Bhutan Tour: পরিবার নিয়ে বেড়াতে যেতে কে না চায়। তাও আবার যদি হয় বিদেশ ভ্রমণ তাহলে তো প্রশ্নের কোনো জায়গায় থাকেনা। তবে রোজকার এই বাড়তি জীবন অতিবাহের খরচ এরকম হাজারো ইচ্ছেকে শেষ করে দিচ্ছে। তবে বেড়ানোর খরচ কমানো তো বাদ দিন একেবারে বিনামূল্যে ভুটানের (Free Bhutan Tour) মতো পাহাড়ি দেশ ঘুরে দেখতে চাইলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে। তবে শুধু ভ্রমনই নয় আয় করতে পারবেন হাজার হাহার টাকাও। ৪জনের পরিবারের জন্য এই সুবর্ণ সুযোগ রয়েছে।
দিল্লি থেকে ভুটান (Bhutan Tour) যেতে হলে প্রথমে বাগডোগরা ফ্লাইটে আসতে হবে যার খরচ সর্বনিম্ন হতে পারে ৬৩৮৯ টাকা মাথাপিছু। তাহলে ৪ জনের পরিবারে এখানেই যাওয়া আসা খরচ হবে ৫১১১২ টাকা। এরপর ৯ কিলোমিটার দূরে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করতে হবে। সেখান থেকেই ভুটানের ফুনসোলিং যাওয়ার বাস পাওয়া যাবে। আর এই ৪৮০ কিলোমিটারের দীর্ঘ পথের যাওয়া আসার খরচ হতে পারে মাথাপিছু ৫০০ টাকা। যা চার জনের হিসেবে হবে ২০০০ টাকা।
এরপরই আসে হোটেলের খরচ। অনলাইন অ্যাপের সাহায্যে হোটেল বুক করলে পাহাড়ি দেশ ভুটানের রাজধানী থিম্পুতে ২ থেকে ৪ হাজার টাকার মধ্যে একটি হোটেল পাওয়া সম্ভব। যদি হোটেলের প্রতিদিনের খরচ ৩০০০ টাকা হয় তবে ভুটান ভ্রমণে (Bhutan Tour) ৭ দিনে মোট খরচ হবে ২১০০০ টাকা। এছাড়া অন্যান্য খরচ বাবদ ৫ হাজার টাকা প্রতিদিন ধরলে ৭ দিনের খরচ ৩৫ হাজার টাকা।
আরও পড়ুন:Google Map: গুগল ম্যাপে ভরসা করে গন্তব্য বিভ্রাটে যাত্রীরা, সমুদ্রের বদলে গেলেন জঙ্গলে
এই পর্যন্ত ভুটান ভ্রমণে (Bhutan Tour) খরচ হয় ফ্লাইটে ৫১ হাজার, সীমান্ত থেকে ভুটান পৌঁছতে ২০০০ টাকা, হোটেল ২১ হাজার টাকা এবং অন্যান্য খরচ বাবদ ২১ হাজার টাকা। অর্থাৎ সব মিলিয়ে একটি চার জনের পরিবারের ৭ দিনের ভুটান ভ্রমণের খরচ হতে পারে ১.০৯ লক্ষ টাকা। তবে ভারতের তুলনায় ভুটানে সোনার দাম সস্তা। আর ভুটানের নিয়মানুসারে ভারতীয় পুরুষেরা মাথাপিছু ২০গ্রাম সোনা কিনতে পারবেন এবং মহিলারা মাথাপিছু ৪০গ্রাম সোনা কিনতে পারবেন। অর্থাৎ স্বামী-স্ত্রী মিলে মোট ৬০গ্রাম সোনা কিনে আনতে পারবেন।
ভুটানে চলতি বছরের ১৪ই এপ্রিল ২৪ ক্যারাট সোনার দাম ছিল প্রতি দশ গ্রামের হিসেবে ৫৩৪৭৮ টাকা এবং ভারতে ওইদিন দশ গ্রাম সোনার দাম ছিল ৭৪৮৭০ টাকা। এতে হিসেব করলে দেখা যাচ্ছে প্রতি দশ গ্রাম সোনা কিনলে সাশ্রয় হয় ২১৩৯২ টাকা এবং যদি কেউ ৬০গ্রাম সোনা জেনে তবে তাদের ১,২৮,৩৫২ টাকা লাভ হয়। যা হিসেব করলে দেখা যায় চার জনের পরিবারের ভ্রমণ খরচ বাদেও ১৮ হাজার টাকার লাভ হয়। আর এভাবেই সহজেই বিনামূল্যে ভুটান ভ্রমণ (Free Bhutan Tour) করতে পারবেন যে কেউ।