Fake Lottery Ticket: লটারির টিকিট কেটে ভাগ্য বদলাতে চায় অনেকেই। সবার মনেই ধারণা লটারি জিতলে যে বিরাট অংকের টাকা পাওয়া যাবে তাতে মিটে যাবে জীবনের সমস্ত রকমের সমস্যা। তবে ৬ টাকার টিকিটের বিনিময় আদৌ কি পাওয়া যাবে কোটি টাকা? এটা এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্বপ্ন হয়তো দুঃস্বপ্নে পরিণত হবে খুব শীঘ্রই। সম্প্রতি একটি ঘটনা রীতিমতো আলোড়ন ফেলেছে। প্রায় শোনা যাচ্ছে লটারি টিকিটে জালিয়াতির ঘটনা এবং এই ঘটনায় ধরা পড়ছে অনেকেই।
চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে হুগলি পার ডানকুনি চৌমাথায় এলাকায়। বড়লোক হবার স্বপ্ন সকলেই দেখে এবং তাও যদি হয় অল্প সময়ে তাহলে তো কথাই নেই। অল্প সময়ে বড়লোক হওয়ার লোভে এক ব্যক্তি এমন কাণ্ড ঘটিয়ে বসলেন যার কারণে তার বর্তমানে জায়গা হয়েছে শ্রীঘরে। খুব শীঘ্রই ঘটনাটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়।
স্থানীয় সূত্র মারফত জানা গেছে যে, প্রতিদিনের মতো এক ডিয়ার লটারি টিকিট বিক্রেতা সকালে টিকিট বিক্রি করতে বসেছিলেন। সকাল দশটা নাগাদ এক ক্রেতা গতকালের একটি টিকিট ভাঙানোর জন্য আসেন ডানকুনির টিকিট বিক্রেতার কাছে। সেই দোকানে প্রায় ১১ হাজার টাকার বিনিময় টিকিটটি (Fake Lottery Ticket) ভাঙানোর কথা বলেন ওই ক্রেতা। তবে দোকানদার রীতিমতো অবাক হয়ে যান টিকিটের নম্বর দেখে।
ক্রেতাটি যেই টিকিট (Fake Lottery Ticket) ভাঙাতে এসেছেন সেই টিকিটেই ইতিমধ্যে টাকা পাওয়া হয়ে গেছে অন্য এক ক্রেতার। এই খবর লটারি টিকিট বিক্রেতারা নির্দিষ্ট এজেন্সিকে জানিয়ে দেন। এই ঘটনাটি ঘটার পর ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হয় কানাইপুর ফাঁড়িতে এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:Newspapers: সংবাদপত্র তো অনেক পড়েছেন, কিন্তু জানেন কি খবরের কাগজের নীচে চারটি রঙের ডট থাকে কেন
লটারির টিকিট বিক্রেতা তারক দে বলেছেন, সকালবেলা দোকান খুলতেই এক ব্যক্তি একটি লটারি টিকিট নিয়ে আসে। তিনি টিকিট (Fake Lottery Ticket) ভাঙিয়ে পুরস্কারের টাকা দিয়ে ২৫ সেমের আরও তিন হাজার টাকার টিকিট কিনতে চায়। টিকিট বিক্রেতারা কোনোভাবেই বুঝতে পারেননি সেটি আসলে জাল টিকিট ছিল। তবে টিকিটের কাগজ হাতে ধরতেই বোঝা যায় লটারি টিকিটটি আসলে জাল। বিক্রিতাদের সঙ্গে জালিয়াতি করছেন ওই ব্যক্তি। পুলিশের হাতেই তাকে তুলে দেওয়া হয়।
আসলে এক প্রতারক ৪৫ হাজার টাকার একটি লটারির বিজয় টিকিট নিয়ে এসে টিকিট বানিয়ে যান। পরে অবশ্য জানা গেছে সেই টিকিটটা জাল ছিল।চারিদিকে বর্তমানে জাল টিকিটের কারবারি ও প্রতারকরা নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাতে লটারি টিকিট বিক্রি এখন দুষ্কর হয়ে উঠেছে টিকিট বিক্রেতাদের কাছে।