Vinod Kambli: অসৎ সঙ্গে সর্বনাশ, হাতেনাতে প্রমাণ পেলেন বিনোদ কাম্বলি। বিনোদ কাম্বলি, অন্যতম জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার। ভারত বর্ষ এমন অনেক কিংবদন্তি ক্রিকেটারের জন্ম দিয়েছে যারা নিজেদের কাজ দিয়ে দেশের মাথা উঁচু করেছে প্রতিনিয়ত, উড়িয়েছে বিজয় ধ্বজা। বিজয় কাম্বলিও তাদের মধ্যে অন্যতম। একটা সময় ছিল যখন বিজয় কাম্বলিকে ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জল ভবিষ্যৎ বলে মনে করা হতো। কিন্তু সাফল্যের এত কাছে থেকেও কিংবদন্তি ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন পূরণ হয়নি এই বাঁহাতি ক্রিকেটারের।
কিছুদিন আগেই কোচ রমাকান্ত আচরেকারের একটি স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছিল বিনোদ কাম্বলিকেও (Vinod Kambli)। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অন্যতম জনপ্রিয় কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকারও। শচীন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলির আলাপচারিতার বেশ কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। সেই ছবি দেখে রীতিমতো আঁতকে উঠছেন নেটিজেনরা। এ কি রূপ? এ কি পরিণতি হয়েছে একজন জনপ্রিয় ক্রিকেটারের?
একটা সময় ছিল যখন ক্রিকেটার হিসেবে নাম যশ, খ্যাতি সবই উপার্জন করেছিলেন বিনোদ কাম্বলি (Vinod Kambli)। কিন্তু অসৎ সঙ্গের কারণে সবকিছুই হারিয়েছেন তিনি। মদ্যপান, বে হিসেবি জীবনযাপনের মাধ্যমে শেষ করে ফেলেছেন যাবতীয় সঞ্চিত অর্থ। একটা সময় কয়েক কোটি টাকার মালিক ছিলেন যেই মানুষটা, আজ তিনি একেবারে নিঃস্ব বলা চলে। বর্তমানে বোর্ডের পক্ষ থেকে দেওয়া মাসিক তিরিশ হাজার টাকা পেনশনে চলছে বিনোদ কাম্বলির জীবন।
আরও পড়ুন:Google Map: গুগল ম্যাপে ভরসা করে গন্তব্য বিভ্রাটে যাত্রীরা, সমুদ্রের বদলে গেলেন জঙ্গলে
একটা সময় শচীন তেন্ডুলকারের সঙ্গে জুটি বেঁধে খেলতে দেখা গেছিল বিনোদ কাম্বলিকে (Vinod Kambli)। স্কুল ক্রিকেটে রেকর্ড রান করেছিলেন এই জুটি। এরপর আসে আরো সাফল্য। টেস্ট ম্যাচে ডবল সেঞ্চুরি করেন তিনি। প্রতিভাবান ক্রিকেটার হিসেবেই উত্থান হয়েছিল তার। কিন্তু তার বদ অভ্যাস তাকে নিচে নামিয়ে এনেছে। বড় বড় বিজ্ঞাপনি সংস্থাগুলি বিনোদ কাম্বলিকে দিয়ে তাদের বিজ্ঞাপন করানোর জন্য রীতিমত মুখিয়ে থাকতেন। কিন্তু আজ তার এতটাই খারাপ অবস্থা যে চিকিৎসা করানোর টাকাটুকু তার কাছে নেই।
তার বিবাহ জীবনও তেমন সুখের হয়নি। প্রথম জীবনে নোয়েলা লুইসকে বিবাহ করেছিলেন তিনি। তারপর জড়িয়ে পড়েন বিবাহ বহির্ভূত সম্পর্কে। স্বাভাবিকভাবেই হয় বিবাহ বিচ্ছেদ। এরপর দ্বিতীয় বার বিয়ে করেন অ্যান্ড্রিয়া হিউইটকে। একটি পুত্র সন্তানও হয়েছিল। কিন্তু এই বিয়েটিও বেশি দিন টিকিয়ে রাখতে পারেননি তিনি। সফলতার শির্ষে থাকার কথা ছিল তার অথচ জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ ভীষণভাবে ব্যার্থ তিনি। নিজেই নিজের পতনের কারণ হয়েছেন বিনোদ কাম্বলি (Vinod Kambli)।