Trains for Kumbh Mela: নতুন বছরের জানুয়ারিতেই শুরু কুম্ভমেলা। জমায়েত হতে চলেছে কোটি কোটি পুণ্যার্থীর। আর এই উপলক্ষে এক ধাক্কায় ৪২ জোড়া বিশেষ ট্রেন চালানোর কথা ভাবছে পূর্ব রেল। ভারতের প্রাচীন ঐতিহ্যের বাহক এই কুম্ভমেলা আগামী বছরের ১৩ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে প্রয়াগরাজে। যা চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর এর জন্যই হাওড়া থেকেও বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন চালাতে চলেছে পূর্ব রেল। এছাড়া মালদা স্টেশন থেকেও দেওয়া হবে স্পেশ্যাল ট্রেন পরিষেবা।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই সময়ে কোটি কোটি ভক্তের সমাগম হয়। তাই সকলের কথা মাথায় রেখে এক গুচ্ছ অতিরিক্ত ট্রেন পরিষেবা (Trains for Kumbh Mela) দেবে ভারতীয় পূর্ব রেল। এছাড়াও ভক্তদের সুবিধার জন্য কুম্ভ মেলা ২০২৫ মোবাইল অ্যাপটিকে আরও উন্নত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের কোনা কোনা থেকেই দেওয়া হবে অতিরিক্ত ট্রেন পরিষেবা। যার মধ্যে বাংলার দুটি স্টেশন রয়েছে। জানা যাচ্ছে ২রা জানুয়ারি থেকেই মালদা টাউন স্টেশনে শুরু হবে স্পেশাল ট্রেন পরিষেবা এবং চলবে আগামী ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। ২রা জানুয়ারি মালদা থেকে ট্রেনটি ছাড়বে রাত ৮টা বেজে ৪৫ মিনিটে।
ট্রেনটি যাত্রাপথে নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও,ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং অভয়পুর ইত্যাদি স্টেশনে থামবে। কুম্ভমেলার জন্য চলা এই স্পেশ্যাল ট্রেনটিতে (Trains for Kumbh Mela) সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং এসি কোচের ব্যবস্থা রাখা হবে। এছাড়া হাওড়া-টুন্ডলা কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেনটি হাওড়া থেকে সন্ধ্যা ৭টা ৩৫মিনিটে ছেড়ে পরদিন ৭টা ২০মিনিটে পৌঁছবে তার গন্তব্যে। ট্রেনটি চলবে নতুন বছরের ১ থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত। এরপর চলবে ১৬, ২০, ২৪শে জানুয়ারি আর ৫, ৭, ১৪, ২১ ও ২৬শে ফেব্রুয়ারি চলবে। এটিতেও একই কোচের পরিষেবা দেবে পূর্বরেল।
অন্যদিকে হাওড়া-ভিন্দ কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেনটিতে (Trains for Kumbh Mela) পুণ্যার্থীরা যাতায়াত করতে পারবেন ১৮ ও ১৯শে জানুয়ারি। এটিও উভয় দিকে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে। এতেও জেনারেল ক্লাস, সেকেন্ড ক্লাস এবং এসি কোচের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।
আগামী ১৩ই জানুয়ারি হবে পৌষমেলা। আর ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তিতে হবে প্রথম শাহী স্নানের তিথি। এরপর ২৯শে জানুয়ারি মৌনি অমাবস্যায় দ্বিতীয় শাহী স্নানের তিথি রয়েছে। এরপর ৩রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চনী, ৪ঠা ফেব্রুয়ারি, ১২ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ২৬শে ফেব্রুয়ারি মহা শিবরাত্রীতেও থাকছে পূণ্য স্নানের তিথি। আর এইসব তিথির কথা মাথায় রেখেই কুম্ভমেলা উপলক্ষে অতিরিক্ত ট্রেন (Trains for Kumbh Mela) চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল।