Toto Fare: পৌষ মেলায় সস্তা হয়ে গেল টোটো, এবার প্রশাসনের নির্দেশে এত টাকাতেই হবে যাতায়াত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Toto Fare: পৌষ মাস পড়ে গেছে, আর পৌষ মাস মানেই হল শান্তিনিকেতনের পৌষমেলা। এই সময় বহু পর্যটক দূর-দূরান্ত থেকে ছুটে আসে মেলা উপভোগ করার জন্য। কিন্তু টোটো চালকদের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে বচসা লেগেই থাকে প্রতি বছর। এই সমস্যা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এগিয়ে এসেছে প্রশাসন। চালু হয়েছে এক নতুন ভাড়া, সেই ভাড়ার রেট অনুযায়ী চলতে হবে টোটো চালকদের। আজকে জানতে পারবেন সেই সম্পর্কে।

Advertisements

শান্তিনিকেতন পৌষমেলায় টোটো চালকদের আধিপত্য খর্ব করতে একাধিক পরিকল্পনা নিয়েছে বোলপুর পুরসভা, পুলিশ ও প্রশাসন। টোটো চালকদের জন্য রাস্তায় যানজট সৃষ্টি হয়, এই বছর যাতে তা না হয় তার জন্য অন্যরুট এর ব্যবস্থা করেছে প্রশাসন। এছাড়াও, টোটো চালকদের সঙ্গে বৈঠক করে তাঁদের ভাড়াও(Toto Fare) বেঁধে দিয়েছে পুরসভা। পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, মেলা চলাকালীন প্রতি কিলোমিটারে জনপ্রতি ১০ টাকা নিতে হবে।

Advertisements

যে বৈঠক হয়েছে তাতে সম্মতি জানিয়েছে টোটো চালকরা এবং এই কারণে সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বোলপুর মহকুমা প্রশাসন। বোলপুরের মহকুমা শাসক জানিয়ে দিয়েছেন যে, টোটো স্ট্যান্ডগুলির পাশাপাশি মেলা প্রাঙ্গণের বিভিন্ন প্রান্তে দূরত্ব মাফিক ভাড়ার(Toto Fare) রেট চার্ট টাঙানো হবে। যদি কোনো টোটো চালক ভাড়া নিয়ে পর্যটক কিংবা স্থানীয় এলাকার বাসিন্দাদের সঙ্গে প্রতারণা করে তাহলে তার বিরুদ্ধে চরম শাস্তির ব্যবস্থা করা হবে। দিনকে দিন বেড়ে চলেছিল টোটো চালকদের দুর্ব্যবহার, এবার থেকে সেটি আর করা যাবে না। চালকরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করলে অভিযোগ জানানোর জন্য মেলা চলাকালীন বিশেষ নম্বরও চালু থাকবে। আগত কোন পর্যটক যদি সমস্যায় পড়ে তাহলে বিশেষ টোল-ফ্রি নম্বরও চালু করা হবে।

Advertisements

আরও পড়ুন:Local Trains CancellationLocal Trains Cancellation: বাতিল ৬০টি হাওড়া-ব্যান্ডেল লোকাল সহ অন্যান্য লোকাল ট্রেন, চরম অসুবিধায় যাত্রীরা

পৌষ মাসে পৌষ মেলা হল বিশ্বভারতীর অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই মেলা দেখার উদ্দেশ্যে দেশ দেশান্ত থেকে প্রচুর মানুষ ভিড় করে এই সময়।পাঁচ বছর পর বিশ্বভারতী নিজ উদ্যোগে পৌষমেলা আয়োজন করেছে। বীরভূম জেলা প্রশাসন তাই এই বিষয়টি নিয়ে যথেষ্ট তৎপর থাকবে। পৌষমেলায় টোটো দৌরাত্ম্যের ঘটনা নতুন নয়। বোলপুর শহরে বর্তমানে প্রায় দশ হাজার টোটো রয়েছে। টোটোর সংখ্যা বেশি হওয়ায় শহরে এমনিতেই সৃষ্টি হয়েছে যানজট। মেলায় জনসংখ্যা প্রচুর হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এমনিতেই প্রশাসনকে যদি একটু তৎপর থাকতে হবে। পৌষ মেলাতে ভিড় এর সুযোগ নিয়ে প্রচুর টোটো চালক বেশি ভাড়া যায় পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের থেকে।

দর (Toto Fare) কষাকষি করলে কপালে জোটে দুর্ব্যবহার। মহকুমা শাসক অয়ন নাথ বলেন, দর্শনার্থীদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে নষ্ট হবে শহরের ভাবমূর্তি তাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে এই বিষয়ে। বোলপুর পুরসভা টোটো চালকদের সঙ্গে এই কারণে বৈঠক করেছে। সেখানে প্রতি কিলোমিটারে জনপ্রতি ১০ টাকা ভাড়া নির্দিষ্ট করা হয়েছে। যাতে মেলার প্রধান রাস্তাগুলিতে টোটো চলাচল এড়ানো যায় তার জন্য ধরা হয়েছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি স্থানীয় ও পর্যটকদের সঙ্গে ভাড়া নিয়ে যাতে কেউ প্রতারণা করতে না পারে সেজন্য শহরের বিভিন্ন প্রান্তে টোটোর রেট চার্ট টাঙানো হবে।‌ যদি কোন টোটো চালক যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও প্রতারণা করে, তাহলে বিশেষ নম্বর‌ চালু করেছে মহকুমা পুলিস প্রশাসন। ৮০০১৪৯৫০০০ নম্বরে ফোন করলে দর্শনার্থীদের প্রতিকার মিলবে- এমনটাই আশ্বস্ত করেছে পুলিশ। মানুষরা কোনও সমস্যায় পড়লে ০৩৪৬৩-২৫২০০৭ এবং ০৩৪৭৩- ২৫২০০৮ এই দু’টি টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে। এই নম্বরে ফোন করলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisements