Sunidhi Chauhan: শহর কলকাতা মাতাতে আসছেন সুনিধি, কীভাবে কাটবেন টিকিট

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Sunidhi Chauhan: শীতের মরশুমে কলকাতা সেজে উঠেছে নতুনভাবে। সামনেই আসছে বড়দিন পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে সময় কাটানোর এই হলো দুর্দান্ত সুযোগ। সম্প্রতি কলকাতাবাসীকে আনন্দ দিতে শহরে আসছে একের পর এক নামিদামি তারকা। বড়দিনের আগে কলকাতায় আসছেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। নিজের প্রযোজনায় তৈরি I Am Home- নিয়ে এবার কলকাতায় আসছেন গায়িকা। সুনিধির শোতে দর্শক সংখ্যা বেশি হবে সেটাই আশা করা যায়। ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমী শহরবাসীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এমনকি তার ফ্যানরা অপেক্ষা করে আছে অধীর আগ্রহে।

Advertisements

জানেন কি কলকাতার কোথায়, কবে, কখন সুনিধির (Sunidhi Chauhan) এই শো হচ্ছে? আজকের প্রতিবেদনটি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে বিস্তারিত সবই জানতে পারবেন। অনেকেই আছেন এই শোতে যেতে চান কিন্তু বিস্তারিত তথ্য জানেন না। ২৪ শে ডিসেম্বর,২০২৪ তারিখে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে সন্ধ্যা ৭ টায় শুরু হবে সুনিধির এই কনসার্ট। যদি টিকিট বুক করতে চান তাহলে ইভেন্টের জন্য Insider.in থেকে বুক করে ফেলতে পারেন।

Advertisements

কলকাতাবাসীর জন্য রয়েছে আরও চমক। এই কনসার্টে শুধুমাত্র সুনিধি চৌহান নয় আসছেন আরো একজন জনপ্রিয় সেলিব্রেটি। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কে তিনি? সুনিধির এই কনসার্টে তার সাথে সঙ্গ দিতে আসছেন ‘আজ কি রাত’-এর তারকা। সমানতালে পা মেলাবেন দক্ষিণ ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তমান্না ভাটিয়া। তিলোত্তমা নগরী মাতাতে তিনিও আসছেন। সম্প্রতি শহরের যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন সুনিধির শোয়ের পোস্টার। ক্রিসমাসের ঠিক আগের রাতেই সুনিধির (Sunidhi Chauhan) শো ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। যদি কেউ অনলাইনে এই কনসার্টের টিকিট বুক করতে চান তাহলেও করতে পারেন।

Advertisements

আরও পড়ুন:Amrish Puri GrandsonAmrish Puri Grandson: ভিলেন নামে খ্যাত অমরেশ পুরীর নাতি নাকি অভিনেতা, কে তিনি

এই কনসার্টে দর্শকেরা শুনতে পাবে ক্লাসিক মেলোডি থেকে রিদমিক গান, পপ, সবই এবং সাথে থাকবে দুর্দান্ত পারফরমেন্স। ‘ধুম মাচা লে’, ‘দেশি গার্ল’, ‘কমলি’, ‘ক্রেজি কিয়া রে’, ‘শীলা কি জাওয়ানি’ সহ সুনিধির একাধিক হিট চার্ট বাস্টার গান একই সাথে শুনতে পারবেন এখানে। কলকাতার সংগীতপ্রেমীরা অবশ্য ভীষণ খুশি, কারণ কিছুদিন আগেই শহর মাতিয়ে গেছেন রক তারকা ব্রায়ান অ্যাডামস, বি প্রাক, দিলজিৎ দোসাঞ্জ-এর পর এবার সুনিধিকে (Sunidhi Chauhan) স্বাগত জানাতে প্রস্তুত গোটা কলকাতার সঙ্গীতপ্রেমীরা এবং সাথে থাকছে উপরি পাওনা তমান্নাও।

তালিকায় শুধু কলকাতা আছে তা নয়, এই মুহূর্তে সুনিধি নিজের প্রযোজনায় I Am Home- নিয়ে গোটা দেশের বিভিন্ন প্রান্তে শো করছেন। এখন কলকাতাবাসী অপেক্ষায় আছে ২৪ তারিখ সন্ধ্যার।

Advertisements