WB Weekend Weather Forecast: রবিবারে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, বড়দিন কি গতবছরের মতই গরম থাকবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

WB Weekend Weather Forecast: গতকাল অর্থাৎ শনিবার গোটা দিন প্রায় গোটা রাজ্যজুড়েই ছিল আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হয়েছে বৃষ্টিপাত। কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে তো প্রায় বর্ষাকালের মতই বৃষ্টি দেখা গেছে। মূলত বঙ্গোপসাগরের উপর অবস্থান করা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়াতেই মেঘের ঘনঘটা দেখা যায় পশ্চিমবঙ্গের আকাশে। তবে নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশের দিকে বাঁক নেওয়ায় বর্তমানে ওড়িশা, অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা এবং তামিলনাড়ু রাজ্যের উপকূলীয় অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে কাল পশ্চিমবঙ্গের বৃষ্টি হলেও আজ রবিবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা দিয়েছে।

Advertisements

আজ রবিবার তেমনভাবে রাজ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চল গুলিতে সামান্য বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া (WB Weekend Weather Forecast) শুকনোই থাকবে। সকালের দিকে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশার প্রকোপ দেখা দিতে পারে। এছাড়া উত্তরবঙ্গের অন্য জেলাগুলি অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদাতে মোটের উপর কাল একই রকম আবহাওয়া থাকবে। শুধু আজকের তুলনায় কুয়াশার প্রকোপ আরেকটু বাড়তে পারে।

Advertisements

গোটা দক্ষিণবঙ্গ জুড়েই আজ বৃষ্টির কোন সম্ভাবনা নেই। শুধু আজ বলেই নয়, পুরো সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া (WB Weekend Weather Forecast) বিরাজ করবে। সকালের দিকে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার প্রকোপ দেখা দিতে পারে। যার কারণে হাইওয়েতে গাড়ি চালানো বা ট্রেন-প্লেন পরিষেবার ক্ষেত্রে সামান্য ব্যাঘাত ঘটতে দেখা দিতে পারে।

Advertisements

আরও পড়ুন:Toto LicenceToto Licence: এবার থেকে লাগবে লাইসেন্স ও রেজিস্ট্রেশনও, নয়া নীতি আছে রাজ্য

কলকাতা অঞ্চলের আশেপাশেও তেমন কোন বৃষ্টি সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সকালের দিকে কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দেবে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র জানা যাচ্ছে যে, সপ্তাহ গড়ানোর সাথে সাথে রাজ্যের তাপমাত্রা অনেকটা নিম্নমুখী হবে। অর্থাৎ বছরের শেষে, বড়দিনে রাজ্য বেশ কনকনে ঠান্ডার অনুভব পেতে চলেছে। বঙ্গোপসাগরে নতুন করে কোন নিম্নচাপ তৈরি না হলে বা পশ্চিমী ঝঞ্ঝার উৎপাত তেমন না থাকলে, বর্ষ শেষে পশ্চিমবঙ্গবাসী বেশ হাড় কাঁপানো ঠান্ডা পেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Advertisements