Assistant Professor Job: রাজ্যের কলেজে শিক্ষক নিয়োগ হচ্ছে ইন্টারভিউয়ের মাধম্যে, আবেদন করুন শীঘ্রই

Prosun Kanti Das

Published on:

Advertisements

Assistant Professor Job: বর্তমানে রাজ্যে চাকরির পরিস্থিতি মোটেই অনুকূল নয়। বহু ছেলেমেয়ে আছে যারা দীর্ঘ বছর অপেক্ষা করে আছে যোগ্য চাকরি জন্য। যোগ্যতা থাকলেও সঠিক চাকরি পায়নি অনেকেই। চাকরি প্রার্থীদের জন্য অবশেষে এসেছে দুর্দান্ত সুযোগ। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন তারা হাতছাড়া করবেন না এই সুযোগ। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন।

Advertisements

রাজ্যের কলেজে ফুল/পার্টটাইম ফ্যাকাল্টির পদের জন্য নিয়োগ করা হবে খুব শীঘ্রই। শিক্ষক নিয়োগ (Assistant Professor Job) করছে RKVM Sarada Ma Girls’ College, তাও আবার বিভিন্ন বিষয়। কিভাবে নিয়োগ করা হবে শিক্ষকদের? জানতে হলে এড়িয়ে যাবেন না এই প্রতিবেদনটি। যারা আগ্রহী প্রার্থী তারা শীঘ্রই আবেদন করতে পারেন।

Advertisements
নিয়োগ পদ্ধতি

বিজ্ঞপ্তি অনুসারে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ (Assistant Professor Job) করা হবে শিক্ষকদের।

Advertisements
কোন কলেজে নিয়োগ করা হবে শিক্ষকদের?

কলেজটির নাম হল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সারদা মা গার্লস’ কলেজ

কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ হবে?

কম্পিউটার অ্যাপ্লিকেশন, বাংলা, এডুকেশন, হিউম্যান ডেভেলপমেন্ট এবং ফিজিওলজি বিষয়ে পূর্ণ/খণ্ডকালীন ফ্যাকাল্টি পদের জন্য আবেদনের আমন্ত্রণ জানিয়েছে।

আরও পড়ুন:Panchayat Worker RecruitmentPanchayat Worker Recruitment: অষ্টম শ্রেনী পাশেই পঞ্চায়েতে চাকরির সুযোগ, রইলো বিস্তারিত

কিভাবে আবেদন করবে প্রার্থীরা?

ইচ্ছুক প্রার্থীরা rkvm.smgc@ymail.com এ ইমেল করুন ১৫ দিনের মধ্যে। ইউজিসির নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তবে বিশেষ শর্ত হলো শুধুমাত্র মহিলা প্রার্থীরা (Assistant Professor Job) আবেদন করতে পারবেন।

কলেজটির সম্পূর্ণ ঠিকানা

RAMAKRISHNA VIVEKANANDA MISSION SARADA MA GIRLS’ COLLEGE
(Recognised Under Section 2(f) & 12(B) of the UGC Act 1956)
P.O. Nabapally Barasat Dist: 24-Parganas (N)
Pin 700126; Phone: 2524-1835
E-mail: rkvm.smgc@ymail.com
Web: www.smgc.co.in

Advertisements