Fake Passport: ২ পড়ুয়া-সহ গ্রেফতার ৩, বাংলাদেশিদের জন্য তৈরি হচ্ছে জাল পাসপোর্ট

Prosun Kanti Das

Published on:

Advertisements

Fake Passport: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে অবনতির দিকে যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে শুরু করে অর্থনৈতিক দিকেও প্রভাব পড়েছে যথেষ্ট। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তারফলে দুই দেশের অধিবাসীদের যাতায়াত করা এখন খুবই সমস্যার বিষয়। সীমান্তে চলছে কড়া নিরাপত্তা। পাসপোর্ট এবং ভিসার ক্ষেত্রেও দুই দেশের সরকার কঠোর হচ্ছে দিনকে দিন। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

Advertisements

বাংলাতেই হচ্ছে জাল পাসপোর্ট তৈরির কারবার। কলকাতায় বসে চলছিল জাল পাসপোর্ট (Fake Passport) তৈরির কারবার। জাল পাসপোর্ট তৈরীর এই কারবার বহুদিন ধরেই চলছিল এবং এর জন্য প্রয়োজন বিপুল টাকা। সম্প্রতি কলকাতা থেকে এমনই এক চক্রের সন্ধান পেল পুলিশ। জাল পাসপোর্ট তৈরি করে তা চালান করা হচ্ছিল বাংলাদেশিদের হাতে। কত যে এরকম ভুয়ো পাসপোর্ট বানানো হচ্ছে তার কোন হিসাব নেই।

Advertisements

ইতিমধ্যে পুলিশ তদন্ত করে জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে। অবাক করা কাণ্ড হলো এরমধ্যে ২ জন কলেজ পড়ুয়া এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। অভিযোগ করা হয়েছে যে, কমপক্ষে ২৫০টি ভুয়ো পাসপোর্ট (Fake Passport) বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশিদের। অবিশ্বাস্য যে পাসপোর্ট বানিয়ে দেওয়ার জন্য তাদের কাছ থেকে নেওয়া হতো দুই লাখ টাকা। টাকার অংক শুনলে সত্যিই ঘাবড়ে যেতে হয়।

Advertisements

আরও পড়ুন:Anti-India SentimentAnti-India Sentiment: দেশে বেড়েই চলেছে ভারত বিদ্বেষ, কিন্তু ভারতের এই জিনিসগুলো ছাড়া চলেনা বাংলাদেশের

পুলিশের কাছে ইতিমধ্যেই খবর আসে শহরে জাল পাসপোর্ট (Fake Passport) তৈরির কারবার রীতিমতো ছড়িয়ে পড়েছে। ভবানীপুর থানায় এক অভিযোগের ভিত্তিতে পুলিশ এই বিষয়ে তদন্ত চালায়। জাল পাসপোর্ট তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রথম ১ জনকে, যার নাম হলো রিপন বিশ্বাস। অভিযুক্তকে জেরা করে আরও ২ জনের সন্ধান পায় পুলিশ। জানা যাচ্ছে ওইসব পাসপোর্ট চলে যেত বাংলাদেশিদের হাতে এবং তাদের কাছ থেকে নেওয়া হত ২ লাখ টাকা। অভিযুক্তদের আদালতে তোলা হবে এবং ২০ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

শুধু এই ৩ জন নয় ভুয়ো পাসপোর্ট তৈরির কাজ করছে একটি বড় চক্র। পুলিশের মূল কাজ সেই চক্রের মাথা কে তাকে খুঁজে বের করা। ওই পাসপোর্টে কোথায় কোথায় পৌঁছে গিয়েছে তার খোঁজ শুরু হয়েছে।

Advertisements