WB Govt Job Vacancy: মালদহ প্রশাসনিক বিভাগে দুর্দান্ত কাজের সুযোগ অবসরপ্রাপ্তদের জন্য

Prosun Kanti Das

Published on:

Advertisements

WB Govt Job Vacancy: বর্তমানে পশ্চিমবঙ্গে চাকরির পরিস্থিতি খুবই শোচনীয়। যোগ্য চাকরিপ্রার্থীরা দীর্ঘ বছর ধরে অপেক্ষা করে আছে উপযুক্ত চাকরির জন্য। বহু ছেলেমেয়ে এমন আছে যারা যোগ্য চাকরির জন্য বহু বছর ধরে অপেক্ষা করে রয়েছে কিন্তু কোন উপযুক্ত চাকরি তারা পায়নি। তবে সম্প্রতি অবসরপ্রাপ্তদের জন্য এটি দুর্দান্ত সুযোগ এসেছে রাজ্যের মালদহ জেলায়। আজকের প্রতিবেদনটি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে বিস্তারিত জানতে পারবেন এই সম্পর্কে।

Advertisements

যেসব অবসরপ্রাপ্ত প্রার্থীরা রয়েছেন তারা এই সুযোগ (WB Govt Job Vacancy) কখনোই হাতছাড়া করবেন না। মালদহ জেলায় রয়েছে দুর্দান্ত কাজের সুযোগ। মালদহ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই চাকরিটির সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল । তবে এই চাকরিতে নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। যারা আবেদন করতে ইচ্ছুক দেরি না করে আবেদন করে ফেলুন এই চাকরির জন্য।

Advertisements
কিভাবে নিয়োগ করা হবে কর্মী?

ইন্টারভিউয়ের (WB Govt Job Vacancy) মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে জেলাশাসক ও কালেক্টরের অফিসের তরফে। সুযোগটি শুধুমাত্র অবসরপ্রাপ্তদের জন্যই রয়েছে।

Advertisements
কোন পদে নিয়োগ করা হবে?

নিয়োগ হবে গ্রুপ সি ক্ল্যারিক্যাল পদে।

কাজের মেয়াদ কতদিন?

চুক্তির ভিত্তিতে প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর। যেহেতু চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে কর্মীকে তাই প্রয়োজনে মেয়াদ পরিবর্তিত হতে পারে। এক বছর বাদে মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে।

মাসিক বেতন

প্রতি মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুন:Bangla Awas YojanaBangla Awas Yojana: বাংলার আবাস যোজনা নিয়ে কড়া নবান্ন, খোলা হলো আলাদা পোর্টাল

কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়া দরকার।

বয়সসীমা:

প্রার্থীর বয়সসীমা বেঁধে দেওয়া আছে, ৬৪ বছরের মধ্যে হতে হবে বয়স। যারা এই চাকরির বিজ্ঞপ্তিটির সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তারা ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন।

কবে নিয়োগ করা হবে কর্মী?

ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে আগামী ২৪ ডিসেম্বর। বলা হয়েছে যে, বেলা ১১টার মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে প্রার্থীদের পৌঁছে যেতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানাতে।

কিভাবে করতে হবে আবেদনপত্র ডাউনলোড?

আবেদনপত্র ডাউনলোড করতে প্রথমে মালদহ জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’ বিভাগে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি (WB Govt Job Vacancy) দেখতে পাবেন। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। কী কী নথি প্রয়োজন, সেই তথ্য এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও সবিস্তার জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisements