PM Poshan Yojana Recruitment: পশ্চিমবঙ্গে এখন যেনো চাকরির খরা চলছে। শিক্ষিত বেকার ছাত্র-ছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অগোছালো জীবন অতিবাহিত করছেন। তবে এবার তাদের জন্য রয়েছে বিরাট সুযোগ। সম্প্রতি পুরুলিয়া জেলাশাসকের অফিস থেকে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। যেখানে প্রধানমন্ত্রী পোষণ যোজনার সহায়ক কর্মী হিসেবে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়। দেরি না করে দেখে নেওয়া যাক এর আবেদন বৃত্তান্ত:
পদের নাম:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রধানমন্ত্রী পোষণ যোজনায় (PM Poshan Yojana Recruitment) একাউনটেন্ট এবং সহকারী একাউনটেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতা:
উপরে উল্লেখিত পদগুলোতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে এবং একাউন্টসে নূন্যতম ৫ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদ রয়েছে ০২টি।
বয়সসীমা:
আগ্রহী প্রার্থীদের বয়স ০১/১২/২৯২৪ অনুযায়ী ৬৩ বছরের মধ্যে হতে হবে।
বেতন:
প্রধানমন্ত্রী পোষণ যোজনায় কর্মী নিয়োগ (PM Poshan Yojana Recruitment) হলে একাউন্ট্যান্ট পদে মাসিক ১২,০০০ টাকা এবং সহকারী একাউন্ট্যাণ্ট পদে ১১,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
উপরোক্ত পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। পুরুলিয়ার প্রধানমন্ত্রী পোষণ যোজনায় আবেদন করতে হলে সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরন করে মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
District PM POSHAN Cell, Purulia Collectorate.
আরও পড়ুন:UPSC Exam: দেশের মধ্যে সেরা আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী, প্রথম হলেন ইউপিএসসি আইএসএসতে
নিয়োগ প্রক্রিয়া:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্যদের।
প্রয়োজনীয় নথি:
উপরোক্ত পদে আবেদন করার জন্য ঠিকানার প্রমাণ, বয়সের প্রমাণ, আধার কার্ড, পাসপোর্ট সাইজ দুটি ছবি ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ইত্যাদি নথি প্রয়োজন হবে।
আনেদনের সময়সীমা:
২৬/১২/০২৪ থেকে আবেদন শুরু হয়ে চলবে আগামী ১৯/১২/২০২৫ পর্যন্ত।
অন্যান্য তথ্য:
প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে মোট এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করতে চলেছে। কর্মীর কাজের হিসেবে এই সময় আরও বাড়ানো না কমানো হতে পারে।