LIC New Policy: বর্তমানে কম-বেশি সকলেই রোজগার করার পাশাপাশি কিছু টাকা সঞ্চয় করেন। তা নিজেদের ভবিষ্যতের জন্য হোক বা সন্তানের পড়াশোনা ও ভবিষ্যৎ সুরক্ষিত করতে। এর জন্য অনেকেই পোস্ট অফিস বা এলআইসি অথবা ব্যাঙ্কিং বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করেন। আর সেই সমস্ত মানুষদের কথা ভেবেই এলআইসি এনেছে এক দুর্দান্ত প্রকল্প যার নাম জীবন তরুণ পলিসি (LIC New Policy)। মূলত সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যই হলো এই প্রকল্পের উদ্দেশ্য। কিভাবে বিনিয়োগ করতে হয় এই প্রকল্পে? কত টাকা বিনিয়োগ করতে হয়? বয়সসীমা কত প্রয়োজন? রইল বিস্তারিত বিবরণ।
প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের বিনিয়োগ প্রকল্প থাকলেও অনেকেই পোস্ট অফিস অথবা LICর বিভিন্ন স্কিমে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন। আর সেই জন্যই এলআইসি নিয়ে এলো জীবন তরুণ পলিসি (LIC New Policy)। যে পলিসির মেয়াদকাল হল ২৫ বছর। শিশুদের পড়াশোনা এবং আর্থিক দিক থেকে সবল করতেই এই পলিসি এনেছে এলআইসি। শিশুদের নামেই এই পলিসি নিতে হয়। কত বছর বয়স থেকে এই পলিসি গ্রহণ করা যায়?
আরো পড়ুন: এইচডিএফসি ব্যাঙ্ক অবশেষে বিশেষ প্রকল্প শুরু করল, সুবিধা নিতে আসুন নিকটবর্তী শাখায়
নিয়ম অনুযায়ী এলআইসির জীবন তরুণ পলিসিতে পিতা-মাতারা শিশুদের ৩ মাস বয়স থেকে ১২ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। শিশুদের ২০ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পে সম্পূর্ণ বিনিয়োগ করতে হয়। তারপর ৫ বছর বিনিয়োগহীনভাবে পলিসি পড়ে থাকে। ২৫ বছর হলে সেই পলিসির সুদ সমেত অর্থ ফেরত পান পলিসি গ্রাহকরা।
আরো পড়ুন: চলতি বছরের শেষেই দেশে চালু হতে চলেছে অ্যামাজনের ক্যুইক কমার্স সার্ভিস
এই পলিসিতে (LIC New Policy) বিনিয়োগের পরিমাণ কত? এলআইসির জীবন তরুণ পলিসিতে বিনিয়োগের পরিমাণের উচ্চ সীমা নির্ধারণ করা হয়নি। তবে ন্যূনতম ৭৫ হাজার টাকা বিনিয়োগ করতে হয় এই জীবন তরুণ পলিসিতে। কেউ চাইলে এর বেশিও বিনিয়োগ করতে পারেন। যার পরিবর্তে মেয়াদ শেষে রিটার্ন পাওয়া যায় কয়েক লাখ টাকা।
উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি যদি তার ১২ বছর বয়সী সন্তানের জন্য এই পলিসি কেনেন তাহলে তাকে দিন প্রতি জমা দিতে হবে ১৫০ টাকা করে। অর্থাৎ মাসিক প্রিমিয়াম হবে ৪,৫০০ টাকা। বছরে জমা হবে ৫৪ হাজার টাকা। যেহেতু শিশুর ২০ বছর বয়স পর্যন্ত এই প্রিমিয়াম জমা করতে হবে সেহেতু ৮ বছরে জমা দিতে হবে ৪ লাখ ৩২ হাজার টাকা। এরপরে এই টাকা আরো ৫ বছর থাকার পর বোনাস হিসেবে এই অর্থের ওপর দেওয়া হবে ২ লাখ ৪৭ হাজার টাকা। ফলে মেয়াদ শেষে বোনাস সহ ব্যক্তি ফেরত পাবেন প্রায় ৭ লক্ষ টাকা। এই প্রিমিয়াম মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে জমা দেওয়া যায়। যা দিয়ে ২৫ বছর বয়সে শিশুরা কোনো ব্যবসা বা কোনো উচ্চশিক্ষায় কাজে লাগাতে পারবেন। শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইলে আজই গ্রহণ করুন এই পলিসি (LIC New Policy)। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না।