BSNL 5G Network: মোবাইল রিচার্জের খরচ দিন দিন বেড়ে চলেছে, যার ফলে গ্রাহকরা অন্যান্য নেটওয়ার্কের তুলনায় বেশিরভাগ সময়ই বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)-এ চলে আসছেন। তবে, দীর্ঘদিন ধরে 3G নেটওয়ার্কের সঙ্গে আটকে থাকার পর, বিএসএনএল এবার তাদের গ্রাহকদের জন্য এক বিশেষ সুখবর নিয়ে এসেছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে, বিএসএনএল চালু করতে যাচ্ছে 5G (5G BSNL 5G Network) পরিষেবা। এর ফলে, গ্রাহকরা আরও দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পাবেন, যা তাদের মোবাইল অভিজ্ঞতাকেই সম্পূর্ণভাবে বদলে দেবে।
কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শুক্রবার এক গুরুত্বপূর্ণ ঘোষণায় জানিয়েছেন, বিএসএনএল-এর আর্থিক অবস্থা বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। তিনি বলেন এখন বিএসএনএল সারা দেশের গ্রাহকদের জন্য 5G পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। তার দাবি, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বিএসএনএল 5G (5G BSNL 5G Network) সেবা চালু করবে, যা দেশের টেলিকম খাতে একটি নতুন বিপ্লব নিয়ে আসবে। এর ফলে, গ্রাহকরা পাবেন উন্নত এবং দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা, যা তাদের কাজের সুবিধা বাড়াবে এবং আরও বেশি মানুষ বিএসএনএল-এ ফিরে আসবে।
এই পদক্ষেপের ফলে, বিএসএনএল-এর আয় গত কয়েক বছরে প্রায় ১২% বৃদ্ধি পেয়েছে। এছাড়া, খরচ কমিয়ে আনা হয়েছে ২%। বিশেষ করে, কম খরচে মোবাইল পরিষেবা দেওয়ার কারণে অনেক গ্রাহক Jio, Airtel, বা Vi-এর মতো বড় নেটওয়ার্ক থেকে চলে এসেছেন বিএসএনএলে। এই সমস্ত পদক্ষেপ বিএসএনএল-এর আর্থিক পরিস্থিতিকে অনেকটা শক্তিশালী করেছে এবং তারা এখন 5G সার্ভিস চালু করার জন্য প্রস্তুত।
আরও পড়ুন:BSNL: সেট-টপ বক্স ছাড়া কিভাবে দেখবেন একাধিক চ্যানেল, DTH-এ সকলকে টেক্কা দিতে এগিয়ে আসছে BSNL
এদিকে, ২০২৫ সালের মে থেকে জুন মাসের মধ্যে, বিএসএনএল ১ লক্ষ মোবাইল টাওয়ার বসানোর কাজ শুরু করবে। ইতিমধ্যেই প্রায় ৬২,০০০ টাওয়ার বসানো হয়েছে এবং এতে সাহায্য করছে টাটা গ্রুপের মালিকানাধীন তেজাস। এই টাওয়ারগুলো দিয়ে 4G কোর সিস্টেম তৈরি করা হচ্ছে, যা পরবর্তীতে 5G পরিষেবার জন্য কাজ করবে। এর মাধ্যমে, গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন এবং নেটওয়ার্কের গুণগত মান অনেক বৃদ্ধি পাবে।
এখন প্রশ্ন হচ্ছে, বিএসএনএল গ্রাহকরা কি আবার এই নতুন 5G (5G BSNL 5G Network) পরিষেবার মাধ্যমে ফিরে আসবেন? বিশেষজ্ঞরা মনে করছেন, 4G ও 5G পরিষেবা চালু হলে, গ্রাহকরা তাদের কাজে আরও দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, এবং সেইসঙ্গে, বিএসএনএল-এর প্রতি তাদের বিশ্বাসও ফিরে আসবে। ২০২৫ সালে, যখন বিএসএনএল তাদের 5G পরিষেবা চালু করবে, তখন মোবাইল নেটওয়ার্কের মানদণ্ড একেবারে পাল্টে যাবে।