5 Rupee Coin: যেকোনো দেশের মুদ্রা হল সেই দেশের অর্থনীতির পরিচয়। বর্তমানে ভারত হল এমন একটি দেশ যা আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতির দিক থেকে যথেষ্ট শক্তিশালী। ভারতে নোট বাতিল হওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনার সাক্ষী রেখেছে এই দেশের মানুষ। প্রায় সময় দেখা যায় নোট কিংবা কয়েন বাতিল করে দেয় কেন্দ্রীয় সরকার এবং আরবিআই। এরকমই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যৌথভাবে নিল কেন্দ্রীয় সরকার এবং আরবিআই।
এমনটা ধারণা করা হয়েছে যে খুব শীঘ্রই হয়ত বাতিল হয়ে যেতে পারে বাজারে প্রচলিত থাকা ৫ টাকার কয়েন (5 Rupee Coin)। কেন্দ্রীয় সরকার সর্বদা সিদ্ধান্ত নিয়েছে যে, একটি নির্দিষ্ট বছরে কতগুলি মুদ্রা তৈরি করা হবে। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকার নির্দেশ দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। তারপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কয়েনগুলিকে মিন্ট করে, বা ট্যাঁকশালে ছাপায়।
আশা করি সকলেই জানি যে, মুদ্রা বা নোট বন্ধ করতে গেলে কিংবা জারি করতে গেলে, RBI-এর কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন। তারপরেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কয়েন বা নোট নিষিদ্ধ করতে পারে। এই দেশে সম্প্রতি প্রচলিত আছে ১ টাকা থেকে ২০ টাকার কয়েন। তবে বিভিন্ন সময়ে ৩০ এবং ৫০ টাকার কয়েন ইস্যু করার খবরের ঘোষণা রয়েছে। সোশ্যাল মিডিয়ার পর্দায় একটি খবর রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে যে বাতিল হতে পারে ৫ টাকার কয়েন (5 Rupee Coin)। সূত্র মারফত নাকি জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫ টাকা বাতিলের চেষ্টা শুরু করেছে। আদৌ কি সত্যিই এই খবর?
আরো পড়ুন:Trains for Kumbh Mela: সামনেই কুম্ভমেলা, ঘোষণা এক গুচ্ছ স্পেশ্যাল ট্রেন
দেশে যে বিভিন্ন ধরনের ৫ টাকার কয়েন পাওয়া যায় সে সম্পর্কে সকলেই অবগত। একটি পিতল, অন্যটি মোটা ধাতু। ৫ টাকার পিতলের কয়েন দেশে অনেক পরিমাণই রয়েছে। তবে এখন মোটা কয়েনের সংখ্যা কমে গেছে। কেন্দ্রীয় সরকার বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি একেবারেই বন্ধ করে দিয়েছে মোটা ধাতব ৫ টাকার কয়েন তৈরি করা। বাজারে শুধু পিতলের মুদ্রাই ব্যাপকভাবে দেখা যায়।
কেন বন্ধ হয়ে যাচ্ছে ৫ টাকার কয়েন (5 Rupee Coin)? সব ৫ টাকার কয়েন বন্ধ না হলেও মোটা ৫ টাকার কয়েন বর্তমানে তৈরি করা একেবারেই বন্ধ। মোটা মুদ্রা তৈরি করতে প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে ধাতুর যাতে খরচও হয় বেশি। মোটা ৫ টাকার কয়েন থেকে ৪-৫টি ব্লেড তৈরি করা যায়। কিছু অসাধু ব্যক্তি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে মোটা পাঁচ টাকার কয়েন থেকে ব্লেড তৈরি করা। যার ফলে সরকার এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মোটা ৫ টাকার কয়েন বন্ধ করে দিয়েছে।