Weather Forecast: সবে রাজ্যজুড়ে শীতের মরশুম শুরু হয়েছিল। রাজ্যবাসী শীতের আমেজ গায়ে মেখে উপভোগ করছিল শীতকালের এই দিনগুলো। কিন্তু এই আনন্দেই জল ঢালতে রাজ্যে দেখা দিতে পারে নিম্নচাপ। সকালের দিকে তাপমাত্রা হু হু করে কমলেও যত বেলা বেড়েছে ততই যেন এক অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হয়েছে। ক্রমশই আকাশের মুখ ভার করতে শুরু করেছে। আবহাওয়ার এই বিরূপ অবস্থার জন্য মূলত দায়ী পশ্চিমী ঝঞ্ঝা, তার উপরে দোসর হয়েছে নিম্নচাপ।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে একমাত্র বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে (Weather Forecast)। এমনটাই খবর পাওয়া গেছে আবহাওয়া দপ্তরের মাধ্যমে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থেকে শুরু করে উত্তরবঙ্গে তুষারপাত সবটাই বজায় থাকবে। তাই বাড়ির বাইরে বেরোলে ভুলে যাবেন না ছাতা, আবহাওয়া দপ্তরের এমনই সতর্কবার্তা।
আলিপুর আবহাওয়া দফতরের (Weather Forecast) তরফে যে বুলেটিন জারি করা হয়েছে সেটা অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, নদীয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায়। তাই সেভাবেই আবহাওয়ার বার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিস থেকে।
শুধুমাত্র আজকের দিনটি নয় আগামী কয়েক দিন যাবত আবহাওয়ার (Weather Forecast) এরকমই বিরূপ প্রভাব দেখা দেবে। শীতের রোদ আর গায়ে মাখা হবে না বরং এইকদিন আকাশের মুখ ভার থাকবে এটাই আশা করা যাচ্ছে। কুয়াশার দাপট চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
আরও পড়ুন: State Government: ঘুরে আসুন আন্দামান লাক্ষাদ্বীপ, কর্মীদের খুশি করতে নবান্নের নয়া চাল
দক্ষিণবঙ্গের পর এবার জেনে নেওয়া যাক কেমন হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া (Weather Forecast)। তাপমাত্রা কতটা নামবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে? আবহাওয়া সূত্রে জানা গেছে যে, মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলায়। তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়।
এক নজরে ঝটপট দেখে নিন সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিন অর্থাৎ মঙ্গলবার বাংলার আবহাওয়া কেমন থাকবে? মঙ্গলবার থেকেই জাঁকিয়ে পড়তে চলেছে শীত অর্থাৎ আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিভিন্ন জেলাগুলোতে দেখা যাবে গভীর কুয়াশা। অন্যদিকে দার্জিলিং ও কালিম্পঙ জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ভরা ডিসেম্বর মাসেও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোবে। নিম্নচাপের অভিমুখ হল শ্রীলঙ্কা উপকূল ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। এর প্রভাবে বাংলায় বৃষ্টিপাত চলবে।