State Government: সম্প্রতি রাজ্যের সরকারি কর্মীদের তুলনায় কেন্দ্রীয় কর্মীদের বেতন অনেকাংশে বেশি কারণ তাদের বৃদ্ধি করা হয় মহার্ঘভাতা। সেইদিক থেকে দেখতে গেলে রাজ্যে সরকারী কর্মীদের বেতন অনেকটাই কম। মহার্ঘ ভাতা (Dearness allowance) বা DA এর পরিমাণ ৩ শতাংশ বাড়িয়ে মোট ৫৩ শতাংশ করা হয়েছে কেন্দ্রের কর্মীদের। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বৃদ্ধি করেনি কর্মীদের DA এর পরিমাণ বরং ১৪ তেই আটকে রয়েছে। তবে নতুন কোন পদ্ধতি অবলম্বন করেছে রাজ্য?
ডিএ বৃদ্ধির জন্য রাজ্যের সরকারি কর্মচারীরা লাগাতার চালিয়ে যাচ্ছে আন্দোলন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার (State Government) অবলম্বন করেছে এক নতুন পদ্ধতি আসুন জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে। রাজ্যের কর্মীদের জন্য আসলো LTC সংক্রান্ত সুখবর। রাজ্য সরকারের সব শ্রেণির কর্মী LTC-HTC-তে ট্রেনে সপরিবারে ভ্রমণে শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণির ভাড়া পাবেন। বছরের শেষে কর্মীদের এই সুখবর দিয়ে রীতিমত চমকে দিল রাজ্য সরকার।
রাজ্য সরকারের (State Government) অর্ধ দপ্তরের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হলো। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের সরকারি কর্মীরা ৫০ হাজার টাকার কম, তাঁরা এখন থেকে এসি থ্রি টিয়ারের ভাড়া পাবেন। যেসব কর্মীদের বেতন ৫০ হাজারের বেশি তারা পাবেন এসি টু টিয়ারের ভাড়া পাবেন। দেশে রয়েছে একাধিক চেয়ারকার ট্রেন, সেখানে এসি শ্রেণির ভাড়া পাওয়া যাবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বছর শেষে রীতিমতো আপ্লুত রাজ্য সরকারি কর্মীরা।
আরো পড়ুন: ট্যাব কেলেঙ্কারির পুনরাবৃত্তি হবে না কৃষকদের ক্ষেত্রে, বদ্ধ পরিকর রাজ্য সরকার
পাশাপাশি LTC-র নয়া নিয়ম অনুযায়ী যদি রাজ্যের সরকারি কর্মীরা জাহাজে করে আন্দামান বা লাক্ষাদ্বীপ যায় সেক্ষেত্রে ৫০ হাজার বেতনের বেশি টাকার মূল বেতনের কর্মীরা প্রথম অথবা ‘এ’ শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। যাদের বেতন ৫০ হাজারের কম তাঁরা দ্বিতীয় বা ‘বি’ শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে খুশিমনে মেনে নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা।
তবে একথা সত্য যে এর আগে LTC-HTC-তে এতটা সুযোগ–সুবিধা ছিল না। আগে কিন্তু নিজেদেরকে অনেক বেশি খরচা করতে হতো। গ্রুপ সি ও গ্রুপ ডি শ্রেণির কর্মীদের একটা অংশ এলটিসি বা এইচটিসি’তে স্লিপার ক্লাসের ভাড়া পেতেন। রাজ্য সরকারি কর্মীরা সেই কারণেই দিঘা–মন্দারমণি থেকে পুরী, বারাণসী–সহ কয়েকটি নির্দিষ্ট জায়গাতেই ঘুরতে যেতেন। বলা যেতে পারে এতেই তাদের গণ্ডির সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন শহরের এই পথ অনেক বেশি বিস্তৃত হয়েছে। এখন থেকে রাজ্য সরকারের (State Government) সব কর্মচারীই এসি শ্রেণির ভাড়া পাবেন। পাঁচ বছর অন্তর সপরিবারে যাওয়ার সুযোগ রয়েছে।