Indian Railways: ভারতীয় রেল হল দেশের পরিবহন ব্যবস্থার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শুধুমাত্র দেশে নয় পৃথিবীর মধ্যেও একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার কথা সর্বদাই মাথায় রাখে ভারতীয় রেল ব্যবস্থা। তবে এখানে বেশ কিছু নিয়ম আছে যা পালন করতে হয় সাধারণ মানুষকে। যত সময়ের পরিবর্তন হয় ততই নিয়মের সংশোধন হতে থাকে। সম্প্রতি ভারতীয় রেল তৎকাল টিকিট কাটার নিয়মে আনলো বিরাট পরিবর্তন। বদল করা হয়েছে তৎকাল টিকিট কাটার সময়। নতুন সময় কোনটা সেই সম্পর্কে জানার আগে ভালোভাবে জেনে নিতে হবে তৎকাল টিকিট আসলে কি।
তৎকাল নামটা (Indian Railways) সম্পর্কে সম্প্রতি আমরা সকলেই কমবেশি অবগত। তাড়াতাড়ি বা জরুরী ভিত্তিতে টিকিট কাটার ক্ষেত্রে রেলের (Indian Railways)এই ব্যবস্থার সুবিধা পাওয়া যায়। যাত্রা শুরু করার একদিন আগে তৎকাল টিকিট বুক করা যায়। তবে সাধারণ যাত্রীদের টিকিটের যা দাম হয় তার তুলনায় তৎকাল টিকিটের দাম অনেকটাই বেশি। জরুরী সময় কোথাও যাওয়ার ক্ষেত্রে এই টিকিট অত্যন্ত কার্যকরী। তৎকাল টিকিট বুক করার জন্য কিছু নিয়ম মেনে চলতে পারে সকল যাত্রীকে। টিকিট কাটার সময় অবশ্যই লাগবে নিজের পরিচয় পত্র, মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি।
অনলাইন মাধ্যমে খুব সহজেই এই তৎকাল টিকিট কাটার প্রক্রিয়া সম্পন্ন হয়। তৎকাল টিকিট কাটতে গেলে প্রথমে যেতে হবে ভারতীয় রেলের (Indian Railways) নিজস্ব ওয়েবসাইটে। ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে এই টিকিট সংক্রান্ত সমস্ত তথ্য জানা যাবে। প্রথমে IRCTC-এর ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর কিছুটা সময় দিতে হবে, তার মাঝে গ্রাহকের কাছে থাকা বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।
আরও পড়ুন:IRCTC: এবার বিনামূল্যে খাবার দেবে ইন্ডিয়ান রেলওয়ে, কারা পাবেন এই বিশেষ পরিষেবা
টিকিট কাটার জন্য রেলের (Indian Railways) ওয়েবসাইটে অবশ্যই অ্যাকাউন্ট খোলা প্রয়োজন। নিজের প্রোফাইল তৈরি করার পর দিতে হবে ‘Plan My Journey’ পেজে ডিপার্চার ও অ্যারাইভাল স্টেশন এবং ভ্রমণের তারিখ। অর্থাৎ যাত্রীরা কখন, কোথায় যাবেন সেই তথ্য দিতে হবে। তৎকাল টিকিট অপশনে গিয়ে তারপর টিকিট কাটতে হবে। ক্লিক করে লিখতে হবে ট্রেন এবং ক্লাসের নাম।
তৎকাল টিকিট কাটার আগে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে চারজনের বেশি ব্যক্তির জন্য এই বিশেষ টিকিট একসঙ্গে কাটা সম্ভব নয়। টিকিটের মূল্য দিতে পারবেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI বা ওয়ালেটের মাধ্যমে। তৎকাল টিকিট সম্পর্কে যে লেটেস্ট আপডেট রয়েছে আসুন তা জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে। ততকাল টিকিট কাটার সময় বদল করেছে রেল। তবে এখন থেকে এসি ক্লাসের তৎকাল টিকিট বুকিং হবে সকাল ১০.১০ মিনিট থেকে এবং নন-এসি ক্লাসের টিকিট বুকিং শুরু হবে সকাল ১১.১০ মিনিট থেকে।