Kolkata Metro Fare: রাতের মেট্রোয় অতিরিক্ত ভাড়া নয়, সাফ জানালো মেট্রো

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kolkata Metro Fare: যাত্রী পরিষেবা দিতে কলকাতা মেট্রোর জুরি মেলা ভার। গোটা ভারতবর্ষ জুড়ে বড় বড়ো শহরগুলোতে রয়েছে মেট্রো রেল পরিষেবা। একই ভাবে কলকাতাতেও রয়েছে মেট্রো রেলের শাখা। যা গোটা কলকাতার মধ্যে ছড়িয়ে রয়েছে। যাত্রীদের সুবিধায় মেট্রো রেল বদ্ধপরিকর পরিষেবা দিয়ে আসছে। বিশেষ অনুষ্ঠানে অতিরিক্ত মেট্রো পরিষেবা দিয়ে হোক বা যাত্রীদের চাপ কমাতে জংশন স্টেশনের বদল ঘটিয়ে সব দিকেই রয়েছে কলকাতা মেট্রোর নজর।

Advertisements

সঙ্গে জোট কদমে চলছে কলকাতা মেট্রোর (Kolkata Metro Fare) অরেঞ্জ লাইনের কাজও চলছে জোর কদমে। মূলত হাওড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত পরিষেবা প্রদান করতে রাত-দিন পরিশ্রম করে চলেছে মেট্রো রেলের কর্মীরা। জানা যাচ্ছে আগামী বছরের মার্চ বা এপ্রিল মাস থেকেই চালু হতে চলেছে মেট্রোর অরেঞ্জ লাইনের পরিষেবা। এতে যাত্রীদের বিমানবন্দর পৌঁছতে আরও সুবিধা হবে বলেই ধারণা।

Advertisements

এর সাথেই কলকাতা মেট্রোর তরফে রাতের ডিউটিতে যাওয়া যাত্রীদের জন্য একটি রাতের বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া শুরু হয় চলতি বছরের মাঝের সময় থেকেই। প্রাথমিক পর্যায়ে বিপুল সংখ্যক যাত্রী এই রাতের অতিরিক্ত মেট্রো পরিষেবায় উপকৃত হবেন ভেবে এর শুরু করা হলেও রাতের শেষ মেট্রোতে যাত্রী সংখ্যা বিশেষ একটা দেখা যায়নি বলে খবর। এই অবস্থায় মেট্রো চালনার যথেষ্ঠ খরচ নির্বাহের জন্য যাত্রীদের গন্তব্য নির্বিশেষে ১০ টাকা মাথাপিছু অতিরিক্ত ভাড়া ধার্য্য করা হবে বলে বিজ্ঞপ্তি দেয় কলকাতা মেট্রোর তরফে।

Advertisements

আরও পড়ুন:Nabadwip Dham Railway StationNabadwip Dham Railway Station: নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনটি পশ্চিমবঙ্গের মধ্যে বেশ জনপ্রিয়, রইল এর কারণ

প্রতি দিন রাত ১০.৪০ মিনিটে কবি সুভাষ এবং দমদমের মধ্যে এই মেট্রো পরিষেবা দেওয়ার ঘোষণা করা হয় কলকাতা মেট্রোর (Kolkata Metro Fare) তরফে। উভয় স্টেশন থেকেই দুটি মেট্রো রাত ১০.৪০ মিনিটে রওনা দেয় উল্টো দিকের গন্তব্য স্টেশনে। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় চলতি ডিসেম্বরের ১০ তারিখ থেকে এই অতিরিক্ত ভাড়া কাটবে মেট্রোর তরফে। রাতের মেট্রোর পরিষেবা নেওয়ার জন্য যাত্রীদের অনলাইন পেমেন্টের মাধ্যমে স্টেশনে থাকা মেশিন থেকে টিকিট কাটার কথাও জানানো হয়।

তবে এদিন কলকাতা মেট্রো (Kolkata Metro Fare) একটি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থগিতাদেশ জারি করেছে। এই নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখনই রাতের শেষ মেট্রো পরিষেবা নিতে বাড়তি ভাড়া গুনতে হবেনা যাত্রীদের। জানা যাচ্ছে যান্ত্রিক কিছু সমস্যার কারণে এখনই এই বাড়তি ভাড়ার বিষয়টি চালু করতে পারবেনা কলকাতা মেট্রো (Kolkata Metro)! তবে মেট্রোর তরফে আবার কবে থেকে এই পরিষেবা চালু করা হবে তার সম্পর্কে কিছু বলা হয়নি। তাই এখন যাত্রীরা সাধারণ ভাড়া দিয়েই যাত্রা করতে পারবেন রাতের শেষ মেট্রোতেও।

Advertisements