Indian Railways: ভারতীয় রেল হল দেশের বিভিন্ন পরিবহন ব্যবস্থার মধ্যে বৃহত্তম একটি পরিবহন ব্যবস্থা। একে দেশের মেরুদন্ড বলা চলে। বর্তমানে দেশের অধিকাংশ মানুষ লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনের যাতায়াত করে সুবিধা এবং নিরাপত্তার জন্য। ট্রেন যার যার মত আরামদায়ক যাত্রা আর কোথাও হবে না। সমাজের যেকোন স্তরের মানুষ ভারতীয় রেলের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে খুব সহজেই। কারণ ট্রেনের ভাড়া অন্যান্য পরিবহন ব্যবস্থার থেকে তুলনামূলক অনেকটাই কম। ভারতীয় রেল সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। আজকের এই প্রতিবেদনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো ভারতীয় রেল সম্পর্কে।
যাত্রী ভাড়ায় সরকার ভর্তুকি দেয়, কিন্তু জানেন কি রেল (Indian Railways) যাত্রীদের কত ভর্তুকি দেয়? বুধবার সংসদে এই প্রশ্নের উত্তর দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প চালু করে দেশের মানুষকে নানারকম পরিষেবা দেওয়ার চেষ্টা করে ভারতীয় রেল।
রেলমন্ত্রী বলেছেন যে, দেশের প্রতিটি রেল যাত্রীকে ভ্রমণের টিকিটে ৪৬ শতাংশ ভর্তুকি দেওয়া হয়। লোকসভায় এই প্রশ্নটি উঠলে তার উত্তরে এই কথা বলেন ভারতীয় রেলমন্ত্রী (Indian Railways)। রেল মন্ত্রক প্রতি বছর যাত্রীদের ভর্তুকি বাবদ ৫৬,৯৯৩ কোটি টাকা ব্যয় করে। এছাড়াও প্রবীণ ও স্বীকৃত সাংবাদিকদের আগের ভর্তুকি পুনরুদ্ধারের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উল্লেখ করেন যে, ভারত সরকার যাত্রীদের মোট ভর্তুকি দিয়েছে ৫৬,৯৯৩ কোটি টাকা। ভ্রমণ পরিষেবার প্রতি ১০০ টাকার জন্য, মূল্য ৫৪ টাকা চার্জ করা হয়। ভারতীয় রেল সমাজের সর্বস্তরের যাত্রীদের ৪৬ শতাংশ ভর্তুকি দিয়েছে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে ২০২৫ সালে ট্রেনের ভর্তুকির ব্যাপারে রেলের সিদ্ধান্ত কি হতে চলেছে? সবিস্তারে জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
আরো পড়ুন: নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনটি পশ্চিমবঙ্গের মধ্যে বেশ জনপ্রিয়, রইল এর কারণ
আগামী বছরের বাজেট অধিবেশনের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। কোন জিনিসের দাম বাড়বে আবার কোন জিনিসের দাম আগের তুলনায় কমবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের ওপর নির্ভর করছে দেশবাসীর জীবনযাত্রা। এমনকি শুনলে অবাক হয়ে যাবেন যে, সিনিয়র সিটিজেনরা কোভিড মহামারীর আগে অবধি সকলেই ট্রেনে টিকিটের ওপর ৪০ থেকে ৫০ শতাংশ অবধি ছাড় পেয়ে যেতেন। কিন্তু কেন্দ্রীয় সরকার ট্রেনের কোভিড এর পর এই নিয়ম তুলে দিয়েছে।
মেল ট্রেন (Indian Railways) থেকে শুরু করে এক্সপ্রেস, রাজধানী, শতাব্দীর টিকিটের ওপর মহিলারা ২০১৯ সাল পর্যন্ত ছাড় পেতেন প্রায় ৫০ ছাড় শতাংশ ছাড়। পাশাপাশি পুরুষ ও রূপান্তরকামী প্রবীণ নাগরিকদের ৪০ শতাংশ ছাড় দেওয়া হত। মহামারী কেটে যাওয়ার পর ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়েছে, এমনকি প্রবীণ নাগরিক ও মহিলাদের জন্য ফিরিয়ে দেওয়া হয়নি এই সুযোগ । তবে যাই হোক ২০২৫ সালের বাজেট নিয়ে যথেষ্টই আশাবাদী জনগণ।