Bangla Awas Yojana: বাংলার আবাস যোজনা নিয়ে কড়া নবান্ন, খোলা হলো আলাদা পোর্টাল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bangla Awas Yojana: বাংলার আবাস যোজনা নিয়ে চিন্তার শেষ নেই রাজ্যের। বিভিন্ন জেলা ও শহর থেকে একাধিকবার উঠে এসেছে দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ। বিভিন্ন জায়গায় উঠছে ঘুষ চাওয়ার মতো অভিযোগও। একাধিক জায়গাতে আবার পাকা দোতলা বা তিন তলা বাড়ির মালিকের নাম রয়েছে আবাসের লিস্টে। সব মিলিয়ে রাজ্য তোলপাড় হয়ে চলেছে একাধিক অভিযোগে। অশান্ত হয়ে রয়েছে রাজ্যের সাধারণ যোগ্য মানুষেরা। জায়গায় জায়গায় বিক্ষোভ চোখে পড়ছে।

Advertisements

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি সামনে আনেন মুখ্যমন্ত্রী এতে মূলত দেশের গরীব মানুষের পাকা বাড়ি তৈরির জন্য অর্থ সাহায্য দিয়ে থাকে। দীর্ঘদিন ধরে বাংলার গ্রামীণ আবাস যোজনার (Bangla Awas Yojana) টাকা আটকে রাখার অভিযোগে কেন্দ্রকে তোপ দেগে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের আবাস যোজনার টাকা আটকে রেখে অবিচার করেছে কেন্দ্র। একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় কেন্দ্র থেকে বন্ধ করে দেওয়া হয় রাজ্যের টাকা পাঠানো।

Advertisements

এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই জানান যে রাজ্যের কোষাগার থেকেই টাকা দেওয়া হবে আবাস যোজনার (Bangla Awas Yojana) যোগ্য মানুষদের। কিছুদিন আগে রাজ্যে ট্যাব দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠে। জানা যায় ভুল একাউন্টে ঢুকে গিয়েছে ট্যাবের টাকা। এই অভিযোগ সামনে আসার পর আরও কঠোর হতে চলেছে রাজ্য। দুর্নীতি রুখতে এবার বিশেষ ক্যাম্প তৈরি করার মাধ্যমে ব্যবস্থা নিতে চলেছে রাজ্য।

Advertisements

আরও পড়ুন:State GovernmentState Government: ঘুরে আসুন আন্দামান লাক্ষাদ্বীপ, কর্মীদের খুশি করতে নবান্নের নয়া চাল

চলতি ডিসেম্বরের ১৫ তারিখ থেকেই বাংলার আবাস যোজনার (Bangla Awas Yojana) টাকা দেওয়া শুরু করার কথা রয়েছে। এবার তার আগেই আবাসের টাকা নিয়ে দুর্নীতি রুখতে পঞ্চয়েতগুলিতে বিশেষ ক্যাম্পের মাধ্যমে দফায় দফায় আবেদনকারীদের পরিচয় পত্র সংক্রান্ত নথিগুলো যাচাই করার কাজ শুরু করেছে। এরপর এই ক্যাম্প থেকে সম্মতি মিললে তবেই টাকা যাবে আবেদনকারীর একাউন্টে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খোলা হয়েছে আলাদা পোর্টাল। ইতিমধ্যেই বিডিও অফিসগুলিতে কি কি নিয়ম মানতে হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে উপভোক্তার নাম, পরিচয় এবং ব্যাংকের তথ্যও যাচাই করা হবে। এরপর আধারের সাথে যুক্ত মোবাইল OTP জমা দেওয়ার মাধ্যমে চূড়ান্ত করা হবে উপভক্তার নামের তালিকা।

বলে রাখা দরকার এতদিন বেলাগাম দুর্নীতির অভিযোগে কেন্দ্র থেকে আবাসের (Bangla Awas Yojana) টাকা প্রদান বন্ধ করে দেওয়া হয়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় আবারও শুরু হয়েছে আবাসের কাজ। এর ফলে যেমন আবেদনকারীরা আনন্দিত তেমনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ওঠা দুর্নীতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করতে ছাড়ছেন না কেউ। তবে এবার রাজ্যকে আরও তৎপর হতে দেখে আশা করে রয়েছেন যোগ্যরা।

Advertisements