বাংলাদেশীরা ভারতের ৫০ টাকার চিপসের জন্য হাপিত্যেশ করে বসে থাকে। ভারতের অনেক বেশি দামে বিক্রি হয় বাংলাদেশে। এজেন্টরা বিভিন্ন পথ অবলম্বন করে শুধুমাত্র কম্বল এবং চিপস নয় অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভারত থেকে নিয়ে যায় বাংলাদেশে (Bangladesh)।

জানেন কি একেবারে সীমান্তের কাছেই রয়েছে এই কম্বলের কারবার? ভারতের কম্বলের ওপরেই নির্ভর করে রয়েছে বাংলাদেশ। কিভাবে গোপনপথ অবলম্বন করে দুই দেশের মধ্যে এই কম্বল আদান-প্রদান চলছে জানলে অবাক হয়ে যাবেন। আসলে সামনে দেখা সীমান্তের অন্দরেও রয়েছে এক অন্য সীমান্ত। সাধারণ মানুষের চোখে সেই ছবি কখনোই ধরা পড়বে না। বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে সীমান্তেও। ভারতের কম্বল এবং চিপস আদৌ কি পাবে বাংলাদেশ (Bangladesh)? কি বলছে বিশেষজ্ঞরা?

Advertisements