Foot Odor: স্যুট-বুট পরে না বেরোলে শীতের মোকাবিলা করা মুশকিল হয়ে পড়ে। কয়েক ঘণ্টা যেতে না যেতেই পায়ের দুর্গন্ধ বেরোতে শুরু করলে হয় লজ্জার ঘটনা। পায়ের গন্ধে আশেপাশের মানুষও অস্বস্তিতে পড়েন। মান সম্মানের বারোটা বেজে বাজে অবস্থা তৈরি হয়। কোনো ভাবেই এই গন্ধের থেকে মুক্তি পাওয়া যাচ্ছেনা। তবে এটা জেনে রাখা দরকার যে শীত পড়লে মোটামুটি সকলেরই এই সমস্যায় পড়তে দেখা যায়। তবে আজ আমরা এমন কিছু টিপস নিয়ে আলোচনা করব যা পায়ের দুর্গন্ধ দূর করতে অব্যর্থ। উপায়গুলো হলো:
১. পায়ের দুর্গন্ধ এড়াতে জুতোতে বেকিং সোডা মাখিয়ে রাখতে পারেন। পরদিন জুতোর ওই অংশটি মুছে জুতো পরিষ্কার করে জুতো পরে নিতে পারেন। এতে পায়ের দুর্গন্ধ (Foot Odor) কেটে যায়। তবে জুতো চামড়ার হলে বেকিং সোডা ব্যবহার করা যাবেনা।
২. পায়ের দুর্গন্ধ হওয়ার জন্য অন্যতম একটি বড় কারণ হলো পা ঘেমে যাওয়া। শীতের সময় পায়ে মোজা পড়ার কারণে ঘাম হওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই এক্ষেত্রে এই গন্ধ থেকেও তৈরি হতে পারে দুর্গন্ধ (Foot Odor) এর জন্য পায়ের যত্ন নেওয়া খুব প্রয়োজন। এর জন্য রোজ রাতে উষ্ণ গরম জলে নুন দিয়ে পা ভিজিয়ে রাখতে হবে এরপর পা মুছে ময়েশ্চরাইজার লাগাতে হবে।
আরও পড়ুন:Bird Poop: গায়ের ওপর পাখির পায়খানা, দুর্ভাগ্য নাকি আচমকা লটারি পাওয়ার ভাগ্য
৩. সপ্তাহে অন্তত একদিন জুতো রোদে দিতে হবে। এতে জুতো তো ভালো থাকেই সাথে পায়ের দুর্গন্ধ (Foot Odor) কম হয়। প্রয়োজনে জুতোর মধ্যে নেপথলিন ব্যবহার করা যেতে পারে। এছাড়া রাতে একটি ফেব্রিক সফটনার সিট জুতোর মধ্যে রেখে সকালে সেটা বের করে জুতো পড়লে গন্ধ গায়েব হয়ে যাবে।
৪. রোজ মোজা কেচে পরিচ্ছন্ন করে রাখুন। প্রয়োজনে ডেটল জল ব্যবহার করুন। এতে সমস্যা কিছুটা মিটবে। তবে পারফিউম ব্যবহার করতে যাবেন না। এতে দুর্গন্ধ (Foot Odor) বাড়বে। মজা পরার আগে পায়ে বেকিং সোডা ঘষে নিলেও সমস্যা মিটবে।
৫. স্নিকার্সের দুর্গন্ধ (Foot Odor) সরাতে মাঝে মধ্যে নুন ছিটিয়ে নিতে পারেন। এছাড়া এক টুকরো ছেড়া কাপড় বা তুলো লবঙ্গ তেলে ভিজিয়ে জুতোর মধ্যে রেখে দিলে জুতোর দুর্গন্ধ কেটে যাবে।