Airtel: এয়ারটেল ও ভারতীয় সেনার যৌথ উদ্যোগে সিগন্যাল আসলো কাশ্মীরের প্রত্যন্ত এলাকায়

Prosun Kanti Das

Published on:

Advertisements

Airtel: ভারতের একাধিক বেসরকারি টেলিকম সংস্থার মধ্যে দুটি জনপ্রিয় নাম হল রিলায়েন্স জিও এবং এয়ারটেল। দুটি বৃহত্তম টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা নেহাত কম নয়। তাদের একাধিক আকর্ষণীয় প্ল্যান গ্রাহকদের আকৃষ্ট করেছে বারংবার। সকলেই জানে যে সবথেকে বেশি সংখ্যক গ্রাহক রয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিওতে আর এরপর দ্বিতীয় স্থানেই রয়েছে সুনীল মিত্তলের কোম্পানি ভারতী এয়ারটেল। কিন্তু সম্প্রতি এয়ারটেল ঘটিয়ে ফেলল এক দুর্দান্ত ঘটনা। জিওকে টেক্কা দিয়ে বড় রেকর্ড করল এয়ারটেল।

Advertisements

যেকোনো ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা আসবেই, টেলিকম দুনিয়াতে তার অন্যথা হয়নি। জিও আর এয়ারটেল এই দুই কোম্পানির মধ্যেকার কম্পিটিশন সম্পর্কে আশা করি সকলেই অবগত। গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য প্রতিনিয়ত দুটি কোম্পানি একাধিক প্ল্যান নিয়ে আসছে মার্কেটে। জিওর গ্রাহক সংখ্যা হয়তো অনেক বেশি কিন্তু দেশের প্রত্যেকটি কোনায় এখনো পর্যন্ত ছড়িয়ে পড়তে পারেনি জিও এবং এখানে তাদের ব্যর্থতা। আর এখানেই জিওকে টেক্কা দিল এয়ারটেল (Airtel)। ভাবছেন আশ্চর্য ঘটনা? একদমই নয়। আজও এমন কিছু এলাকা বা গ্রাম রয়েছে যেখানে ফাস্ট ইন্টারনেট ও মোবাইল পরিষেবা সঠিকভাবে পৌঁছে উঠতে পারেনি। এখানে কামাল দেখিয়ে দিয়েছে এয়ারটেল।

Advertisements

ভারতীয় সেনার সঙ্গে হাত মিলিয়ে এমনই ৭টি বর্ডার সংলগ্ন গ্রামে টেলিকম সার্ভিস লঞ্চ করল এয়ারটেল (Airtel)। ভারতের ইতিহাসে এয়ারটেলই প্রথম প্রাইভেট কোম্পানি যা জম্মু কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা ও বন্দিপুর জেলায় পরিষেবা চালু করে রীতিমতো আশ্চর্য করে দিয়েছে সকলকে। এটি মূলত ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’ এর দৌলতে শুরু করা হয়েছিল। এই পরিষেবার দ্বারা কাচ্ছাল, বলবীর, রাজদান পাস, টায়া টপ, উস্তাদ, কাটি ও চীমা, মোট বাকি সাতটি গ্রামকে ভারতের সাথে যুক্ত করবে।

Advertisements

আরও পড়ুন:Rajmarg SaathiRajmarg Saathi: নিরাপত্তা বাড়াতে টহল দেবে রাজমার্গ সাথী, নয়া উদ্যোগ ন্যাশনাল হাইওয়ে অথরিটির

সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, ভারতীয় সেনার সঙ্গে ভারতী এয়ারটেলের (Airtel) একটি চুক্তি করা হয়েছে। এই যুক্তির ভিত্তিতে ভারতের বিভিন্ন প্রত্যন্ত বর্ডার এলাকার গ্রামগুলিতে টেলিকম ব্যবস্থা যাতে আরো বেশি উন্নত হতে পারে তারই প্রচেষ্টা চালাচ্ছে এয়ারটেল। ভারতের টেলিকম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটি একটি দুর্দান্ত চমক। এর মধ্যে উত্তর কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের কুপওয়ারা, বারামুল্লা, বন্দিপুর জেলাগুলি রয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারতের বিভিন্ন ধনী শিল্পপতিদের মধ্যে ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তল অন্যতম ধনী একজন ব্যক্তি। ফোর্বসের তালিকা অনুযায়ী প্রায় ১২ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে তাঁর। যার মধ্যে এয়ারটেলেরই টোটাল মার্কেট ক্যাপ ৯.৫৯ লক্ষ কোটি টাকা।

Advertisements