Local Trains Cancellation: বাতিল ৬০টি হাওড়া-ব্যান্ডেল লোকাল সহ অন্যান্য লোকাল ট্রেন, চরম অসুবিধায় যাত্রীরা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Local Trains Cancellation: ট্রেন যাত্রীদের জন্য এক বিশেষ খবর। দীর্ঘ ১ মাস যাবত হাওড়া শাখায় বন্ধ থাকবে ৬০টি লোকাল ট্রেন। আসলে বেনারস রোড ওভারব্রিজে চলছে দুটি লেন তৈরি করার কাজ। যেহেতু লোকাল ট্রেনগুলি যাতায়াতের ফলে সমস্যা হতে পারে, তাই হাওড়া-ব্যান্ডেল লোকাল সহ ৬০টি লোকাল ট্রেন আপাতত এক মাসের জন্য বাতিল (Local Trains Cancellation) থাকবে। এই ট্রেনগুলি ২১শে ডিসেম্বর থেকে টানা ২২শে জানুয়ারী পর্যন্ত বন্ধ থাকবে। এই দীর্ঘ এক মাসে পাওয়ার ব্লক এবং ট্রাফিকের ও প্ল্যান করা হয়েছে। তার কারণ সেই সময় ব্রিজের সমস্ত কাজ চলবে বলে জানা যাচ্ছে।

Advertisements
কোন কোন শাখায় ট্রেন বাতিল থাকবে?

হাওড়া-ব্যান্ডেল-হাওড়া লোকাল
হাওড়া-শেওড়াফুলি-হাওড়া লোকাল
হাওড়া-বেলুড় মঠ-হাওড়া লোকাল
হাওড়া-শ্রীরামপুর-হাওড়া লোকাল

Advertisements
বাতিল হওয়া ট্রেনের তালিকা:-

হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা (Local Trains Cancellation):- ৩৭২১৫, ৩৭২৩১, ৩৭২৩৭, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫৩, ৩৭২৫৫, ৩৭২৫৭, ৩৭২৬৩, ৩৭২৬৭, ৩৭২০১ (রবিবার চলবে শুধু), ৩৭২৭১, ৩৭২৭৫, ৩৭২৭৭, ৩৭২৮৫,

Advertisements

ব্যান্ডেল-হাওড়া শাখায় বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:- ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮, ৩৭২২০ (রবিবার চলবে শুধু), ৩৭২২২, ৩৭২৩০, ৩৭২৩২, ৩৭২৩৬, ৩৭২৪৪, ৩৭২৫০, ৩৭২৫৪, ৩৭২৬৪ (রবিবার চলবে শুধু), ৩৭২৭৮, ৩৭২৮৮,

হাওড়া-শেওড়াফুলি শাখায় বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:- ৩৭০৪১ (রবিবার চলবে শুধু), ৩৭০৪৩ (রবিবার চলবে শুধু), ৩৭০৪৫ (রবিবার চলবে শুধু), ৩৭০৪৭, ৩৭০৪৯, ৩৭০৫১ (রবিবার চলবে শুধু), ৩৭০৫৫, ৩৭০৫৭, ৩৭০৫৯, ৩৭০৬১ (রবিবার চলবে শুধু),

শেওড়াফুলি-হাওড়া শাখায় বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:- ৩৭০৪২ (রবিবার চলবে শুধু), ৩৭০৪৪ (রবিবার চলবে শুধু), ৩৭০৪৬ (রবিবার চলবে শুধু), ৩৭০৪৮, ৩৭০৫০, ৩৭০৫২ (রবিবার চলবে শুধু), ৩৭০৫৬, ৩৭০৫৮, ৩৭০৬০, ৩৭০৬২, ৩৭০৬৪ (রবিবার চলবে শুধু),

আরও পড়ুন:Cheap hotels in ShantiniketanCheap hotels in Shantiniketan: এই শীতে শান্তিনিকেতন ঘুরতে যাবেন বলে ভাবছেন, রইল কিছু সস্তার হোটেলের খোঁজ

হাওড়া-বেলুড় মঠ শাখায় বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:- ৩৭১১১, ৩৭১১৭,

বেলুড় মঠ-হাওড়া শাখায় বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:- ৩৭১১২, ৩৭১১৮,

হাওড়া-শ্রীরামপুর শাখায় বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা (Local Trains Cancellation):- ৩৭০১১ (রবিবার চলবে শুধু), ৩৭০১৩ (রবিবার চলবে শুধু),

শ্রীরামপুর-হাওড়া শাখায় বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা:- ৩৭০১২ (রবিবার চলবে শুধু), ৩৭০১৪ (রবিবার চলবে শুধু),

Advertisements