WB Govt Job Vacancy: বর্তমানে পশ্চিমবঙ্গে চাকরির পরিস্থিতি খুবই শোচনীয়। যোগ্য চাকরিপ্রার্থীরা দীর্ঘ বছর ধরে অপেক্ষা করে আছে উপযুক্ত চাকরির জন্য। বহু ছেলেমেয়ে এমন আছে যারা যোগ্য চাকরির জন্য বহু বছর ধরে অপেক্ষা করে রয়েছে কিন্তু কোন উপযুক্ত চাকরি তারা পায়নি। তবে সম্প্রতি অবসরপ্রাপ্তদের জন্য এটি দুর্দান্ত সুযোগ এসেছে রাজ্যের বীরভূম জেলায়। আজকের প্রতিবেদনটি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে বিস্তারিত জানতে পারবেন এই সম্পর্কে।
যেসব অবসরপ্রাপ্ত প্রার্থীরা রয়েছেন তারা এই সুযোগ (WB Govt Job Vacancy) কখনোই হাতছাড়া করবেন না। বীরভূম জেলায় রয়েছে দুর্দান্ত কাজের সুযোগ। বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই চাকরিটির সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল । তবে এই চাকরিতে নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। যারা আবেদন করতে ইচ্ছুক দেরি না করে আবেদন করে ফেলুন এই চাকরির জন্য।
কোন সংস্থার পক্ষ থেকে কর্মী নিয়োগ হবে?
বীরভূম জেলার প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ (WB Govt Job Vacancy) করা হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের অফিসের তরফে এই নিয়োগ করা হবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখা যাবে। কিন্তু এইপদে কাজের সুযোগ পাবেন শুধু অবসরপ্রাপ্তরা।
কোন পদে নিয়োগ করা হবে?
উক্ত অফিসে অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। তবে শূন্যপদ হলো একটি। কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। এক বছর কাজের মেয়াদে কর্মী নিয়োগ করা হলেও প্রয়োজনে মেয়াদ বৃদ্ধি হতে পারে।
বেতন
অ্যাকাউন্ট্যান্ট পদে প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ৬০ বছর থেকে ৬৪ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা সম্পন্ন আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আবেদন করার পদ্ধতি?
বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে বীরভূম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে এই বিজ্ঞপ্তিটি আপনার চোখে পড়বে। ওয়েবসাইটে যেসব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে তা অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন করার শেষ তারিখ
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ২০শে ডিসেম্বর। নিয়োগ সংক্রান্ত কোনরকম তথ্য এবং শর্তাবলী জানতে অবশ্যই বীরভূম জেলার প্রশাসনিক দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটটিতে নজর রাখতে হবে।