Car Service in Dooars: ডুয়ার্সে পর্যটকদের জন্য বড় সুখবর, চালু হল ন্যায্য ভাড়ার গাড়ি পরিষেবা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Car Service in Dooars: শীত পড়তেই ডুয়ার্সের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকরা। গহন জঙ্গলে ঘেরা পাহাড়ের কোলে অবস্থিত ডুয়ার্স ভ্রমণপিপাসুদের মনের শান্তি এনে দেয়। তবে অনেক ক্ষেত্রেই অতিরিক্ত গাড়ি ভাড়া নেওয়ার কারণে পর্যটকদের আনন্দে ভাটা পড়ে। এই সমস্যার সমাধানে এবার চালু হল এক অভিনব উদ্যোগ (Extra Fare in Dooars)। মালবাজার মহকুমার চালসার টিয়াবন এলাকায় গাড়ি চালকদের সহযোগিতায় খুলেছে পর্যটক সহায়তা কেন্দ্র, যা পর্যটকদের জন্য সুরক্ষা ও সাশ্রয়ের দিশা খুলে দিচ্ছে।

Advertisements

পর্যটক সহায়তা কেন্দ্রটি পর্যটকদের ন্যায্য ভাড়ায় গাড়ি ভাড়া (Car Service in Dooars) দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। এছাড়াও, পর্যটকদের যাবতীয় ভ্রমণ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য এখানে মিলবে নির্ভরযোগ্য তথ্য ও সহায়তা। ছোট গাড়ি চালক ইউনিয়নের নেতা কমল মুখী জানিয়েছেন, পর্যটকরা এখানে এসে যোগাযোগ করলেই নির্ধারিত ভাড়ায় গাড়ি পেয়ে যাবেন। কোনও চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই উদ্যোগ পর্যটকদের শুধু আর্থিক সুরক্ষা নয়, মানসিক স্বস্তিও দেবে।

Advertisements

এই উদ্যোগের আরেকটি বিশেষ দিক হলো শেয়ার গাড়ির ব্যবস্থা। পর্যটকেরা কম খরচে ডুয়ার্সের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন। এই ব্যবস্থার ফলে একদিকে যেমন পর্যটকদের খরচ কমবে, অন্যদিকে ডুয়ার্স ভ্রমণ আরও সহজ ও উপভোগ্য হবে। অভিযোগ ব্যবস্থাও রাখা হয়েছে অত্যন্ত কার্যকর। কোনও পর্যটক যদি অভিযোগ জানান, দ্রুত তা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

Advertisements

আরও পড়ুন: JhargramJhargram: ঘন জঙ্গলে ঘেরা শান্ত পরিবেশ, মন শান্ত করতে পৌঁছে যান এক ছুটে 

এই মহতী উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি। তিনি এই পদক্ষেপকে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তাঁর মতে, এই উদ্যোগ পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করবে এবং ডুয়ার্স ভ্রমণে নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানে স্থানীয় গাড়ি চালকেরা পর্যটকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁদের প্রয়োজন বুঝে আরও ভালো পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

পর্যটকদের মধ্যে এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। তাঁদের মতে, ন্যায্য ভাড়ায় গাড়ি পরিষেবা (Car Service in Dooars) এবং নির্ভরযোগ্য সহায়তা কেন্দ্রে ভরসা করে তাঁরা ডুয়ার্সের সৌন্দর্য আরও মন খুলে উপভোগ করতে পারবেন। স্থানীয় অর্থনীতিতেও এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। ডুয়ার্স ভ্রমণের এই নতুন অধ্যায় পর্যটকদের জন্য নিঃসন্দেহে এক বড় আশীর্বাদ।

Advertisements