Weather News: ইতিমধ্যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে জাকিয়ে শীত পর্ব। উত্তরে শৈত্যপ্রবাহের ঠেলায় হাড় কাঁপানো শীত পড়েছে। আবার অনেক জায়গায় তাপমাত্রা কমতে কমতে মাইনাসে পৌঁছেছে অপরদিকে বেশ কিছু জায়গায় চলছে বিরতিহীন বৃষ্টি কমবেশি সকল মানুষের ভুগছে ঠান্ডা অথবা বিরামহীন বৃষ্টিতে। গত শনিবার উত্তরাখণ্ডের পিথোরাগড়ের ধারচুলায় ভূমিধসের ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। আবহাওয়ার খবর অনুযায়ী (Weather News) বর্তমানে জম্মু ও কাশ্মীর, চিল্লাই কালানে প্রচন্ড ঠান্ডা থাকবে।
তবে তাপমাত্রা কমে এবার রেকর্ড গড়ল শ্রীনগর। আবহাওয়ার খবর অনুসারে (Weather News), ১৩৩ বছরে এই নিয়ে তৃতীয় বার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে -৮.৫ ডিগ্রি-তে। একদিকে দক্ষিণ ভারতে চলছে টানা বৃষ্টি অপরদিকে উত্তর ভারতের চলছে কুয়াশা এবং শৈত্যপ্রবাহের খেলা। তবে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা, এই দুইয়ের কারণে আগামীতে আবহাওয়ার বেশ বড়সড় বদল আসতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব ২৭শে ডিসেম্বর থেকে শুরু করে ৩১শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
আবহাওয়ার খবর অনুযায়ী জানা গিয়েছে যে পশ্চিম মধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে ঘনীভূত হতে শুরু করেছে। নিম্নচাপটির পূর্ব-উত্তরপূর্ব দিকে অভিমুখ থাকবে বলে আশঙ্কা করা হয়েছে। তবে আগামী ১২ ঘণ্টায় এটি সমুদ্রের উপর অংশে গিয়ে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জুড়ে উপকূলীয় অন্ধপ্রদেশের বেশ কিছু জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। হিমাচল প্রদেশ, কাশ্মীর লাদাখ জম্মুতে বৃষ্টিপাত এবং তুষারপাত উভয়েরই দেখা মিলবে।
আরও পড়ুন:WB Weekend Weather Forecast: রবিবারে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, বড়দিন কি গতবছরের মতই গরম থাকবে
মালদাহ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলিতে এতটাই ঘন কুয়াশা পড়বে বলে জানা গিয়েছে আবহাওয়া খবর থেকে যা দৃশ্যমানতা নেমে ৫০ মিটারে আসবে। উপর দিকে দক্ষিণবঙ্গে খুব বেশি দাপট না হলেও হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকবে জেলাগুলি। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বইতে পারছে না উত্তরে হাওয়া। তাই আপাতত শনিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী (Weather News)।